![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" [৪১:৩৩ ]
►আসসালামু আলাইকুম◄
আমরা জানি, পৃথিবীতে নিরক্ষরতার হার দিন দিন কমছে। মানুষ সভ্য জগতের বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হচ্ছে। অথচ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, শেষ যমানায় অজ্ঞতার প্রসার ঘটবে। এটি থেকে আমরা কি বুঝে নিব ?
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, শেষ যমানায় ইলম তুলে নেয়া হবে, অজ্ঞতা ও ফিতনার প্রসার ঘটবে এবং 'হারাজ' বৃদ্ধি পাবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলাল্লাহ ! 'হারাজ' কি ? তিনি হাত দিয়ে ইশারা করে বললেন, এ রকম। যেন তিনি এর দ্বারা 'হত্যা' বুঝিয়েছিলেন।
[সহীহ বুখারী, হা/৮৫]
আজকাল অনেক বুদ্ধিজীবি প্রকাশ্যে ইসলামিক জীবন ব্যবস্থাকে 'মধ্যযুগীয় বর্বরতা' আখ্যা দিচ্ছে। মুসলিম নারীর হিজাব ও পর্দাকে কটাক্ষ করছে। এরা সবাই কিন্তু উচ্চ শিক্ষিত এবং সাথে সাথে এরা নিজেদের মুসলিম বলেও পরিচয় দিয়ে থাকে।
এটিই অজ্ঞতা, যা দিন দিন বেড়ে যাচ্ছে। শিক্ষিত হয়েও এরা ইসলামকে নিজ জীবনে প্রধান্য দিতে চায় না।
আল্লাহ্ এসব অজ্ঞ দের হাত থেকে এই দেশের মানুষকে হেফাজত করুন। আমিন।
কৃতজ্ঞতায়ঃ Sahih Hadith Protidin (সহীহ হাদিস প্রতিদিন)
নিশ্চয়ই রাসূল - সাঃ সর্বোওম আদর্শ
©somewhere in net ltd.