![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়। email: [email protected]
অগণিত অন্ধকারের গভীরে, সন্ধানের অমূল্য পথ বিচিত্র, শুধু ছায়া, কেবল এক নীরবতা, তবুও ইচ্ছা, তবুও অভ্যুদয়।
মরণ-বোধের সীমানা পার হতে, অলঙ্ঘনীয় এক পাথেয় সংগ্রহ, ধ্রুবতারার প্রতিমূর্তিতে, বিশ্বের রূপান্তর নিরবচ্ছিন্ন—শুধু কালো।
শূন্যতার দিকে পা বাড়ায় দৃষ্টি, প্রত্যাশার ঘূর্ণিপথে নুয়ে পড়ে আশা, বৃক্ষের শেকড়, অস্থিরতা; স্রোতের স্রষ্টা নয়, রূঢ়তাই চিরন্তন।
মনোশুদ্ধির আশ্রয়ে, চিন্তার সাঁকো ভেঙে গিয়েছিল, সময়ের ঢেউকে হারাতে চাইলাম, তবে সে আমাকে প্রতিনিয়ত আবদ্ধ করেছে।
অবশেষে, জীবন স্রোতে ডুব দিয়ে, অনন্ত বিষাদে নিমজ্জিত, আলোকের সমাধানে এক চিরস্থায়ী, মৃত্যুর অগ্নিরূপ ছোঁয়ে যায় শান্তি।
লেখক
মোঃ আবু মুসা আসারি
ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ইমেইল: [email protected]
©somewhere in net ltd.