নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পকে আর কী লিখব আমি একা এক মানুষ মাত্র ।

লেখক আবীর

১৯

লেখক আবীর › বিস্তারিত পোস্টঃ

এরা আইনের লোক না ঘুষখোর ।

২৫ শে মে, ২০১৫ রাত ৮:২৫

হায়রে ট্রাফিক পুলিশ । আমার জীবনে কত ট্রাফিক পুলিশ দেখলাম কিন্তু ওর মত ঘুষ খোর ট্রাফিক পুলিশ দেখিনি ।

আজ সিলেটের জিন্দাবাজার পয়েন্টে সিএনজি করে বাড়িতে যাচ্ছি হটাত্‍ করে একটি ট্রাফিক পুলিশ আমাদেরকে আটকে রেখে দেয় ।

তারপর ১০,০০০ টাকা দাবি করে এই ট্রাফিক পুলিশ রুবেল । তারপর ৫০০০ টাকা দাবি করে এভাবে শেষ পর্যন্ত ৫০০ টাকা নিয়ে আমাদেরকে ছেড়ে দেয় ।

এটাই কি আমাদের বাংলাদেশ । এইসব লোক কি আইনের লোক । না আমি বলবো এটা সোনার বাংলাদেশ নয় । এটা ঘুষ খোরের দেশ বাংলাদেশ । এটা আইনের দেশ নয় । এটা বেআইনের দেশ । এরা আইনের লোক নয় এরা বেআইনের লোক ।

এরা জনগন কে পিটিয়ে ওদের পকেট ভরছে ।

মাননীয় প্রধান মন্ত্রীকে বলছি আপনি আপনার এই সকল বেয়াদব/ঘুষখোর পুলিশদেরকে অবিলম্বে চাকরী থেকে বরখাস্ত করুন ।

কেননা সকল অটোরিক্সা চালক তাদের পেটের দায়ে রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছে । যাতে তাদের পরিবারের মুখে সামান্যতম অন্নের যোগান দেওয়ার জন্য ।

সকল চালকরা রাস্তায় টেক্স দিয়ে গাড়িচালাচ্ছে । ওরা ফ্রি চালাচ্ছে না । আজ এই সিএনজি চালকের পরিবারের করুন কাহিনী শুনে অনেক কষ্ট লাগলো । এই সকল ঘুষ খোর পুলিশকে কি আপনি বেতন দিচ্ছেন না যে তারা দেশের গরিব জনগনকে মেরে ঘুষ খাচ্ছে ।

আর কিছু বললাম না । এখানেই থাক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.