নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আসলেই কি নির্বাচন হবে?

০১ লা এপ্রিল, ২০২৫ সকাল ১০:২৩

আপনারা যদি নির্বাচনের পর সংস্কার সত্যি করতে পারবেন তাহলে ৫৩ বছর পারেননি কেনো?

- উপদেষ্টা রিজওয়ানা হাসান

এই যে কয়েকদিনের মধ্যে এই কথাগুলো উঠছে এর মানে হলো আপাতত নির্বাচন হচ্ছে না ভাই। জনগনও চাই ডক্টর ইউনুস ই থাক। আমার টাইমলাইলে আমি একটি জরিপ করেছিলাম সেখানে ৯৯% ডক্টর ইউনুসের পক্ষে ।

সারজিসের সম্প্রতি একটি স্ট্যাটাস, আপনি কি মনে করেন এমনি এমনি দিয়েছি? ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।

এরপর কি হবে বলি? আস্তে আস্তে অন্যরাও আওয়াজ তুলবে। আওয়াজ বাড়তে থাকবে। আপনাদের মুখ বন্ধ করার জন্য মির্জা ফখরুলের 'আমরা আন্দোলনের সাথে নেই' টাইপ উক্তিগুলো কিছুদিন পর সমন্বয়করা যারা এখন এনসিপিতে তারা দোদারচ্ছে প্রকাশ করবে।

লিখে রাখেন ভাই। এগুলোই হবে। সমকাল যেরকম এখন ১০ টা নিউজ করলে তারমধ্যে ৩ টাতে প্রমাণ করতে চায় যে আপনারা চাঁদাবাজী করতেছেন, তখন অনেক মিডিয়া এমনি করবে।

আপনারা সেমাই চিনি খাওয়া শেষ হলে, অনলাইন মিডিয়া নিয়ন্ত্রণ যদি নিতে না পারেন হয়তো সামনে অনেক অপ্রত্যাশিত কিছু হতে পারে।

পৃথিবী রূপক মরডক স্টাইলে চলে গেছে আগেই। বাংলাদেশে এটা হয়তো নতুন। ওরা কি করে জানেন? আপনাকে মেরে প্রচার করতে থাকবে, আপনি মারছেন। এবার ৪০ টা মিডিয়া একসাথে একসময়ে প্রচার করতে থাকবে আপনি মারছেন। আপনি মারছেন!

কিছুক্ষণ পর দেখবেন সবাই বলতেছে, আপনি মারছেন। এভাবে পুরো বিশ্বে আমাদের মেরেও স্টাবলিশড আমরা টে'রোরিস্ট ।

সময় থাকতে নিজেদের সংস্কার করুন। পৃথিবী পাল্টে গেছে। ব'ন্দু'কের সামনে ত'লো'য়া'র চলে না। আপডেটেড হতে হবে।

নিম্নের ছবিটি প্রমাণ স্বরূপ দিলাম।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫৫

রাসেল বলেছেন: যেখানে রাজনীতি অর্থ উপার্জনের মাধ্যম, সেখানে কি নির্বাচন স্বচ্ছ হওয়া সম্ভব?

২| ০১ লা এপ্রিল, ২০২৫ সকাল ১১:০০

নতুন বলেছেন: জনগন কি কারনে এই সরকারকে ৫ বছর রাখতে চাইছে?

এই সরকার কি করেছে যে জনগন সন্তুস্ট?

৩| ০১ লা এপ্রিল, ২০২৫ সকাল ১১:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। বিএনপি নির্বাচনে যাবে কিনা সন্দেহ আছে। আওয়ামী লীগ নাই মাঠে। যদি এনসিপি-জামাত নিয়ে নির্বাচন করে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পায় তবে কারো আপত্তি নেই। =p~। সোশ্যাল মিডিয়ায় জরিপ করা হচ্ছে আগামী ৫ বছর প্রধান উপদেষ্টা কে নাকি প্রধানমন্ত্রী করার জন্য। তরুণ রা নাকি এমনটাই চায়। প্রশ্ন হচ্ছে কোন তরুণ এরা ? তরুণ আওয়ামী লীগে আছে, বিএনপি তে আছে, জাশি-এনসিপি তে আছে ! শ্রমিক দের মধ্যেও অনেক তরুণ আছে। :>

৪| ০১ লা এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪২

নকল কাক বলেছেন: আমার লেখা বড় গল্প "গনি মিয়ার গুপ্তধন" পড়ার জন্য আমন্ত্রণ রইল।

৫| ০১ লা এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫৯

শিশির খান ১৪ বলেছেন: তত্বাবধায়ক সরকারের আমলে বি এন পি কথা দিয়েছিলো তারা নির্বাচিত হলে বিচার বিভাগ স্বাধীন ঘোষণা করবে কিন্তু ক্ষমতা নেওয়ার পর তারা সেই ওয়াদা বেমালুম ভুলে গেছে। আজকে বিশ বছর হয়ে গেলো কোনো রাজনৈতিক দল বিচার বিভাগ স্বাধীন করার পক্রিয়া শুরু করে নাই। সংস্কারের তো প্রশ্নই আসে না বাংলাদেশে মন্ত্রীর ছেলে মে সরাসরি মন্ত্রী হয় ,সাংসদ সদস্যের ছেলে মে সরাসরি সাংসদ সদস্য হয় ,মেয়রের ছেলে মে সরাসরি মেয়র হয় এটা জমিদারি প্রথা এর সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। এমন হইলে এরা জীবনেও সংস্কার করতে রাজি হবে না সেটাই স্বাভাবিক।

৬| ০১ লা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬

নিমো বলেছেন: নির্বাচনের কী দরকার? ইকরাম সেহগাল দুই দেশ এক জাতি বানাবে। এখন চলেন দূআ ইউনূস পড়ি। নিউইয়র্ক টাইমস অবশ্য মাঝখান দিয়ে বাঁশ দিয়ে দিয়েছে। জয় পাকিস্তান!

৭| ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ৯:১১

মেঠোপথ২৩ বলেছেন: Mujib Mashal ( নিউয়র্ক টাইমস এর বিতর্কিত রিপোর্ট এর রাইটার)
I am the South Asia bureau chief for The New York Times, leading our coverage of India and the diverse region around it. Based out of New Delhi, I work with a team of dedicated journalists to cover the major developments in India and several of its neighboring countries ।


@ নিমো

৮| ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৭

নিমো বলেছেন: @মেঠোপথ এসব বাল-ছাল আলাপ বাদ দেন। ইকরাম সেহগাল নিয়ে কিছু জানা থাকলে বলেন। নির্বাচনতো হচ্ছে না। নিশ্চিত থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.