নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পকে আর কী লিখব আমি একা এক মানুষ মাত্র ।

লেখক আবীর

১৯

লেখক আবীর › বিস্তারিত পোস্টঃ

গুজরাট দাঙ্গা ও মুসলিম নিধন

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৩

মুসলিম মায়ের পেট চিরে ৯ মাসের ভ্রুণকে বের করে আগুনে পুড়িয়ে হত্যা করেছিলো হিন্দুরা ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় নারোদা পাতিয়া গণহত্যায় (আহমেদাবাদ এলাকায়) সক্রিয় অংশগ্রহণ করেছিলো বাবুভাই প্যাটেল নামক এক হিন্দু উগ্রবাদী।

এই বাবু ভাই প্যাটেল সারা বিশ্বজুড়ে পরিচিত হয়েছিলো ‘বাবু বজরঙ্গি’ হিসেবে। বাবু বজরঙ্গি কিভাবে গুজরাটে মুসলিম মেরেছিলো সেই কথা জানার জন্য ২০০৭ সালে তেহেলকার ম্যাগাজিনের এক সাংবাদিক হাজির হয়েছিলো বাবু বজরঙ্গির কাছে।

ঐ সময় বাবু বজরঙ্গি খুব গর্বের সাথে সাংবাদিকের কাছে সেই গণহত্যার নির্মম বর্ণনা দেয়, কিন্তু সেই বর্ণনা শরীরের মধ্যে লুকিয়ে রাখা গোপন ক্যামেরায় গোপনে ভিডিও করে ফেলে ঐ সাংবাদিক। সেখানে বাবু বজরঙ্গী নিজ মুখেই গর্বের সাথে স্বীকার করে, সে এক মুসলিম মায়ের পেট চিরে ৯ মাসের ভ্রুণকে বের করে আগুনে নিক্ষেপ করেছিলো।

আসুন বাবু বজরঙ্গীর নিজ মুখেই সেই ঘটনা শুনি।

“.....কেটে টুকরা করা, পুড়িয়ে দেয়া, আগুন ধরানো অনেক কিছুই করা হল, অনেক কিছুই। আসলে আমরা মুসলমানদের আগুনে পুড়াতেই বেশি পছন্দ করি, কারণ এই জারজরা তাদের দেহ মৃত্যুর পর চিতায় পুড়াতে চায় না। আমার শুধু একটি ইচ্ছা, শুধু একটি শেষ ইচ্ছা , আমাকে মৃত্যুদণ্ড দেয়া হোক । আমাকে ফাঁসিতে ঝুলানো হলেও তা গ্রাহ্য করব না ।তবে আমাকে ফাঁসিতে দেওয়ার আগে মাত্র দুইদিন সময় দেয়া হোক, আমি জুহাপুরা (মুসলিম অধ্যুষিত এলাকা) চলে যাব। সেখানে ৭-৮ লক্ষ লোক বাস করে। আমি তাদের শেষ করব কম করে হলেও তো সেখানে আমার ২৫-৫০ হাজার মুসলমানকে হত্যা করা উচিত।

গণহত্যার পর থানায় মামলার নথিতে লেখা হয়, এক গর্ভবতী মুসলিম মহিলার পেট চিরে আমি ৯ মাসের ভ্রুনকে বের করেছি, নিক্ষেপ করেছি আগুনে। আসলে আমি তাদেরকে দেখিয়েছি- দেখ ! আমাদের বিরোধীতার শাস্তি কি। একজনকেও ছাড়া যাবে না। এমনি তোদের ভূমিষ্ট হতেও দেয়া যাবে না। আমি বলেছি, যদি মহিলাও হয় , যদি শিশু হয় তবু তাদের কেটে ফেল , চিড়ে ফেল , টুকরো করে ফেল , আগুনে পুড়াও সকল মুসলমানদের। আমাদের অনেকে তাদের ঘরবাড়ি লুট করতে অযথা সময় নষ্ট করছিল। আমি বলেছি অযথা এ কাজ না করে তাদের কাউকে বাঁচতে দিও না, এরপর সবই তো আমাদের। আমরা দল বেধে বেধে মুসলমানদের ঘরে ঘরে ঘুরছিলাম। প্রত্যেকেই মুসলমান মারছিল অতি উন্মাদনার সাথে। নরেন্দ্র মোদি ? মূখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে শাস্তি থেকে বাচানোর জন্য তিন তিন বার বিচারককে পরিবর্তন করে দেয়। মুসলমান মারতে এত্ত মজা লাগে না । সাহেব, আসলে তাদের মারার পর আমার নিজেকে রানা প্রতাপ বা মহেন্দ্র প্রতাপের মত (মুসলিম নিধনকারী রাজা) মত মনে হয়েছে। এতদিন শুধু তাদের নাম শুনেছি, কিন্তু সেই দিন আমি তাই করলাম । যা তারা আমার জন্য করেছিল।

(গোপনে ধারণকৃত সেই ভিডিওটি দেখতে: https://www.youtube.com/watch?v=mfnTl_Fwvbo )

ভারতে মুসলিমদের উপর হিন্দুদের অবর্ণনীয় নির্যাতন শুধু একবার নয় অসংখ্যবার হয়েছে এবং এখনো হচ্ছে, যার সবটার হিসেব পাওয়া কখন্ই সম্ভব নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.