নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব ইনশাল্লাহ্ ।

আব্দুল্লাহ্ আল মোন্তাজীর

সাহিত্যের সাথে ছিলাম; আছি; এবং থাকব ইনশাল্লাহ্ ।

আব্দুল্লাহ্ আল মোন্তাজীর › বিস্তারিত পোস্টঃ

সনেট গবেষণা

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৭

সনেট নিয়ে আমি একটা গবেষণা কার্যক্রম শুরু করেছি। অভিজ্ঞগণকে এখানে মতামত দেওয়ার অনুরোধ করছি। বিশেষ করে যারা সনেট লিখেন, তাঁদের কাছে সুচিন্তিত মতামত আশা ‍করছি। সনেট সম্পর্কে যে কেউ যে কোন মতামত এখানে দিতে পারেন।

বাংলা সাহিত্যে সনেট, বাংলা সাহিত্যে সনেটের অতীত, বর্তমান এবং ভবিষ্যত, আন্তর্জাতিক সনেটের অতীত, বর্তমান এবং ভবিষ্যত, সার্থক সনেট এবং সনেটকার, সনেট ভিত্তিক গবেষণা বইয়ের রেফারেন্স, সনেটের বিভিন্ন বিতকির্ত বিষয় ইত্যাদি বিষয়ে আলোচনার আহ্বান জানাচ্ছি।

এমন কি কেউ ইচ্ছা করলে সনেটকারের মানসিক অবস্থা, সনেটকারের চারিত্রিক বিশেষ বৈশিষ্ট্য, সনেট রচনা কালীন স্নায়ুচাপ, ধ্যানের গভীরতা, অন্যান্য কবিতার সাথে এই ধরনের কবিতা রচনা কালীন বিশেষ কোন পার্থক্য, সনেটের বিষয়-আঙ্গিক, সার্থক সনেটের প্রবাহ, পারিপাশ্বির্ক অবস্থাসহ সংশ্লিষ্ট বিষয়ের যে কোন মতামত দিলে কৃতজ্ঞ থাকব।

যারা সনেট লিখেন না, কিন্তু সনেট সম্পর্কে অভিজ্ঞ তাঁদেরকেও তত্ত্ব এবং তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য অনুরোধ করছি।

কাব্যপ্রেমীগণ কবিতার স্বার্থে তাঁদের মহাগুরুত্বপূর্ণ সহযোগীতার হাত প্রসারিত করে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে সার্থকতার দিকে নিয়ে যেতে ভূমিকা রাখবেন- এই প্রত্যাশাই করছি। এ ব্যপারে আমাকে ই-মেইলও করতে পারেন এই ঠিকানায়- [email protected]

সবাইকে আন্তরিক ধন্যবাদ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সনেটের যতগুলো দিকের কথা বলেছেন, অতগুলো হবে না, কেবল এর অন্ত্যমিলের বৈশিষ্ট্য নিয়ে দুই পর্বের ১টা পোস্ট আপনি দেখতে পারেন।


সনেটের অন্ত্যমিল ও পঙ্‌ক্তি-বৈচিত্র্য : প্রথম পর্ব।

সনেটের অন্ত্যমিল ও পঙ্‌ক্তি-বৈচিত্র্য : দ্বিতীয় পর্ব।

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪

আব্দুল্লাহ্ আল মোন্তাজীর বলেছেন: চমৎকার দু’টি লিংক দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। একই সাথে আমি আপনার প্রতি কৃতজ্ঞ- আমার (একই সাথে সাহিত্য প্রেমিকদের) উপকারে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.