নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ।\nemail: [email protected]

মো: আবু মুসা আসারি

ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়। email: [email protected]

মো: আবু মুসা আসারি › বিস্তারিত পোস্টঃ

নীরব আশ্রয়- একটিবার স্মরণ করো

৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:১৫

লেখা: মোঃ আবু মুসা আসারি

যদি জীবনের নীরবতম প্রহরে
তোমার চারপাশ নিঃশব্দে ডুবে যায় ছায়ার অরণ্যে—
যদি হৃদয়ের জানালায় জেগে ওঠে
অলিখিত ব্যথার করুণ বার্তা,
তবে একটিবার, হে প্রিয়,
ডেকে নিও আমায়—
কবিতার ভেতর কিংবা নিঃশ্বাসের ফাঁকে।

আমি আসবো—
সময়ের গোপন অলিন্দ বেয়ে,
অভিমানের ঘন কুয়াশা ছেদ করে,
একটি শব্দহীন আশ্বাস হয়ে।

আমি থাকবো—
তোমার চোখের পল্লবের নিচে
এক ফোঁটা অনুচ্চারিত অশ্রুজল হয়ে,
তোমার ছায়ার ছায়ায়,
একটি নিঃশব্দ প্রতিজ্ঞার মতো।

যদি রাতগুলো বেদনাকে মেলে ধরে
তারার আড়ালে,
যদি বাতাসে ভেসে আসে প্রাচীন চিঠির গন্ধ,
যেখানে লেখা ছিল—
"ভালোবাসা কখনও পেছনে ফেলে না,"
তবে সে গন্ধেই আমায় খুঁজে নিও।

তুমি হয়তো আর কোনোদিন বলবে না—
"এসো",
তবু আমি থাকবো
তোমার প্রতিটি উচ্চারিত না-বলা শব্দে,
তোমার বুকের ভিতরে জমে থাকা মৌনতায়।

আমি থাকবো—
শূন্যতার ফাঁকে ফাঁকে গড়ে তোলা সেতুর মতো,
যেখানে তুমি হাঁটলে
পেছনে কেউ নিঃশব্দে পা ফেলে।

তোমার এই জীবনে যদি কোনো একদিন
সব আলো নিভে যায়,
আর মনে হয়—
সবাই চলে গেছে দূরে বহুদূর,
তবে একটিবার স্মরণ করো—
আমি,
যে কোনোদিন দাবী করিনি কিছু,
তোমার পাশে দাঁড়িয়ে আছি,
একটি প্রার্থনার মতো,
একটি কবিতার মতো,
একটি শাশ্বত ভালোবাসার মতো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.