নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পকে আর কী লিখব আমি একা এক মানুষ মাত্র ।

লেখক আবীর

১৯

লেখক আবীর › বিস্তারিত পোস্টঃ

রক্তপান - (১)

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৮

ট্টমি নামের এক ব্যক্তি পদ্মা নদীর চরে বসত গড়েছে। উনার সম্পর্কে বিভিন্ন প্রথা প্রচলিত আছে। উনি নাকি মানুষের রক্তপান করেন। উনার খাদ্য বলতে একমাত্র মানুষের রক্ত। মানুষের রক্ত ব্যতীত অন্য কিছু পান করেন না। পদ্মা নদীর চরের আশেপাশের মানুষরা তাই সবসময় সতর্ক থাকেন।

ট্টমি যে চরে থাকে সেই চরে কেউ যাওয়ার চেষ্টা করে না। কেউ যদি যায় তাহলে তাকেও বারংবার নিষেধ করে। পদ্মার চরের বসবাসরত শিক্ষিত মানুষরা বিষয়টা বিশ্বাস করে না। লোকের মুখে অনেক কথাই শুনা যায় যা মিথ্যায় ভরপুর থাকে।

সুতরাং শিক্ষিত মানুষরা বিষয়টা বিশ্বাস করে না আবার রহস্য সমাধানেও কেউ এগিয়ে আসে না। যারা বিষয়টা বিশ্বাস করে না তাদের ঐ চরে একরাত্র গিয়ে থাকতে বললে, কেউ থাকতে চায় না।

অবন্তী নামের একটি মেয়ে পদার্থ বিজ্ঞানে হাবার্ট বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করে যখন দেশে এসে এই ঘটনা শুনল, তখন ওর কৌতূহল হল। পৃথিবী এমন অনেক কিছুই ঘটতে পারে যার ব্যাখ্যা কেউ দিতে পারে না। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত রহস্যর গবেষণা চালিয়ে যেতে হয়। তাহলে অনেক কিছু বেড়িয়ে আসে।

অবন্তী তাই ঠিক করল সে ট্টমি নামের ব্যক্তিটির চরে যাবে। বিষয়টা কারো সাথে শেয়ার করা যাবে না। বললেই বলবে, ছেলে মানুষ যেতে পারে না, মেয়ে মানুষ হয়ে যাবে কিভাবে।

অবন্তী তাই সিদ্ধান্ত নিল, কাউকে না জানিয়ে সে একাই ট্টমির চরে যাবে। রাতের অন্ধকারেই অবন্তী ট্টমির চরের উদ্দেশ্য রওয়ানা দিল। চরে যাওয়ার সময় যতটা ভয় পেয়েছিল, চরে নামার সাথে সাথেই ভয়টা কেটে গেল। অবন্তী অনেকটা অসতর্ক ভাবেই হাটাহাঁটি করছে। কোথায়ও কোন বিপদের গন্ধ পাচ্ছে না। তবে রাতের আকাশে চর টাকে এত সুন্দর মনে হচ্ছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। সে এলোমেলো ভাবে হাঁটছে। একটা রহস্য সমাধানের জন্য যে সে এসেছে তা ভূলেই গেল। চরটাকে যত দেখছে ততই চরটার প্রেমে পড়ে যাচ্ছে। এত সুন্দর চর পদ্মার পারে দ্বিতীয়টি আর নেই।

অবন্তী— ভাবতে লাগল, চরটাকে অবশ্যই ট্টমি নামের লোকটা অনেক দেখা শুনা করে। চরটা এতই পরিপাটি ছিল যে, এটাকে দেখতে অনেকটা সিঙ্গাপুর দেশের মত লাগে। বাংলাদেশের ভিতরে পদ্মার একটি চরে এত সুন্দর সাজানো গোছানো থাকতে পারে তা অবন্তীর কল্পনাতেই আসে না।

______চলবে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.