নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
সুন্দরবন বুক পেতে দিয়েছে, বুক পেতে দিয়েছে, ওরে বাটপার! সাড়ে তিন লাখ লিটার ফার্নেস ওয়েল যখন সুন্দরবনে ছড়িয়ে পড়েছিলো তখন ঠিকি সম্মানিত মন্ত্রী বলেছিলেন, কিচ্ছু হবে না ৷
.
ভুলে যদি একবার রামপাল বলি, কাল আমাকে হয়তো সুন্দরবনের ভিতরে আবিষ্কার করবেন, সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমাকে বাঘের খাঁচায় বন্দী করেও রাখা হতে পারে ৷
.
তবুও বার বার মনের দুঃখে বনে যায়,
.
বাংলাদশের ইতিহাসে সেরা পাঁচটি ঘূর্ণিঝড়ের দুটি হলো ২০০৭ সালে সিডর এবং ২০০৯ সালের আইলা, দুটো ই সুন্দরবন ঠেকিয়ে দিয়েছে নাহলে কি যে হতো এগুলো কল্পনাতীত...!
.
এরপর থেকে এখন পর্যন্ত এভাবে ঠেকিয়ে ঠেকিয়ে খেলে যাচ্ছে একমাত্র অপরাজিত ব্যাটসম্যান সুন্দরবন ৷
.
প্রতিপক্ষের যে বল সুন্দর বনের নাগালের বাহিরে ছিলো সেটা গিয়ে ঠেকেছে ১৯৭০, ১৯৮৫, ১৯৯১ সালে সোজা মিডলস্ট্যাম্পে...!
.
বাংলাদেশে বারেবারে ফিরে এসেছে হেলেন, মালা, লায়লা, বিজলি, রেশমি, নার্গিস, মহাসেন, কোমেন, রোয়ানু, মোরা, ক্যাটরিনা, ফনি এবং সর্বশেষ আম্ফান ৷ এভাবে ফিরে আসতে থাকবে বারেবারে, এই মোকাবেলা শেষ মোকাবেল নয় ৷
.
বিসিএস প্রশ্নে, অাম্ফান কত সালের কত তারিখ আঘাত হেনেছে প্রশ্নের উত্তর দেওয়া আমলাও রামপালের উপকারিতা মর্মে পক্ষে বিশাল প্রবন্ধ রচনা করবে ৷
.
তারপর আম্ফানের পরের ভূমিকম্পের নাম হবে 'নিস্বর্গ' সেটাও দেদারছে মুখস্ত করবে কেউ কেউ,
.
দুদিন ক্ষয়-ক্ষতি খতিয়ে দেখা হবে মর্মে হেন তেন, তারপর ঠিকি আগের মতো বৃক্ষ নিধন, খুঁটি রোপন, বন উজাড়করণ কোন কিছুই বাদ থাকবে না ৷
.
ফেসবুক ব্লগে আমরা সবাই মেতে উঠবো কেনো ঘূর্ণিঝড়ের নামে বেশীরভাগ লেডিস্ ফার্স্ট, এভাবে তারা ছেলেদের হৃদয়ও ভেঙ্গে চুরমার করে দেয় ৷
.
কেউ কেউ সামলে উঠার জন্য বুকের ভিতর সুন্দরবন তৈরীর পরামর্শ দিবে, ইয়ো ইয়ো ছেলেটি লাইভে বুকের লোম দেখিয়ে বলবে, বুক পেতে রেখেছি, নির্ভয়ে আসতে পারো ৷ পরের দিন, ইয়ু আর আন্ডার এরেস্ট ৷
.
কয়েকটা মানুষ সারা বছর বোগল তলে প্লে কার্ড, হাতে পেস্টুন নিয়ে সারা বছর বন বাঁচাও বাঁচাও করে গলা ফাটাবে তাদের দেখতে বামের মতো মনে হওয়ায় পাবলিক ডানে সরে যেতে থাকবে ৷
.
ঘোষণা আসবে, আলোকিত বাংলাদেশ গড়ায় এগিয়ে এসে ‘বাত্তি জ্বালাও' পুরষ্কার হাতিয়ে নিয়েছে অমুকে,
.
হতাশ হয়ে ওরা গুটিকয়েক দিনের বেলায় টকশো তে এলে তাদের রাতের বেলায় 'হারিকেন দিয়ে খুঁজতে আসবে কেউ কেউ...!'
.
কথা কি ঠিক্কাছে? না কোন ভেজাল আছে ৷
.
আবারো সুন্দরবন নামক রক্ষাকবচ গলায় ঝুলিয়ে নাকে তেল দিয়ে বুক চিতিয়ে ঘুমাবে কেউ কেউ,
.
সুলতানা কামালরা বলে উঠবে আমাদের বিদ্যুৎও চাই, আবার অক্ষত সুন্দরবনও চাই!
.
কিন্তু কোন একটা পাগলা একবার বলেছিলো দরকার হলে হারিকেন জ্বালিয়ে থাকবো তবুও সুন্দরবনের বিন্দুমাত্র ক্ষতি করে বিদ্যুৎ চায় না, আমিও সে পাগলাটি হতে চাই!
২১ শে মে, ২০২০ বিকাল ৪:৫৬
আবদুর রব শরীফ বলেছেন: সেটা আমারো প্রশ্ন, আমাদেরও
২| ২১ শে মে, ২০২০ বিকাল ৫:০০
রুদ্র নাহিদ বলেছেন: যেখানে সারাবিশ্বে নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুত উৎপাদনের দিকে ঝুকছে সেখানে আমরা করতে চাই কয়লাবিদ্যুৎ কেন্দ্র। তাও সুন্দরবনের মতো স্পর্শকাতর গুরুত্বপূর্ণ পরিবেশে। ছোট্ট দেশ বুঝলাম তাই বলে এতো জায়গার অভাব হয়নি যে শেষ পর্যন্ত সুন্দরবনকে বলি দিতে হবে। এখানে কাদের স্বার্থ জড়িত তা নিয়ে ভাবতে বাধ্য করে, এতো জায়গা থাকতে কেন সুন্দরবন।
২১ শে মে, ২০২০ বিকাল ৫:২৩
আবদুর রব শরীফ বলেছেন: আমি একটি বিষয় বুঝিনি কয়লার কি যোগান বেড়েছে পৃথিবীতে.....!
৩| ২১ শে মে, ২০২০ বিকাল ৫:১২
সাইন বোর্ড বলেছেন: শুধু আমরা চাইলে তো আর হবে না, এখানে স্বার্থটা কার বেশি সেটাও দেখতে হবে ।
২১ শে মে, ২০২০ বিকাল ৫:২৪
আবদুর রব শরীফ বলেছেন: আমাদের সোজা মস্তিষ্কে অনেক কিছু ধরেনা ৷
৪| ২১ শে মে, ২০২০ বিকাল ৫:১২
নতুন বলেছেন: দুই দিন আগে পত্রিকায় আসলো আমাদের বিদ্যুত কেন্দ্র বসে থাকে পুরো উতপাদনে যায় না।
তাই ঐ গুলিতে বেশি উতপাদন করলেই হয়। সুন্দরবন ধ্বংস করতে হবে কেন বুঝিনা।
ব্যবসার জন্য এত বড় ক্ষতি কেন করছে সরকার বুঝতেছিনা।
২১ শে মে, ২০২০ বিকাল ৫:২৫
আবদুর রব শরীফ বলেছেন: দুদিন, দুইমাস, দুই বছর আগেও এমন খবর আসতো....!
৫| ২১ শে মে, ২০২০ বিকাল ৫:৪৯
আমি সাজিদ বলেছেন: শুধু আপনি কেন? এই দেশের সব সচেতন নাগরিক এইরকম পাগলা হোক, এমনই প্রত্যাশা।
২২ শে মে, ২০২০ সকাল ৭:৩৬
আবদুর রব শরীফ বলেছেন: পাগল ছাড়া দুনিয়া চলে না....! গানটাও কিন্তু চমৎকার
৬| ২১ শে মে, ২০২০ রাত ৮:১৬
নেওয়াজ আলি বলেছেন: সুন্দরবন বার বার আমাদের বাঁচায় কিন্তু তাকে বাঁচতে দিচ্ছি না
২২ শে মে, ২০২০ সকাল ৭:৩৬
আবদুর রব শরীফ বলেছেন: বাবার মতো কাজ করে যাচ্ছে ৷
৭| ২১ শে মে, ২০২০ রাত ৯:১৩
কল্পদ্রুম বলেছেন: ভারত যেখানে নিজেদের অংশ রক্ষার জন্য কাজ করছে।সেখানে আমরা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছি।সব বিষয়ে।
২২ শে মে, ২০২০ সকাল ৭:৩৭
আবদুর রব শরীফ বলেছেন: কেনো নিচ্ছি তা আমরা নিজেরাও জানি বলে মনে হয় না ৷
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০২০ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: এই আধুনিক যুগে এসে কেন বলতে হবে সুন্দরবন বাচাতে হবে? নিজের ভালো তো পাগলেও বুঝে।