![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"রাজধানীর মগবাজারে চলন্ত
বাসে পেট্রোল বোমা ছুড়লেন সজল!"
.
এক অনলাইন নিউজ পোর্টালে এই হেড
লাইনটি দেখে আমার চক্ষুদ্বয় হাসের ডিমের
আকার ধারন করল।
.
সজল ভাই আমার প্রীয় অভিনেতার
মধ্যে একজন ছিলেন, কিন্তু ওই হেড
লাইনটি দেখে তার প্রতি জন্মাল তিব্র ঘৃণা।
.
একজন প্রতিষ্ঠিত অভিনেতা যদি এই ঘৃণিত
কাজে অংশ নেয় তাহলে দেশের
অবস্থা কি হবে!
.
সজলের প্রতি তীব্র ঘৃণা পোষণ
করে নিউজটি বিস্তারিত পড়া শুরু করলাম,
কিন্তু পড়া শেষে আমার ঘৃণার মধ্যবিন্দু
হয়ে দাড়াল ঐ অনলাইন নির্ভর পত্রিকাটি।
.
কারন ‘পেট্রোল বোমা’ নাটকে এমন
চরিত্রেই অভিনয় করেছেন সজল, তার
দ্বারা বোমা মারার ঘটনাটা বাস্তব নায়।
.
কি করতে মনচায় এখন বলেন তো?
.
এমনিতে খবরে আমরা যাদের পেট্রল
বোমা ছুড়তে দেখছি, তাদের তো কম হলেও
দেইলি ১৬ কোটি মানুষের
নিন্দা শুনতে হচ্ছে ৩২ কোটি বার।
.
কিন্তু তার উপর যদি একজন
সংস্কৃতি যোদ্ধার নামে এসব
শুনি তাহলে কি অবস্থা হবে সেটা নিশ্চয়
আমাকে আর বুঝিয়ে বলতে হবেনা।
.
নিউজটির কমেন্টে গিয়ে দেখেন
যারা নিউজটির বিস্তারিত পড়েননি তার
সজলের মা-বাবাকে কত জনে কত
নামে ডাকছেন।
.
আর যারা নিউজটি পড়েছেন
তারা মাথা ঠান্ডা করে ঐ নিউজ পাবলিশারের
মা-বাব সহ পুরো পরিবারের জন্ম
নিয়ে প্রশ্ন তুলছেন।
.
আসলে, এই বিষয় গুলো আমাদের
কারো কাম্য নয়। তাই আশাকরি আপনারা নিউজের হেড লাইনে এমন অবাস্তব কছু লিখে জনগনের মনে আতঙ্ক সৃষ্টি করা থেকে বিরত থাকবেন।
০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:১১
লেখক আবীর বলেছেন: অনলাইনে এমন ধরনের কিছু নিউজ পেপার আছে যা একটা অসত্য ঘটনা এমন শিরোনাম দে যা দেখে চমকে উঠতে হয়। আর পড়ার পর কিছু নেই ।
২| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৮
এস এম ইসমাঈল বলেছেন: যারা মেধাহীন, রুচিহীন, কুটিল, তারা সব সময় হয় ষড়যন্ত্র করে, নয়ত ষড়যন্ত্রকারীদের সহায়তা করে। সোজা পথে না গিয়ে চোরা গলিতে গিয়ে বাসা বাঁধে আর ষড়যন্ত্রের ফাঁদ পাতে। যুক্তি-তর্কে হেরে গিয়ে এরা পেশী শক্তি ব্যবহার করে। সোজা ও সরল পথে না গিয়ে এরা অস্ত্রের ভাষায় কথা বলে। মুক্ত মনা নিরীহ নিরস্ত্র মানুষদের অযথা হত্যা করে এরা পৈশাচিক আনন্দে মাতে। সংস্কৃতিমনা রুচিবান মানুষেদের এরা সব সময় ঘৃণা করে আর সু্যোগ পেলে আক্রমন করে বসে। আর কিছু না পারলেও অন্তত তাঁদের ইমেল বা ফেসবুক আইডি হ্যাক করে নিজেদের বিকৃ্ত রূচি ও নিচু মনের পরিচয় জাহির করে।এসব বিকৃত রুচির নরাধমদের ঘৃণা করতেও আমার রুচিতে বাধে।। ধিক শত ধিক ঐ নোংরা মনের পশুদের।।
০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:১৩
লেখক আবীর বলেছেন: ভাই যা বলেছেন আমি তা বাস্তব রুপে দেখেছি । এদেরকে ধিক্ষার জানানোর ও ভাষা নেই ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:১৩
মৌসুমী মালা বলেছেন: এটা চরম বিরক্তির যতসব উদ্ভট চিন্তাধারা।