নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পকে আর কী লিখব আমি একা এক মানুষ মাত্র ।

লেখক আবীর

১৯

লেখক আবীর › বিস্তারিত পোস্টঃ

দয়া করে সবাই পড়ুন

০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৩



একটি সাপ ব্যাঙকে বলতেছে চলো আমরা দুজনে একসাথে সাতার কাটবো আর মাছ খাবো। ব্যাঙ ভাবতেছে সাপের কাছে গেলে সাপ আমাকেও খেতে পারে, তাই ব্যাঙ সাপের থেকে দুরে দুরে থাকে,

আর সাপ মনে মনে ভাবতেছে যদি মাছ খেয়ে পেট না ভরে তাহলে ব্যাঙকেই খাবে। যাই
হোক ব্যাঙ চলে লাফিয়ে লাফিয়ে কিন্তু সাপ চলে একে বেকে।

তাই সাপ ব্যাঙ এর কাছে যেতে পারেনা। ব্যাঙ তো ধরা দেয়না, কিন্তু সাপ খালি ব্যাঙ এর কাছে যেতে চায়।

সাপ ব্যাঙ কে বলতেছে ভাই তুমি কি হেটে হেটে চলতে পারো না,শুধু লাফিয়ে লাফিয়ে চলো কেন? ব্যাঙ তো সাপের চালাকি আগেই বুঝতে পেরেছে তাই বলতেছে ভাই তুমি কি সোজা হয়ে চলতে পারো না। একে বেকে চলো কেন?

তুমি যদি সোজা হয়ে চলতে পারো তাহলে আমিও হেটে হেটে চলতে পারবো।

আল্লাহ আমাদের সৃস্টি করেছেন তার ইবাদত করার জন্য কিন্ত আমরা চলতেছি আকা বাকা হয়ে। সাপ সোজা হয় কখন জানেন?

যখন তাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে রাস্তায় সোজা করে শুইয়ে দিবে তখন।

আর ব্যাঙ হেটে চলবে কখন যানেন?

যখন তার দুটি পা কেটে দেওয়া হবে তখন।

আর আমরা সেই দিন সোজা হবো যেদিন আজরাইল এসে জানটা বের করে নিবে।

আল্লাহ আমাদের সকলকে তার দেয়া সোজা পথে চলার তাওফিক দান করুন।

আমিন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪২

তার ছিড়া আমি বলেছেন: হুম!

২| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:

"আর ব্যাঙ হেটে চলবে কখন যানেন?

যখন তার দুটি পা কেটে দেওয়া হবে তখন।

আর আমরা সেই দিন সোজা হবো যেদিন আজরাইল এসে জানটা বের করে নিবে। "


- পা দুটি কাটলে, ব্যাঙ কি করে হাঁটবে?
- আপনার লজিক অনুসারে, আজরাইল থেকে বাঁচার জন্য সবাই আল্লাহের কথা না শুনে বাঁকা হয়ে চলবে!

-কি লেখেন, নিজে বুঝেন?

৩| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৫

মস্টার মাইন্ড বলেছেন: কিছু কিখা সেন্স অফ হিউমার কাজে লাগিয়ে পড়তে হয়।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.