![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিমফোনি ডব্লিউ-১৬০ মার্কেটে এসেছে মনে হয় ১৫ দিনের মত, কিছুদিন ধরে অপেক্ষায় ছিলাম একটা স্মার্টফোন কিনবো সামর্থের মধ্যে । কিন্তু তাৎক্ষনিক ভাবে এই নতুন সেটটি কিনতে পারিনি টাকার অভাবে! গতকাল গেলাম দোকানে কিন্তু আশ্চর্যের বিষয় এটা অধিকাংশ দোকানে নাই বিক্রি হয়ে গেছে আর কিছু বিক্রেতা অতিরিক্ত দাবি করছে।গেলাম নোকিয়া শো রুমে লুমায়-৬৩০ ও এক্স এল নাই আগামি সপ্তাহে হয়ত পাওয়া যাবে! আমার মত টাকা কমওয়ালা মানুষ এখন কমে গেছে মনে হয়!!! দেশ এগিয়ে যাচ্ছে ভাবতে ভালই লাগে।
২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:১৬
আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: আপনি নিশ্চই আমার দলে না?!!
২| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১:০৫
টেকনিসিয়ান বলেছেন: আমি সিম্পনী ডব্লিউ ৬৯ ব্যবহার করছি প্রায় চার মাস ধরে, এসেটের যা যা খারাপ দিক নিম্নে আলোচনা করা হলো.......
* হেয়ারিং স্পিকার কোন মতেই ভাল নয় আওয়াজ স্পষ্ট বুঝা যায় না নকিয়ার মতো।
* রিসিভ কল বা সেন্ড কল কাটতে গেলেই তাৎক্ষনিকভাবে কাটা যায় না দু'চার সেকেন্ড হ্যাং হয়ে তারপর কাটা যায়্। এক্ষেত্রে অন্য সিম্পনী সেটেও এ সমস্যা আছে .....
* দু'চার মিনিট কথা বললেই কানের স্পীকার বেশ গরম হয়ে যায়।
* চার্জ ১ঘন্টা দিলে মাত্র ২০% চার্জ জমা হয় এক্ষেত্রে পূর্ণ চার্জ হতে দীঘক্ষণ চার্জে রাখতে হয়।
* আর বেশীর ভাগ এনড্রয়েটের মতন চার্জ কম থাকে।
আমার মতন না ভুগে এইচ.টি.সি বা সনি'র ব্যান্ড সেট কিনুন আরামে ব্যবহার করুন।
২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:২১
আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: টেকনিসিয়ান ভাইকে অনেক ধন্যবাদ আপনার অভিজ্ঞতাকে জানানোর জন্য । নোকিয়া লুমিয়া-৬৩০ বা এক্স এল কোনটা ভাল হবে?
৩| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:০৯
হেডস্যার বলেছেন:
আর বইলেন না, স্মার্টফোন আসলে অত স্মার্ট না।
সনি কিনছিলাম শখ করে, দেড় বছরের মাথায় ব্যাটারি বুড়ো হয়ে গেছে। সর্বোচ্চ ৬ ঘন্টা চার্জ থাকে। অথচ এখন গেম তো দূরে কোন এপস ও চালাই না।
৪| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:০৯
আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: একসময় সবই বুড়া হয়ে যায়! কি আর করা...উপায় নাই তার পরও টেকনোলজির সাথে থাকতে হয় টাকা খরচ করে।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৪
সুমন কর বলেছেন: