নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মীয় কুসংস্কারের বলয় থেকে মুক্ত হয়ে মানুষের বিবেক জাগ্রত হোক- সত্য, সুন্দর ও ন্যায়ের পথে

অবিরলোশ মোহন

আমি বিদ্রোহী, আমি বিপ্লবী

অবিরলোশ মোহন › বিস্তারিত পোস্টঃ

রসময় দাদু’র মুক্তি চাই!!!!

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৫

সম্ভবত ২০০০ কিংবা ২০০১ সাল। ঘনিষ্ট এক বন্ধু আমাকে একটা ম্যাগাজিন দেয় পড়ার জন্য। ওটা বাসায় এনে বেশ কিছুদিন ফেলে রাখি। তখন বই পড়তাম প্রচ্ছদ দেখে। ভাবতাম চকচকে প্রচ্ছদওয়ালা বইগুলোই বোধহয় উত্তম। সেদিক থেকে এ ম্যাগাজিনটা ছিল একেবারেই সাদামাটা। একদিন ওটা হাতে নিয়ে বেশ কিছুক্ষন পড়ি। আস্তে আস্তে আকর্ষন বোধ এবং একসময় দারুন প্রেমে পড়ে গেলাম।

বলছিলাম তখনকার আলোচিত, সমালোচিত, পাঠকপ্রিয়(!) সাপ্তাহিক ম্যাগাজিন “যায় যায় দিন” এর কথা।

মাঝে মাঝে ওর ভিতরকার ভাষাগুলো বেশ উষ্ণ করে দিতো। বলা যায় রসময় গুপ্তের “বাংলা চটি” আর তখনকার “যায় যায় দিন” এর মধ্যে বেশ মিল ছিল।

তাই দাদুকে দেখলেই কেনো যেনো রসময় গুপ্তের কাল্পনিক চেহারাটা চোখের সামনে ভেসে উঠতো।

কালের বিবর্তনে “যায় যায় দিন” সাপ্তাহিক থেকে দৈনিকে চলে আসে। কিন্তু জাতে উঠতে পারেনি। দেউলিয়া হলো পত্রিকাটি। সাংবাদিক- কর্মচারীদের বেতন ভাতা নিয়ে হিমসিম খাচ্ছেন দাদু। এরই মধ্যে চুপিসারে দেশ ছেড়ে পলায়ন করতে গেলে বিমানবন্দরে ওত পেতে থাকা সাংবাদিকরা দাদুর টিকলি ধরে নিয়ে আসে। তারপর দাদু নিয়মিত “মৌচাকে ঢিল” মারতে থাকেন আর বিটিভির “লাল গোলাপ”টি তুলে দেন “বাংলা ভিশন”কে।

হ্যা, এতোক্ষন বলছিলাম প্রবীণ সাংবাদিক থুক্কু প্রবীণ লেখক(উনি সাংবাদিক নয় বরং লেখক পরিচয় দিতেই স্বাচ্ছন্দবোধ করেন), গোলাপের মতো টুকটুকে লাল আমার প্রিয় শফিক রেহমান এর কথা।

শফিক রেহমান এর চিন্তা-চেতনা, ধ্যান- ধারনা আমাদের থেকে কিছুটা ব্যতিক্রম। সদা হাস্যোজ্জ্বল, চিরতরুন, বাকরসিক, তৈলমর্দক এই মানুষটি কাউকে অপহরনের সঙ্গে সংশ্লিষ্ট।

এ বড়ই হাস্যকর!
এটা ভিন্ন মত দমনে সরকারের নগ্ন হামলা।

সুতরাং আমরা “রসময় দাদুর ফ্যান ক্লাব” এর পক্ষ থেকে দাদুর মুক্তি কামনা করছি

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:




এই বজ্জাত বিদেশে পড়ালেখা করে, দেশে এসে পর্ণ চালু করে কোটী টাকা কামায়েছে; এখন ডিম থেরাপী চলুক।

২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: লুকিয়ে লুকিয়ে দাদুর ম্যাগাজিন পড়া ছিল শৈশবের অ্যাডভেঞ্চার :P

৩| ২২ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:১৩

সাফকাত আজিজ বলেছেন: নামটা চমোতকার হোয়েচে !

৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৬

আহলান বলেছেন: কারো বাঁশ যায়, কেউ গিরা গোনে .... হিহিহি ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.