![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ২০১৩ সালের ১৫ই মে। আজ থেকে ঠিক ৮১ বছর পূর্বে বাংলাদেশের ফরিদপুর জেলায় একজন রবীন্দ্রসঙ্গীতশিল্পী জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে বাংলাদেশী হলেও তিনি পশ্চিমবঙ্গে সঙ্গীতচর্চা শুরু করেন। মূলত রবীন্দ্রসঙ্গীত হিসেবে পরিচিত হলেও তিনি কিছু আধুনিক বাংলা গানও গেয়েছেন এবং "যে যেখানে দাঁড়িয়ে", "পরিচয়", "আবির্ভাব" , "মন্ত্রমুগ্ধ" ইত্যাদি ছবিতে তিনি ছিলেন নেপথ্য গায়ক। মরণব্যাধি ক্যান্সারের কাছে পরাজিত হয়ে তিনি মাত্র ৫০ বছর বয়সে পরলোকগমন করেন। তাঁর পুত্র প্রমিত সেনও নিজেকে একজন রবীন্দ্রসঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
পাঠক নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা এতক্ষণ কথা বলা হচ্ছিল। যারা বুঝতে পেরেছেন ও যারা পারেননি উভয়ের উদ্দেশ্যে এত ভণিতা না করে নামটা বলেই ফেলি। তাঁর নাম সাগর সেন। তিনি না ফেরার দেশে যেখানেই থাকুন না কেন, এই পোস্টের মাধ্যমে তাঁকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
তথ্যসূত্রঃ wikipedia
সেই সাথে আমার প্রিয় তাঁর কন্ঠে গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীতের লিঙ্ক দিলাম।
View this link
এই গানটি পরবর্তীতে অনেক শিল্পীই গেয়েছেন, তবে আমার মতে, তাঁর মত করে কেউই গাইতে পারেননি।
©somewhere in net ltd.