![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মূলঃমাওলানা আব্দুল মাজীদ দরিয়াবাদী রহ.
অনুবাদঃমাওলানা আতাউল্লাহ আব্দুল জলী
১.নাস্তিকতার সূচনা
একটি ধার্মিক সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম এবং ধর্মীয় পরিবেশেই প্রতিপালন হয়। বড় বোনকে নিয়মিত তাহাজ্জুদ পড়তে দেখেছি। আম্মাজানও নামায-রোযার প্রতি যত্নবান ছিলেন এবং ছিলেন বড় ধর্মপ্রাণ। বড় ভাইও একেবারে বেনামাযী কিংবা ধর্মবিরোধী ছিলেন না। আমাদের পরিবারে ধার্মিকতার পাশাপাশি ধর্মীয় জ্ঞানের চর্চা ও অনুশীলন ছিল। দাদাজান বিদগ্ধ ফকীহ ও মুফতী ছিলেন। নিয়মিত ফতোয়াও প্রদান করতেন। নানাজানের দীনি জ্ঞানগরিমা এবং ধর্মীয় কীর্তি ও অবদানের খ্যাতি জীবনের সূচনালগ্ন থেকেই শুনে আসছিলাম। চাচাজান একেবারে শৈশবকাল থেকেই লেবাস-পোশাক সম্পূর্ণ মৌলিবিয়ানা করে দিয়েছিলেন। ছোট্ট দেহে ছোট্ট জুব্বা। মাথায় চন্দন কালারের বড় পাগড়ি। হাতে বড় দানার তাসবীহ। পড়া-শোনার কিতাবাদির অধিকাংশই ধর্মীয় রঙের। গৃহশিক্ষক হলেন একজন মৌলবি সাহেব। পাঠশালার আরবী-শিক্ষক হলেন একজন হাজী সাহেব। উভয়ের সান্নিধ্য সোনায় সোহাগার কাজ করছিল।বাকি অংশ পড়ুন
©somewhere in net ltd.