![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
ঘটনা হলো যু'ক্তরাষ্ট্রে রপ্তানি আগে ১৫% শুল্ক ছিলো এখন তা বাড়িয়ে এক লাফে ৩৭% করা হয়েছে। শুধু আমাদের না বরং ৭০ টা দেশে এভাবে শু'ল্ক আরোপ করা হয়েছে।
ঝামেলা হলো আমাদের প্রতিবেশী দেশে আমাদের চেয়ে ১১% কম শুল্ক আরোপ করা হয়েছে। মানে ২৬ শতাংশ। আ'মেরিকার চির শত্রু চী'নে শুল্ক আরোপ আমাদের চেয়ে ২% কম।
আ'মেরিকা গৌরব পুনরুত্থানের জন্য তারা এসব নীতি নিয়েছে। মেক্ আ'মেরিকা গ্রেট এগেইন।
শুধু তা না, আ'মেরিকা আর আ'জরাইলের সমালোচনা করলে আপনার ভিসা বাতিল হয়ে যাবে এমন গুঞ্জনও শুরু হয়ে গেছে।
আ'মেরিকা যেরকম পোশাক আমদানি করে আমরাও তো করি তাহলে আমরা কত আরোপ করি?
গত ২০২২-২৩ অর্থবছরে ১৭২ ধরনের পোশাক আমদানিতে ১২৭ দশমিক ৭২ শতাংশ করভার ছিল। পরের বছর অর্থাৎ চলতি ২০২৩-২৪ অর্থবছরে সম্পূরক শুল্ক কমানোর কারণে করভার দাঁড়ায় ১২২ দশমিক ৫০ শতাংশ। এখন মে বি শুল্ক ১০০ পার্সেন্ট।
নিজে ১০০ পার্সেন্ট যদি নিতে পারি তাহলে আরেকটি দেশ ৩৭ পার্সেন্ট নিলে এতে এতো হাইপ তোলার কিছু নেই। আত্মনির্ভরশীল হতে হবে। শুধু একটা সেক্টরের লেজ ধরে বসে থাকলে হবে না।
কাপল বলদ করেও এখন অনেকে ভালো রেমিট্যান্স আর্ন করতেছে। বলদামি না করে ভালো কিছু করেও ইনকামের সুযোগ তৈরী হচ্ছে ঘরে বসে। বাকী শিল্পগুলোকে চাঙ্গা করার সময় এখনি। কয়দিন আর অন্যের অন্তর্বাস বানাবেন? প্লেন বানানোর স্বপ্ন না বরং বাস্তবে রূপ দিন্।
পিক্ ফর টেনশন, স্যারের হাফপ্যান্ট ভেরফাই করলাম। মেইড ইন বাংলাদেশ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০২৫ দুপুর ১:১৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশকে গার্মেন্টস সেক্টরের উপরে নির্ভরশীলতা কমাতে হবে। অন্য অনেক সেক্টর যেমন, ওষুধ, মাঝারি শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, গাড়ি নির্মাণ, ইলেক্ট্রনিক্স, আইটি প্রভৃতি সেক্টরে নজর দিতে হবে।
দেশের প্রতিষ্ঠিত গার্মেন্টসগুলি পরিস্থিতির সাথে খাপ খায়িয়ে নেবে।