নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তবে কি স্বাধীনতা কেবল দীর্ঘশ্বাস, আজকের শিশুটি স্বাধীনতা ছাড়পত্র পেয়েছে? ক্ষুধার রাজ্যে কি ঐ মানুষগুলো গদ্যময় নয়?

২৬ শে মার্চ, ২০১৫ রাত ৩:১৪

বিশ্বাস করুন আর নাইবা করুন, এই বাংলার বুকে চিরকাল বেচে থাকার জন্য একজন সুকান্তের শুধু এই লাইনগুলো যথেষ্ট, শত বছর ক্ষমতায় দরকার নেই,

প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা-
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুদার রাজ্যে পৃথিবী-গদ্যময়ঃ
পূর্ণিমা-চাঁদ যেন ঝল্সানো রুটি।
(হে মহাজীবন)


যে শিশু ভুমিষ্ঠ হলো আজ রাত্রে
তার মুখে খবর পেলুম :
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চিৎকারে ।
(ছাড়পত্র)


এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান,
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ-পিঠে
চলে যেতে হবে আমাদের ।
চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপনে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি--
নব জাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ।
(ছাড়পত্র)


সাবাশ বাংলাদেশ,
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
জ্বলে পুড়ে মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।।
(দুর্মর)


অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।
(অনুভবন)


তোমাকে ভেবেছি কতদিন,
কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে,
কত গোলা ফাটার মুহূর্তে।
(প্রিয়তমাসু)


অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হবো ইতিহাস ।
(ছাড়পত্র)

(শব্দহীন জোছনা'র কাছে কৃতঙ্গতা প্রকাশ করছি বাংলা কবিতার জনপ্রিয় লাইন সংগ্রহ করার জন্য)

আর দরকার এক টুকরো নির্ভেজাল দেশপ্রেম , আমার দেশের যে তিন ভাগের এক ভাগ মানুষ পেট পুরে দুবেলা খেতে পায় না, তাদের খাওয়ানোর ব্যবস্থা করুন তারপর আমি বলব জয় বাংলা/বাংলাদেশ জিন্দাবাদ,

যা হওয়ার হয়েছে ভাই, আসুন সব ভুলে আগামীকাল যে শিশুটি জন্ম লাভ করবে, সে যেন বলতে পারে, " জন্মের পর আমি স্বাধীনতা পেয়েছি" তাকে যেন শুনতে না হয়,

আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী
হানাদার,
আজো তবু কেন আমার মনে শূণ্যতা আর হাহাকার?
আজো তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা?
আজো তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা???

কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি
শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি
বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি-
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি
শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি
বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা ইলিশ
খাওয়া?
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার?
স্বাধীনতা কি শহীদ বেড়িতে পুষ্পের সমাহার?
স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতা?
স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতা?
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি
শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি
বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?
স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন
শো?
স্বাধীনতা কি দুখিনী নারীর জড়-জীর্ণ বস্ত্র?
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা?
স্বাধীনতা কি অন্যের খোঁজে কিশোরী
প্রমোদবালা?
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি
শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি
বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদন্ড?
স্বাধীনতা কি পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ?
স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ?
স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ?
স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারণাস্ত্রের
গর্জন?
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন?
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি
শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি
বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী
হানাদার,
আজো তবু কেন আমার মনে শূণ্যতা আর হাহাকার?
আজো তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা?
আজো তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা?
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি
শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি
বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি-
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি
শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি
বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।

ত্রিশ থেকে চুচল্লিশ, পেট্রোলে আঙ্গার হচ্ছে মেহনতি মানুষ, গুম লুট হত্যা রাহাজানি কি নেই আজ!! এমন তো কথা ছিল না!!

কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম,
'আপনি যখন কোন বৌদ্ধ অধ্যুষিত দেশে যাবেন বাঙ্গালী বললে আপনাকে পানি ও দিবে না, বলবে ওরা আমাদের মন্দির পোড়াইছে কিছু দিন আগে..

আগামীতে পৃথিবীর কোন দেশে আমাদের জায়গা হবে কি না জানি না, বাঙ্গালী বললেই বলবে, ওরা নিজ ভাইদের আগুনে পুড়িয়ে মারে..ওদের দেশের সরকার ও বিনা বিচার গুলি করে মারে, ওদের পানি খাওয়ালেও পাপ হবে..' আজ আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকছে, আগেই তো বেস সুন্দর দিন কাটাইতাম!!!

তবে কি ধরে নিবো মাকসুদের নিষিদ্ধ অ্যালবামের গনতন্ত্র বাংলাদেশে চর্চা হচ্ছে,
'গণতন্ত্র , গণতন্ত্র , গণতন্ত্র , গণতন্ত্র।
গণতন্ত্র , গণতন্ত্র , গণতন্ত্র , গণতন্ত্র।
গণতন্ত্র মানে স্বৈরাতন্ত্রে দে মুখে আগুন,
গণতন্ত্র মানে জনগণের আস্থাকে বিকিয়ে কিনুন।
তাই গণতন্ত্র মানে মিছিল মুখে মিছে স্লোগানের
ভাষা ,
আর জয় বাংলা ধর্ষণ দেখে মাজা দুলিয়ে নাচা ,
নাচা , নাচা , নাচা।
গণতন্ত্র , গণতন্ত্র , গণতন্ত্র , গণতন্ত্র।
গনতন্ত্র মানে কিছু বোকাদের মিছে শহীদ হওয়া ,
আজ কাকের হাগায় তাদের স্মৃতিসৌধ ছাওয়া।
চুরি করা ফুল নিয়ে যাই সেখানে আমরা বছরে একদিন ,
আর বাজিয়ে বগল বলি , “ দেখ শালা মোরা সব হয়েছি
স্বাধীন ” ।
গণতন্ত্র , গণতন্ত্র , গণতন্ত্র , গণতন্ত্র।
গনতন্ত্র মানে বিশ্বব্যাংক চালায় ভাগ্যের চাকা ,
হায়রে বিধাতা দেয়নি ভিখারী জাতিকে
বাছাইয়ের কোনো ক্ষমতা।
তাই ঋণখেলাপি আর চোর বাটপাড়িতে ছেয়ে যাওয়া
দেশ ,
আর পাছার পাচরা চুলকিয়ে বলা “ এই তো আছি বেশ” ।
গণতন্ত্র , গণতন্ত্র , গণতন্ত্র , গণতন্ত্র।
গণতন্ত্র মানে সন্ত্রাসী প্রকাশ্যে গুলি চালায়,
আর পাশে দাড়ানো পুলিশ আনন্দে দেখি নাকে
আঙ্গুল চালায়।'

আবার সুকান্তে ফিরে যায়, নয় মাসের প্রসব বেদনায় যে বাংলাদেশ নামক সন্তান জন্ম লাভ করেছে তাকে কি আমরা যোগ্য বাসস্থান দিতে পেরেছি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.