নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

দুই শালার মধ্যে পার্থক্য

১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:১৪

পাঠশালা আর জীবন চলার পথশালার মধ্যে অনেক পার্থক্য আছে,
.
পাঠশালা আপনাকে আগে শিখাবে তারপর পরীক্ষা নিবে আর জীবন আপনাকে আগে পরীক্ষা নিবে অতপর সেখান থেকে শিখাবে ৷
.
পাঠশালা আপনাকে শিখাবে প্রতিযোগিতা আর জীবন শিক্ষা দিবে প্রতিযোগিতা নয় বরং সহযোগিতার মাধ্যমে জীবনে এগিয়ে যেতে হয় ৷
.
পাঠশালা আপনাকে শিখাবে বার বার ফেইল করলে স্কুল ত্যাগ করো আর জীবন আপনাকে শিখাবে এভাবে ফেইল কিংবা বারবার ব্যর্থ চেষ্টার পর সফলতার জন্ম হয় ৷
.
পাঠশালা আমাদের শিখায় বন্ধুর সাথে কথা বলে তাকে হাসানোর দক্ষতা পাপ আর জীবন আপনাকে শিখাবে কিভাবে মানুষের মুখে হাসি ফুটিয়ে অমর হওয়া যায় ৷
.
পাঠশালা আপনাকে শিখাবে পরীক্ষা হলে একে অন্য থেকে পরামর্শ করে উত্তর লিখলে তুমি পিছিয়ে যাবে, আর জীবন শিখাবে কিভাবে দুটি মাথা একটি মাথার থেকে উৎকৃষ্ট ৷
.
পাঠশালা আপনাকে শিখাবে জীবনের সর্ববস্থায় নিয়ম মানো আর জীবনশালা শিখাবে প্রয়োজনে নিয়ম ভাঙ্গো! চুরমার করো ৷
.
পাঠশালা আপনাকে শিখাবে বাক্সে থাকো বাক্সে মরো আর জীবন শিখাবে বাক্সের বাহিরে যে চিন্তা করতে পারে সে ই কঠিন মাল ৷
.
স্কুল আপনাকে শিখাবে সুধী আর জীবনের শিক্ষা হলো তাদের অনেকে আসলে চুদির ভাই,
.
পাঠশালা আপনাকে শিখাবে জীবন কেবলি যোগ-বিয়োগ কিন্তু জীবন শিখাবে যোগ-সাজোগ ৷
.
পাঠশালা শিখাবে মাথা দিয়ে খেলো আর জীবন শিখাবে সফল হতে হলে হৃদয় নিয়ে খেলতে হয় ৷
.
পাঠশালার আর জীবনের ছন্দ কখনো মিলে না, এই খেলায় যে আগে নামে সে ধাক্কা খেয়ে খেয়ে পাক্কা শিক্ষিত হয়ে যায়!
.
পাঠশালা কখনো ভুল শিক্ষার দায় স্বীকার করে না আর জীবনশালায় ভুলের সব দায় স্বীকার করে নিয়ে পুনরায় নতুন উদ্যমে শুরু করতে হয় ৷
.
জীবনের শিক্ষার সার্টিফিকেট লাগে না তা দুই চোখে দেখা যায়! সূর্যের মতো জ্বলজ্বল করে ৷

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:২৩

ইমরান আশফাক বলেছেন: দুর্দান্ত পোষ্ট এটি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন একটি পোষ্টের জন্য।

২| ১৩ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাই, এই দুই শালার সাথে পরমাত্মীয় যে শালা(শ্যালক) তাকেও এড করুন, তাকে উপক্ষো করার জন্য একটু রাগ করলাম।

৩| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: এরকম আরো লিখে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.