নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অতপর টুস করে ডুবে যায়

২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:৪১

উন্নত দেশগুলোতে পড়া লেখার সিস্টেম পাল্টে যাচ্ছে । তারা বাচ্চা ছেলেদের একটি কফি শপ দিয়ে বলে আগামী এক বছর এই দোকানটি চালানো তোমার পরীক্ষা!
.
দোকান চালাতে গিয়ে তারা অংক শিখে যাচ্ছে ।
,
কফি বিক্রী করতে গিয়ে তারা মার্কেটিং শিখে যাচ্ছে ।
,
পুরো ব্যবসাটা নিয়ন্ত্রণ করতে গিয়ে ম্যানেজমেন্ট শিখে যাচ্ছে ।
,
লাভ লসে পড়ে অর্থনীতি শিখে যাচ্ছে হাতে কলমে ।
.
কোন সুন্দরী কিশোরী ললিপপ কিনতে আসলে প্রেমও শিখে যাচ্ছে ।
.
কিছুদিন আগে যুক্তরাজ্যের সাত বছরের এক বাচ্চা গুগলের সিইও কে চিঠি লিখেছিলো তার একটি চাকরি চাই! আর আমদের সাতাশ বছর বয়সে চাকরির ভাইভা দিতে গিয়ে হাটু কাঁপে । এটা আমাদের দোষ না বরং শিক্ষা ব্যবস্থার দোষ ।
.
'ডিয়ার গুগল বস' সম্বোধন করা চিঠির উত্তর তিনি এভাবে দিয়েছিলেন, ‘চিঠির জন্য অনেক ধন্যবাদ। আমি জেনে খুশি হয়েছি যে তুমি রোবট ও কম্পিউটার পছন্দ করো এবং আশা করি তুমি প্রযুক্তি বিষয়ে জানা অব্যাহত রাখবে।'
.
আমাদের দেশের বস হলে থাডাইয়া কান লাল করে দিতো ।
.
আমরা পড়ে পড়ে সাঁতার শিখি । মুখস্ত করি হাত নাড়াতে হবে । সাথে পা ও । তারপর ভেসে থাকতে হবে । ভেসে থাকতে হবে। হবে । হবে । হবে । ভেসে থাকতে হবে । পরীক্ষায় কমন আসবে শুনলেই শিখে ফেলি সাঁতার শেখার একশ একটি উপায় । সারাজীবন সাঁতার শেখার পর যখন বাস্তব জীবনে পানিতে নামি তখন টুস করে ডুবে যায় ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ২:২৭

নিওন  বলেছেন: দারুন লিখেছেন। সত্যিই আমাদের অবস্থা এখন এমন, কিছু একটা পরীক্ষা/ভাইবাতে আসবে এমনটা জানতে পারলেই সবাই সেটাকে চোখ বন্ধ করে গেলা শুরু করি। আর আমাদের এই গেলা শুরু হয় শিশুশ্রেণীরও আগে থেকে। কবে যে এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ মিলবে!

২| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: বই পড়ে সাঁতার শেখা যায় না।

৩| ২৩ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:৩১

মোগল সম্রাট বলেছেন:



আমার ক্লাশ টুতে পড়া পোলার ৭ খান সাবজেক্ট :(

পোলারে কইছি পাশ করা লাগবে না বাপ। নতুন একখান সাইকেল কিন্না দিয়া কইছি এই মাসের মধ্যে সাইকেল চালান শিখলে বুজমু তুই বেবাক পরীক্ষায় পাশ করছোস।
:#)

৪| ২৪ শে জুলাই, ২০২৩ সকাল ৮:০১

সোহানী বলেছেন: আপনার টপিক্স খুব ভালো কিন্তু প্রথমে যা বলেছেন তা পুরোপুরি ভুল।

উন্নত বিশ্বে ট্রাম্প টাইপের লোকজন ছাড়া কেউই বাচ্চাদেরকে কিছু ধরিয়ে দেয় না। বরং বড় একটা অংশ ১৬-১৮ বছর হলেই বাচ্চাদেরকে ঘর থেকে বের করে দিয়ে স্বাধীন হতে বলে। বাচ্চারা ১৩/১৪ থেকেই কাজ শুরু করে।

ভলান্টিয়ার আওয়ার বা কাজের অভিজ্ঞতা না থাকলে স্কুল পাশের সার্টিফিকেট দেয়া হয় না যত ভালো রেজাল্টই তোমার থাকুক না কেন।

আমাদের দেশের কথা আর কি বলিব......... আমার অনেক লেখাতেই এ নিয়ে বলেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.