নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুত্তাকিন হতে চাই

"বলুন, তিনি আল্লাহ, এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই।"

আল্লাহ্‌র দাস আমির

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" [৪১:৩৩ ]

আল্লাহ্‌র দাস আমির › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ্‌ আমাদের পরিপূর্ণ বুঝ দান করেন

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭

অনেকে কিছু সৌদি আরবের মুসলিমদের চালচলন দেখে অনেক কিছু বলে। তারা বলে সৌদির মুসলিম লোকজন যদি পারে আমরা কেন পারবনা। তারা নিচের হাদিস দেখেন। শুধু আল্লাহর হুকুম মানুন আর রাসুল(সঃ) কে অনুসরণ করেন। বাকি দুনিয়ার বর্তমান লোকজন কারা কি করল আর কারা কি করে নাই তা দেখার দরকার নাই। আল্লাহ্‌ আমাদের পরিপূর্ণ বুঝ দান করেন।



"হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন যে হুযূর নবীয়ে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একদিন এভাবে) দোয়া করেছিলেন যে, হে আল্লাহ! আপনি আমাদের শাম দেশে বরকত দান করুন, হে আল্লাহ! আপনি আমাদের ইয়েমেন দেশে বরকত দান করুন। (কিছু) লোক আবেদন করল, হে আল্লাহর রাসূল(সঃ) ! আমাদের নজদের জন্যও? তিনি(সঃ) পূনরায় দোয়া করতে লাগলেন, হে আল্লাহ ! আমাদের জন্য আমাদের শামদেশে বরকত দান করুন, হে আল্লাহ! আমাদের জন্য আমাদের ইয়েমেন দেশে বরকত দান করুন। (কিছু) লোক (পূনরায়) আরজ করল, হে প্রিয় রাসূল(সঃ) ! আমাদের নজদের (বর্তমান সৌদি আরবের রাজধানী রিয়াদ) জন্য একটু দোয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওখান থেকে ভূমিকম্প, ফিতনা-ফসাদ এবং শয়তানের শিং (বাতিলরা) বের হবে।"

সূত্র:-

১. বুখারী : আস সহীহ, কিতাবুল ফিতান, ৬/২৫৯৮, হাদিস : ৬৬৮১, কিতাবুল ইসতিসকা, ১/৩৫১, হাদিস : ৯৯০

২. তিরমিযী : আস সুনান, কিতাবুল মানাকিব, ৫/৭৩৩, হাদিস : ৩৯৫



আল্লাহ্‌ই ভাল জানেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.