![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(( ১ ))
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেয়ামতের পূর্বে কেয়ামতের নিকটবর্তিতার প্রমাণস্বরূপ যে আলামতগুলো প্রকাশ পাবে সেগুলোকে ছোট আলামত ও বড় আলামত এই পরিভাষাতে আখ্যায়িত করা হয়।
অধিকাংশ ক্ষেত্রে ছোট আলামতগুলো কেয়ামত সংঘটিত হওয়ার অনেক আগেই প্রকাশিত হবে। এর মধ্যে কোন কোন আলামত ইতিমধ্যেই প্রকাশ পেয়ে নিঃশেষ হয়ে গেছে।
কোন কোন আলামত নিঃশেষ হয়ে আবার পুনঃপ্রকাশ পাচ্ছে। কিছু আলামত প্রকাশিত হয়েছে এবং অব্যাহতভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে। আর কিছু আলামত এখনো প্রকাশ পায়নি।
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংবাদ অনুযায়ী সেগুলো অচিরেই প্রকাশ পাবে। কেয়ামতের বড় বড় আলামত: এগুলো হচ্ছে অনেক বড় বড় বিষয়। এগুলোর প্রকাশ পাওয়া প্রমাণ করবে যে, কেয়ামত অতি নিকটে; কেয়ামত সংঘটিত হওয়ার সামান্য কিছু সময় বাকী আছে।
আর ছোট ছোট আলামত:
কেয়ামতের ছোট আলামতের সংখ্যা অনেক। এ বিষয়ে অনেক সহিহ হাদিস উদ্ধৃত হয়েছে। এখানে আমি সম্পূর্ণ হাদিস উল্লেখ না করে হাদিসগুলোর শুধু প্রাসঙ্গিক অংশটুকু উল্লেখ করব।
কারণ হাদিসগুলো উল্লেখ
করতে গেলে উত্তরের কলেবর অনেক বড় হয়ে যাবে। যিনি আরো বেশি জানতে চান তিনি এ বিষয়ে রচিত গ্রন্থাবলী পড়তে পারেন।
যেমন- শাইখ উমর সুলাইমান আল- আশকারের “আলকিয়ামতুস সুগরা”, শাইখ ইউসুফ আলওয়াবেল এর “আশরাতুস সাআ” ইত্যাদি।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৭
চাঁদগাজী বলেছেন:
কেয়ামত বলতে যদি পৃথীবি বা বিশ্বের ধ্বংস বুঝায়; তা মানুষ দেখবে না; মানুষ আগেই বিলুপ্ত হবে।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৬
লেখক আবীর বলেছেন: ইমরান ভাই আসলে আমি মোবাইল দিয়ে টাইপ করি এতো কিছু এক সাথে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তাই ন্তরিক ভাবে দুঃখিত ।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৭
লেখক আবীর বলেছেন: চাদগাজী ভাই এটা আল্লাহ ভালো জানেন ।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১
ইমরান আশফাক বলেছেন: আধা পোস্ট দেওয়ার চেয়ে না দেয়াই ভালো।