নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার হাত ধরে রাখতে আমি সারা জীবন আমার হাত খালি করে রাখতে রাজি আছি...!!

আবির ভাইরাস

কিছু কথা না বলাই থাকুক নাহ...!

আবির ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

টাকা গেল...!!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

আজ কলেজে এসেছি দেরীতেই। মন ভাল ছিল না মাস শেষ পকেট মানিও শেষ।।। ৩-৪ তারিখ ছাড়া পাব না।যাই হোক আমি কিন্তু কলেজে বেশ শান্তই থাকি।এসে দেখি ক্লাস হবে না। আজ সব স্যার রা মিটিং এ ব্যস্ত।বসে ছিলাম কোনার দিকে।কিছুক্ষণ পর কয়েকটা ফ্রেন্ড এল।কি যেন গল্প করছে আমার সে দিকে মন নেই।হঠাৎ তাদের মাঝে একজন বলল "কি আবির ভাই...মন খারাপ নাকি.?"
আমি বললাম "না। "
সে আবার বলে উঠল " আবির ভাই কেন যে আপনি (আমরা একে অপর কে আপনি বলেই ডাকি) এতো শান্ত থাকেন..?সেই জন্যই কপালে একটা মেয়ে জুটলো না...!! "" আমার মেজাজ খারাপ হল।আমি কিন্তু খুবি শয়তান আর দুষ্টু। একথা কলেজে কেউ জানে না।কারন কলেজে আমি কোন দিন সেগুলো এপ্লাই করি নি।আমার স্কুল ফ্রেন্ডরা জানত আমি কেমন..!!!যাই হক আমিও কম যাইনি।সাথে সাথে বলেছি আমি শয়তানি গুলো পারি তা আপনার দাদাও পারবে না..!! সে মুখ কাল করল, যেন আমাকে খেয়ে ফেলবে..!! সে তেমন কিছু করল না, শুধু বলল কি কি শয়তানি বলেন দেখি...! আমার বিশ্বাস হয় না.? সে বলে না।।।।।...!! কি...!!! বিশ্বাস হয় না..?? সে বলে আপনার সাহসই নাই....আমি বললাম ঠিক আছে প্রমান দিতে রাজি আছি।আপনি কোন কাজ দিন করে দেখাব... আর দেখাতে পারলে ৫০০ দিবেন, না পারলে আমার নাম ভিতুরডিম..!!! রাজি.? সে রাজি...!! ভাবেছে আমি পারব না।।। সে বলল আপনাকে রাগি মাথার কার কাছে গিয়ে এমন কিছু বলতে হবে যে সে রেগে যায়... আর ৩টা শর্ত দিল----<
১. যাকে বলব সে যেন আমার বড় হয়
২.আমার কথা শুনে সে খুব রেগে যায়..
৩. কথা শুনে হাসলে টাকা নাই...!!!
আমি বললাম ওকে।আমি ক্লাস থেকে বের হলাম টাকার মায়ায়.!৫০০ টাকা তো কম না..! বাহিরে দেখি তেমন কেউ নাই।তবে একটু দূরে বেশ কয়েক জন আছে। তারা সিনিয়র ভাই বনেরা।আগিয়ে গেলাম পেছনে ফ্রেন্ডরা...। যাইহক আরেকটু সামনে জেতেই দেখি এক বড় আপু আর এক বড় ভাই বসে গল্প করছে।তাদের দিকে যেতে লাগলাম কিন্তু পেছনের ফ্রেন্ড রা টেনে ধরল।বলে আরে ওটা চেয়ারম্যন এর মেয়ে।তার পাশে তার হবু স্বামী...!! আগামি মাসে তাদের বিয়ে। তার উপর মেয়ে টা বদমেজাজি..!! তাকে কিছু বললে শেষ.! আমি বললাম তাকেই বলব।যদি বলতে না দিস তবে ৫০০ টাকা দে।তারা আর বাধা দিলো না।আমি তাদের কাছে যাচ্ছি.... খানিক দূর থেকেই শুনতে পেলাম তারা সংসার নিয়ে কথা বলছে..মানে বিয়ের পর কি কি করবে...! লাস্ট কথা মেয়েটার ছিল। সে বলছিল আমাদের কিন্তু এক ডজন বাচ্চা হবে...!!! ততক্ষনে আমি তাদের সামনে চলে এসেছি..।ফ্রেন্ড রা সামান্য দূরে।।। আমাকে দেখেই তারা বিরক্ত মনে হল।।।আমি কিছু না ভেবেই বললাম আপনারা ১ ডজন বাচ্চা নেবেন...!!! মেয়ে রাগান্বিত চোখে তাকাল।।।সেদিকে বে দেখলাম না।আবার বললাম কেমনে..??? ধার করে..??? এবার দেখে বুঝলাম মেয়েটা মার লাগাবে এমন ভাব পাশের জনও রাগ হল..পেছন ফিরে দেখি ফ্রেন্ডরা বেশ ভয় পেয়েছে..কিন্তু যায়নি। মেয়েটা রেগে কি জানি বলতে যাচ্ছিল তখনি আমি বললাম "" বাচ্চা লাগলে বলবেন আমাদের পাড়ায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়।।। ৭-৮ টা এনে দিতে পারব।।।মনে মনে বললাম যা কিসব বলছি.!..! কিন্তু টাকা যে পেয়েগেছি তা নিশ্চিত..!! মনে মনে খুশি...!!!! কিন্তু আমার হাসি নষ্ট করে তারা দুইজন ই এবার হেসে উঠল.....!!!!! টাকা শেষ.!! এতো কষ্ট করে লাভ হলনা...??সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে এলাম। তারা অবশ্য দেখেছিল কিন্তু কানে আসে নাই...।সেদিন থেকে মেয়েটিকে দেখলেই লুকিয়ে পরি...!!! কি আর করা..!! ফ্রেন্ডরা অবশ্য ভিতুরডিম বলেনি... কারন আমি এমনি ভয়ানক কাজ করেছি....!!!!আমি আবার যথারিতি শান্ত হয়ে গেলাম..।।


##Abir Virus

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:



কিছুটা ফানি; তবে, মানুষকে রাগানো খুবই সহজ; অথচ আপনি পারেননি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.