নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পড়ব না আর বেশী কিছু সিলেবাস ছাড়া, কথা দিলাম, পাবো না আর পরীক্ষায় রসগোল্লা ৷

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৬

এভাবে কি পড়াশুনা হয়?

কারেন্ট অ্যাফায়ার্সে পড়লাম সপ্তাশ্চার্যের একটা টপিকস, চলে গেলাম নতুন বিশ্ব, আন্তর্জাতিক বিশ্বে, সাধ হলো দেখার ডু মারলাম গুগলে, আহ! কত কিছু যে অজানা, ঐ যে মেয়েটা সি এন টাওয়ারের সামনে কত সুন্দর সেলফি তুলছে একটু জুম কইরা দেইখা লই, কি সুন্দর! বাহ! চমৎকার! আমার বৌ হলে সোকেচে সাজায় রাখতে পারতাম,

পরক্ষণে মনে মনে পড়ল "যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো" সুতরাং লেটস গো, ইউটিউব, অনেক দিন ভিডিওটা দেখি নাই, বাহ! সময় এভাবে কাটছে মন্দ নয়, দেখ দেখ আরো দেখ, লাগছে ভালোময়!!

এভাবে এক দুই তিন চার সপ্তশ্চার্য দেখতে দেখতে একদিন কেটে গেল, পুরো একদিনের সারমর্ম ফেসবুকে শেয়ার করবো না! তা কি হয়? দিলাম প্রতিবেদন মাইরা একটা, বিসিএস আওয়ার গোলে, এভার দ্বিতীয় দিন গেল বিস্তারিত জানতে জানতে,

তৃতীয় দিন মনে হলে কেন নেদারল্যান্ড ব দ্বীপ? সুন্দরবন কেন নয়!? দু একটা ইভেন্ট তো খুলতেই হয়,পুরনো ক্যাচালের নতুন মোর, এভাবে আরো একদিন,

ওম্মা ব্লগ কি দোষ করছে, আজকে ব্লগ লেখতেই হবে এই বিষয়ে, সমস্যা ব্লগে উল্টা পাল্টা চলে না, এখানে স্কুলের মত শাস্তি দেওয়া হয়, ক্লাস সিক্স থেকে অনেককে ক্লাস ওয়ানে ভর্তি করে দেওয়া হয়, আবার অনেককে সিক্স থেকে টেন, পর্যবেক্ষণ, জেনারেল পদবি থেকে সেইফ থেকে পৃথিবী গোলাকার,

এই সুবাদে মডু দাদাদের কানে কানে বলতেছি, দাদা যদি একটু মর্জি হয়, সাইফ আলী খানকে নীল খামে ভরে যদি পাঠাতেন, চির কৃতঙ্গ থাকতাম,

ঘরের দরজা খোলার সময় সব সময় আতঙ্কে থাকি, আমার বস্তা পচা পোস্টগুলো দেখে কখন মডু'দাদারা বাসায় এসে কোমরা চেঙ্গি দেয় সেই ভয়ে,

কি আজব বেপার, সেই বইয়ের আগের পাতা থেকে সপ্তাহ পেরিয়ে গেলেও সামনে যেতে পারলাম না, হীরক রাজার ডায়লগ মনে পড়ে গেল, 'জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই'

সত্যি টেনশনে আছি, সিলেবাস নিয়ে টেনশন, যেখানে বই নয়, বইয়ের নাম আর রাইটারের নাম মুখস্ত করায় যুক্তি যুক্ত ক্ষেত্র বিশেষে দু একটা পঙক্তি, পথিক তুমি কি পথ/সিলেবাস হারিয়েছ? এভাবে কি পড়া হয়?

চারদিক থেকে একটি প্রশ্ন ভেসে অাসে, পড়াশুনা কেমন চলে? আবু সাঈদ স্যারের কাছে প্রশ্ন রেখে গেলাম, এভাবে কি পড়া হয়? তবে পরীক্ষা খারাপ হয় এটা আপাতত আমি নিশ্চিত..

আজ চিন্তা করছিলাম, দুমচায় সিলেবাস পড়ব, হলো না, দুমচায় ব্লগ লেখা হচ্ছে, আকাশে বাতাসে কি আনন্দ, ইশ!! এই টপিকসের উপর যদি ২০ মার্কেসের একটা রচনা আসত, তবে কেমন হতো বন্ধু বলো না..?

পড়া ও হয়, লেখা ও হয়, তবে পড়া- লেখা কেন হয় না? তবে কি দাঁত ভাঙ্গা এন্টোনিমস সিনোনিমস এনালোজি ভোকাবোলারি পাটিগনিত ইত্যাদি ইত্যাদি ঔষুধ নিয়মিত সেবনকে পড়া লেখা বলে?

তবে জনপ্রিয় ব্লগ লেখা বইগুলো কেন এনালোজি মাইটোলজি'র উপর হয় না, কেন বারবার সুখপাঠ্য রিভিও হয়, কেন মাথায় হিমু,মিসির আলী টাইপ চরিত্রগুলো ঘুরে, কেন পড়া-শুনা হয় না? এভাবে কি পড়াশুনা হয়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.