![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়। email: [email protected]
— মোঃ আবু মুসা আসারি
হাওয়া চলে, নিঃশব্দে,
ভোরের রঙে ঢালে তার ছায়া।
বাঁশের ডালে পাখির গানে,
ঘুরে আসে পৃথিবীর প্রথম শব্দ।
অথবা কোনো অদৃশ্য রং,
সেটি কেমন? নাকি শুধু রঙের পরিভাষা?
বিষণ্ন নীল কিংবা দীপ্ত সোনালী,
মেঘে ঝরে আসা এক অচেনা সুরের খোঁজ।
পদ্মের পাপড়ি, সিক্ত বৃষ্টিতে,
ধ্বনিত হয়ে ওঠে চুপিসারে,
এক মৃদু গুঞ্জন, অস্পষ্ট—
প্রকৃতির ক্ষুদ্র নৃত্য।
শুধু একটুকরো আলো, যে ছোঁয়ানো হয় না—
অথবা আরেকটা কালো, যা স্নান করে তার অন্ধকারে।
এটাই জীবন, জানো?
অদৃশ্য রং, শূন্যতায় জ্বলতে থাকা।
©somewhere in net ltd.