নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ।\nemail: [email protected]

মো: আবু মুসা আসারি

ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়। email: [email protected]

মো: আবু মুসা আসারি › বিস্তারিত পোস্টঃ

নব রক্তবীজের বাঁশি

১৭ ই জুন, ২০২৫ সকাল ৮:৪১


আমি গাজা বলছি! — পাথর ছোঁড়া শিশুর কণ্ঠে,
আমি মিনার ভাঙা কান্না—রক্তে লেখা কোরআনের বাণীতে!

ওরে সভ্যতার মিথ্যা মুখোশ! শুনিস কি শিশুর ক্রন্দন?
রক্তমাখা মিনতিতে লুকিয়ে ঈমানের বজ্রনিঃস্বরণ!
তুই কি দেখিস? — বুকে কোরআন, লাশে পেঁচানো চাদর,
যার নাম “ইখলাস”— আজ সে আগুনজ্বলা কবর!

আমি শহীদ বোনের খোঁপায় রক্ত, ভাইয়ের ছিন্ন বুক,
আমি খেজুর ছায়ায় ঝরে পড়া ধ্বংসস্মৃতির সুখ।
আমি বারুদের গন্ধে জেগে ওঠা আল্লাহর হুঙ্কার,
"লা ইলাহা!" ধ্বনিতে দাউ দাউ করে জ্বলে শহীদের পরিবার!

আমি গাজার ধূলিমাখা পথ, শিশুর রক্তে রাঙা,
আমি ভাঙা মসজিদের ডাক, যেখানে ফজরের সুর ভাঙা।
আমি শহীদের শেষ নিশ্বাস, আকাশে উড়ে যাওয়া প্রাণ,
আমি মা’র বুকের কান্না, যে ধরে আল্লাহর কুরআন।

আমি নামাজের ছেঁড়া জায়নামাজ, আমি ভেঙে পড়া ইমান,
আমি মুজাহিদিনের তপ্ত বুক, আমি শাহাদাতের সম্মান!
আমি সেই শিশু—যার পাথরে গর্জে ওঠে বিষবাষ্প বোমা,
আমি কোরআন বুকে আগুন নিয়ে ঘুমাই শত্রুর কোমা!

আমি কোরআনের পাতা ছিঁড়ে গড়ি বিদ্রোহের নিশান,
আমি গলিত মসজিদের মিনারে তুলি শাহাদাতের গান।
আমি আগুন! আমি তীব্র! আমি তো জালেম পোড়াতে জানি।
হে ইসরায়েল! আমি ভয় নই, আমি তো প্রলয়ের পরিণাম হানি!

আমি সেই ধ্বনি—যার প্রতিধ্বনি মিনারে কাঁপায় দিগন্ত,
আমি সেই নীরব ভাষা—যা বলে, প্রতিশোধ হবে অনন্ত!
আমি শহীদের ঠোঁটে জমা এক চিলতে আগুন-হাসি,
আমি জেগে থাকি ফজরের আগে—নব রক্তবীজের বাঁশি।



১৬ জুন, ২০২৫
রাজেন্দ্রপুর, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.