নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পকে আর কী লিখব আমি একা এক মানুষ মাত্র ।

লেখক আবীর

১৯

লেখক আবীর › বিস্তারিত পোস্টঃ

ভালো করে পড়ুন এবং মন দিয়ে গভীর ভাবে চিন্তা করুন

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:০২

"নামাজটা শেষেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো দীপু । ১০ টার মধ্যে বেইলি রোড পৌঁছাতে হবে । এই ঈদের দিনে নীলাকে অপেক্ষা করিয়ে রাখার কোন মানেই হয় না !!

"অ্যাই খালি !! যাবে ??"
"কই যাইবেন ??"
"বেইলি রোড ... কত ??"
"আশি ট্যাকা !!"
"কী !! মজা লও মিয়া ??"
"আইজকা ঈদের দিন একটু বেশি দিয়েন !!"
"৫০ টাকা ভাড়া ... তুমি তো মিয়া ডাকাত !!"
"গরিব মানুষ ... একটা দিনই
তো চাইছি মামা !!
"দীপু আশেপাশে কোন রিকশা দেখলো না । সময় ফুরিয়ে যাচ্ছে ... উপায় না পেয়ে ঐটাতেই উঠে বসলো ।

যাক, ১০ টা বাজতে আরো ৫ মিনিট বাকি । অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছে সে !! "এই নাও ভাড়া !!"
"কত দিলেন ??"
"৫০ টাকা !!"
"আমি তো ৮০ চাইছিলাম !!"
"মগের মুল্লুক পাইছো ?? যা চাবা তাই দিবো ??"
"আইজকা ঈদের দিন । আপনেরা কয়টা ট্যাকা বেশি দিলে আমরাও একটু...."

"পকেটে টাকা নাই । আর তোমার এইসব লেকচার শুনার টাইম নাই !!" দীপু দ্রুত হেঁটে চলে যায় নীলার দিকে । সাদা রঙের ড্রেসে নীলাকে পরীর মত লাগছে । কালো পাঞ্জাবিতে দীপুকেও সেরকম লাগছে !!

"চলো KFC তে যাই !!" "ব্যাপক সালামি পাইছি আজকে । পুরা ৩০০০ টাকা !
"জোস !!" ওরা হাসিমুখে KFC তে ঢুকে যায় !!

রিকশাচালক আজমত মিয়ার দৃষ্টি ঝাপসা হয়ে আসে । ঝাপসা চোখে তাকিয়ে সে দেখে, ঈদের দিন সে তার ছেঁড়া শার্টটা গায়ে দিয়ে বাসার দিকে যাচ্ছে । সামনে তার স্ত্রী হাসিমুখে দাঁড়িয়ে আছে । তার পরনেও ছেড়া ময়লা শাড়ি !!

"আব্বা কি আনছো ?? ও আব্বা !!" "আব্বা... তুমি না কইছিলা ঈদের দিন বেলুন আনবা ??"

"তোমার ছোট মাইয়াটা কানতাছে সকাল থেইকা । তুমি ওর জন্য মুরগি আনবা কইছিলা দেইখা ভাত খায় নাই সারাদিন আনছো ??"

প্রশ্নগুলার উত্তর দিতে পারে না সে !! আজমত মিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে।

ঈদের দিনেও হাড়ভাঙ্গা খাটুনির পর কেউ ২০ টা টাকা বেশি দিতে চায় না । কেউ না !!

পৃথিবীতে সবার জন্য ঈদ বোধহয় আনন্দ দিয়ে আসে না !! আমার গল্পটা শেষ ।

একটাপ্রশংসামূলক কমেন্ট দিয়ে আপনার কাজও শেষ !! কালকে রাস্তায় বের হয়ে আমরা সবাই একেকজন "দীপু" হয়ে যাব ।

রিকশাচালক বেশি ভাড়া চাইলেই "ডাকাত" বলে ঝাড়ি মারবো ... KFC তে গিয়ে ৪০ টাকার কোকাকোলা ১০০ টাকায় খাইতে আমাদের আপত্তি থাকে না,

আপত্তি সব ৫০ টাকার ভাড়া ১০০ টাকা দিতে !! একটু চোখটা বন্ধ করি । একটু কল্পনা করি । এরকম একটা খুশির দিনে আমি যখন নতুন পাঞ্জাবি, ড্রেস পরে বাইরে বের হয়েছি, তখন একটা লোক ছেড়া শার্ট পরে কেন রিকশা চালাচ্ছে ??

কয়টা টাকা বেশি দিতে অনেক কষ্ট হয় আমাদের । বিশ্বাস করেন, এই টাকাগুলা দিয়ে হয়তো ঐ গরিব লোকটা সন্ধ্যায় সন্তানদের জন্য একটা মুরগি কিনে নিয়ে যাবে, পিচ্চি বাচ্চাটার জন্য একটা বেলুন কিনে নিয়ে যাবে । আপনার কয়টা টাকার জন্য একটা পরিবার ঈদের দিন হাসবে !!

আমার কমেন্ট কিছুর দরকার নাই ... এইটা পড়ার পর কালকে কেউ যদি সাধ্য অনুযায়ী একজন রিকশাচালককে কিছু টাকা বেশি দেন, তাইলেই এই লেখাটা সার্থক !! বিশ্বাস করেন, ঈদের দিন আপনার কারণে ঐ রিকশাচালক আর তার সন্তানদের মুখে যখন হাসি ফুটবে, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন, কারণ ছাড়াই আপনার মনটা আনন্দে ভরে যাবে ।

প্রমিস !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


মন দিয়ে পড়ার মত কিছু নেই, ভাবার মত কিছু তুলে ধরেননি।

২| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৪

লেখক আবীর বলেছেন: আপনি পড়লে বুঝতে পারবেন আশা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.