![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" [৪১:৩৩ ]
আল্লামা আহমদ শাফী (দা. বা.) এর বিরুদ্ধে অভিযোগ,
তাঁর লেখা অনুবাদ বই "ভিত্তিহীন প্রশ্নের জবাব" এর কোন এক প্রশ্নের জবাব ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছিলেন- "আল্লাহ-তায়ালা মিথ্যা বলতে পারেন, এমনকি ওয়াদারও বরখেলাফ করতে পারেন, কিন্তু করেন না।"
লক্ষ্য করুন - বইটি হল ভিত্তিহীন প্রশ্নের উত্তরের বই। এখানে এমন একটি ভিত্তিহীন প্রশ্ন থাকতে পারে যে, আল্লাহ কি মিথ্যা বলতে বা ওয়াদা ভঙ্গ করতে পারেন?
এই প্রশ্নের উত্তরে জনাব শাফী উপরের উক্তিটি ছাড়া আর কি বলবেন? আল্লাহ সর্ব
শক্তিমান। তিনি সব করতে পারেন। কিন্তু তিনি সেই কাজগুলোই করেন যেগুলো তাকে সর্ব শক্তিমান আল্লাহর আসনে রাখবে। করতে পারলেই সব করেন না। আর সে কারনেই তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। তার কারোর সাথে তুলনা হয় না। আল্লামা আহমদ শাফী (দা. বা.) এখানে কোন ভুল বলেননি, আল্লাহর অবমাননাও করেন নি।
উল্লেখ্য, ঘোষণা দিয়েও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর বিরুদ্ধে রিট দায়ের করতে পারেননি বাদী ইসলামী ফ্রন্টের ছাত্রসংগঠন ছাত্রসেনার মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন তুষার।
এ বিষয়ে তিনি মঙ্গলবার আরটিএনএন- কে বলেন, ‘হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর বিরুদ্ধে রিট আবেদনে বাদীপক্ষের আইনজীবী হিসেবে প্রথমে ব্যারিস্টার তানিয়া আমীর রাজি হয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি না করে দেয়ায় সংকটে পড়ে গেছি।’
তবে ইমরান জানান, অন্য আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছি। আশা করি, শেষ পর্যন্ত কাউকে রাজি করাতে পারব। আর সেটি হলে খুব শিগগিরই এ বিষয়ে রিট দায়ের করা হবে।
উল্লেখ্য, ঢাকা অভিমুখে হেফাজতের লংমার্চের মহাসমাবেশের দিন গত শনিবার ইমরান হোসাইন আরটিএনএন- কে বলেছিলেন, ‘তিনি আওয়ামীপন্থি আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীরের সঙ্গে আলাপ চূড়ান্ত করেছেন। তিনি আল্লামা শাহ শফীর বিরুদ্ধে মামলা লড়তে রাজি হয়েছেন।’
ফলে পরের দিন রবিবার (৭ এপ্রিল) ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা ইমরান হোসাইন তুষার রিট আবেদন করবেন বলে জানান।
তবে দুদিন পার হয়ে গেলেও রিট দায়ের করতে পারেননি তুষার। এরপর মঙ্গলবার তিনি আরটিএনএন- কে বলেন, ‘প্রথমে তানিয়া আমীর আইনজীবী হিসেবে কাজ করতে রাজি হয়েছিলেন। তবে শেষ মুহূর্তে তিনি অদৃশ্য কারণে তার মত বদল করেছেন। এজন্যই দেরি হচ্ছে।’
ইমরান হোসাইন তুষারের দাবি প্রসঙ্গে ব্যারিস্টার তানিয়া আমীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সূত্র জানায়, ব্যারিস্টার তানিয়া আমীর মত বদল করলে তুষার তার বাসায় যেয়ে তাকে ফের রাজি করার চেষ্টা করেন। তবে বর্তমান পরিস্থিতির দোহায় দিয়ে তানিয়া আমীর এই রিটের আইনজীবী হতে চাননি।
এরপর তুষার আরও বেশ কয়েকজন আওয়ামী-বাম ঘরানার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন। তবে তারাও কেউ আল্লামা শফীর বিরুদ্ধে আদালতে দাঁড়াতে রাজি হননি।
দিশা না পেয়ে বাদী ইমরান হোসাইন তুষার এখন মামলা দায়েরের জন্য আইনজীবীদের দ্বারে দ্বারে ঘুরছেন। উচ্চ আদালতে আইনজীবী না পেয়ে নিম্ন আদালতেও ধরণা দিয়েছেন। সেখানেও এখন পর্যন্ত আল্লামা শফীর বিরুদ্ধে আদালতে দাঁড়াবে এমন কাউকে রাজি করাতে পারেননি।
এছাড়া মামলা প্রস্তুতির প্রাথমিক পর্যায়ে ইমরান হোসাইন তুষারের সঙ্গে যারা বাদী হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, তারাও তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
এসব বাদীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ছিলেন- বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সেলিম মিয়াজী, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাফর আলম সিদ্দিকী, ইমলামী ফ্রন্টের চট্টগ্রাম মহানগর শাখার সাধারন সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন কাদেরী, জাকের পার্টির প্রেস সচিব শামীম হাওলাদার, আঞ্জুমানে গাউসুল আজম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আরিফ বিল্লাহ রব্বানী ও ব্যবসায়ী আবুল আজাদ।
## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়
•
©somewhere in net ltd.