নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্য, ডিজিটেল ভিক্ষুক/

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২

এক ভিক্ষুক দৈনিক পাঁচ গুণ বেশী আয় করে ছোট্ট একটি কৌশল অনুসরণ করে, সে তার চারপাশে পাঁচটি বাটির গায়ে বিভিন্ন ধর্মের নাম লিখে মাঝখানে একটা প্লে কার্ডে ঝুলিয়ে ঘুমাচ্ছে, 'দেখি কোন ধর্মের মানুষ বেশী দয়ালু!'
.
জীবনে ক্রিয়েটিব হতে হবে,
.
চট্টগ্রাম শহরে দশ নাম্বার রোডে একটি ভিক্ষুক প্রায় সময় বাসে উঠে বলে, 'আপনাদের কাছে এটি আমার একটি এপ্লিকেশন, আপনারা কেউ বিরক্ত হবেন না.......' হাসতে হাসতে যাত্রীরা সামর্থ্য অনুযায়ী টাকা দেয়,
.
ইপিজেড মোড়ে আরেক ভিক্ষুককে দেখেছিলাম এক টাকা ভিক্ষা নেয় এমনকি দুই টাকা দিলে এক টাকা ফেরত দেয় সেই কারণে সে জনপ্রিয়,
.
'মাত্র এক সেন্ট দান করে আমাকে কোটিপতি বানিয়ে দিন' এমন মর্মে আবেদন করে প্রথম অনলাইন ভিক্ষুক কোটিপতি হয়ে গিয়েছিলো এর মানে আপনিও একই পন্থায় কোটিপতি হয়ে যাবেন সেটা ভাবাও আপনার সীমাবদ্ধতা,
.
বেশীর ভাগ ইউনিক আইডিয়া ওয়ান টাইম ইয়ুজের মতো,
.
এক নিগ্রো ভিক্ষুক জনপ্রিয় হয়েছিলেন, 'প্রাইভেট বিমানের জন্য ফুয়েল দরকার' মর্মে প্লেকার্ডের জন্য,
.
আরেক ভিক্ষুক, 'আমার শেষ সম্বল বিনিয়োগ করে মার্কার কিনে কার্ডবোর্ড লিখে সাহায্য পার্থনা করছি'
.
পা নেই এমন এক নিগ্রো ভিক্ষুক প্লে-কার্ডে লিখেছিলেন, 'আমাকে কিছু সাহায্য করো বিনিময়ে তোমার মুখে লাথি দিবো'
.
আরেক ভিক্ষুক কার্ডবোর্ডে লিখেছিলেন, 'কম্পিউটার কিনার জন্য টাকা চাই তিন দিন ধরে ফেসবুক চেক্ করতে পারছি না'
.
এক আমেরিকান ভিক্ষুক লিখেছিলেন, 'ওবামা আমি শুধু একা নই যে পরিবর্তন চাচ্ছি'
.
আরেক ক্রিয়েটিব ভিক্ষুক লিখেছিলেন, 'আমার পূর্ব স্ত্রী ভালো আইনজীবী ছিলেন'
.
সোজা কথা হলো ভিক্ষুকের মধ্যেও যে ভিক্ষুকটা বেশী ক্রিয়েটিব সে বেশী ভিক্ষা পাই,
.
এক ভিক্ষুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কাছে দিন শেষে টাকা জমা রাখতো একদিন শিক্ষক হিসেব করে দেখলেন ভিক্ষুকের মাসিক ইনকাম তার চেয়ে বেশী,
.
ধনী দেশগুলো গান শুনিয়ে খুশি করে ভিক্ষা নেওয়ার ট্রেন্ড আছে,
.
সেদিন ষোল শহর দুই নং গেইটে এক ভিক্ষুককে দেখলাম গাড়ির ভিতরের মানুষকে বলছে, 'এই রাস্তায় যত মানুষ দেখি তাদের মধ্যে দেখতে স্যার আপনাকেই ভিআইপি মনে হয়!'
.
এই ল ৫০ টাকা বলে সে থুতনি চেপে গাড়ি টান দিলো!
.
আজব দুনিয়া মাইরি!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৭

গেছো দাদা বলেছেন: ভালো লাগলো।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইউনিক আইডিয়া সবসময়ই ওয়ান টাইম ইউজের হয়, নইলে তো ওটা ইউনিক হতো না :) ইউনিক মানে ওটা একা, ওর আর কোনো ভাইবোন নাই :)

পাগলা দাশুর স্কুলের ঘটনা। ডিসি সাহেব স্কুলে এলেন পরিদর্শনে। একেক জনের একেক কারিশমা। পাগলা দাশু লিখলো এক কবিতা। ডিসি খুশি হয়ে শুধু তাকেই গিফট করলেন। এ খবর রাষ্ট্র হয়ে গেল। ডিসি সাহেব গেলেন আরেকদিন আরেক স্কুলে। সেই স্কুলে সবাই কবিতা লিখে এত চেঁচামেচি করে পাঠ করলো যে ডিসিকে দাঁত মুখ খিঁচিয়ে দৌড়ে পালিয়ে জীবন বাঁচাতে হলো।

ঝগড়া হচ্ছে দুই ভিক্ষুকে। একজন অন্ধ, আরেকজনের দুই পা নাই। অন্ধজন বলছে, দেখ দেখ, কী সুন্দর চান উঠছে আকাশে।
ল্যাংড়া জন ক্ষিপ্ত হয়ে বললো, ঐ মিথ্যুকের বাচ্চা মিথ্যুক, দিনের বেলা চান পাইলি কই? দিমু এক লাত্থিতে চান্দে পাঠাইয়া।
৩য় এক ভিক্ষুক এলো সেখানে। বললো, হালার পোরে পিডাইয়া মাইরা হালা। টাকা যত লাগে আমি দিমু :)

সেদিন ফেবুতে দেখলাম, এক ন্যাংরা ভিক্ষুক গড়াইয়া গড়াইয়া আড়ালে গেল। শরীর থেকে উপরের ময়লা জামা খুললো। ভিতরে ভালো জামা। ওগুলো পরে উঠে দাঁড়িয়ে হেঁটে চলে গেল।

গহীনে শব্দ বলে বাংলাদেশে এক ছবি আছে। কুসুম শিকদার আর নীরব। কুসুম ঢাবিতে পড়ে। ওর বাবা ঢাকায় ভিক্ষা করে, ন্যংড়া। ওদিকে নীরবের সাথে কুসুমের প্রেম হয়। নীরব একদিন কুসুমদের বাড়িতে যায়। যেয়ে দেখে সেই ভিক্ষুক, যাকে সে শহরে দেখে নিয়মিত, ভিক্ষা দেয়, এবং সে হলো কুসুমের বাবা। শেষটা বেদনাময়। এ ছবিতে দেখা যায়, ভিক্ষুকদের নিয়ন্ত্রণ করে একটা প্রভাবশালী চক্র। যারা ভিক্ষুকদের কাছ থেকে প্রতিদিন একটা নির্দিষ্ট হারে চাঁদা নেয়। বাস্তবেও নাকি এটা ঘটে থাকে, আমাকে একাধিক ব্যক্তি জানিয়েছিলেন।

আমাদের দেশের ভিক্ষুকদের পুনর্বাসন করার একটা উদ্যোগ নেয়া যেতে পারে। এলাকাভিত্তিক তাদের জন্য একটা বাজেট বরাদ্দ করা হবে। সেই বাজেট পরিবারে দেয়া হবে ভাতা হিসাবে। কর্মক্ষমদের কাজে লাগানো যেতে পারে। বিভিন্ন স্থানে ভিক্ষুকদের আর্তি যেমন মনকে ভারাক্রান্ত করে, আবার তাদের ঝাঁকে ঝাঁকে ছুটে এসে একযোগে হাত পাতা খুব বিব্রতও করে। একজনকে ভিক্ষা দেয়া যায়, কিন্তু একসাথে অনেকগুলো মানুষকে ভিক্ষা দিতে যাওয়া/চাওয়া সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.