![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”
ইতালিয়ান পত্রিকায় দেওয়া একটি সাক্ষাৎকারে ইয়াসির আরাফাত বলেছিলেন "Hamas is the Creation of Israel। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াতযাক রাবিন হামাসকে নিয়ে কোট করেছিলেন "Fatal Error"। হামাস সংগঠনটি আত্মপ্রকাশ করে ১৯৮৭ সালে। কিন্তু এর বীজ বপন করা হয় তার ও অনেক আগে। হামাসের প্রতিষ্ঠাতা শেখ ইয়াসিন একজন মুসলিম স্কলার/ইমাম এবং মুসলিম ব্রাদারহুডের মেম্বার। ১৯৭৮ সালে শেখ ইয়াসিন অফিসিয়ালি "ইসলামীক এসোসিয়েশন" নামে একটি সংগঠন খুলেন পরবর্তীতে যা হয় হামাসের অগ্রদূত বা পেরেন্ট অর্গানাইজেশন। শেখ ইয়াসিন ধীরে ধীরে গাঁজার ভিতর স্কুল, ক্লাব এবং মসজিদের ভিতর ইসলামীক এসোসিয়েশনের নেটওয়ার্কের শক্ত অবস্থান গড়ে তুলে; যার কিছু অংশের ফান্ডিং করে ইসরাইলী সরকার। মজার ব্যাপার হচ্ছে এর সবকিছুই হচ্ছিল আমেরিকার অন্তরালে।
এখন সম্ভাবত প্রশ্ন আসে হামাসের মত একটি সংগঠন সৃষ্টিতে ইসরাইলের লাভ কি? গাঁজার স্যেকুলার ন্যাশনালিষ্ট ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন পিএলওর বিরুদ্ধে ধর্মীয় উগ্রপন্থী একটি গ্রুপ কে বসানো ছিল ইসরাইলের মুল উদ্দেশ্য। যেখানে তারা দখলকৃত ভুখন্ডের মধ্যে খেলতে চেয়েছিল দ্যা গ্রেট ডিভাইড এন্ড রুল। "ব্রিগেডিয়ার ইয়াতযাক সেগেভ" যিনি ইসরাইলী মিলিটারি গভর্নর ছিল গাজায় তৎকালীন সময়ে; নিউ ইয়র্ক টাইমসের একটি সাক্ষাৎকারে বলেছিলেন, " তিনি দায়িত্ব থাকা অবস্থায় ইসলামীক মুভমেন্ট কার্যক্রমকে আর্থিক সাহায্য করেছিলেন"। ইসরাইল সরকার এই জন্য একটি বাজেট ও দিয়েছিল। হামাসের প্রতিষ্ঠা যে আগুনে ঘি ঠালার মত কাজ করবে, তা অনুমান করতে পারেনি অনেক ইসরাইলী অফিসিয়াল। এখন পর্যন্ত গাঁজার কোন সেক্যুলার ন্যাশনালিষ্ট গ্রুপ এত ইসরাইলী বেসামরিক নাগরিক হত্যা করেনি যত না হামাস মেরেছে।
ব্লগের একটি সিনিয়র গ্রুপের বিশ্বাস হামাসের কারনে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না; তারা সন্ত্রাসী সংগঠন। আবার তারাই ৭১ পাকি মিলিটারি হাতে বড় ছোট গঞ্জের বাজার উজার করে মানুষ হত্যার বিষয়ে ব্লগে এসে লিখেছেন। "হামাস" একটি সশস্ত্র সংগঠন যারা নিজ ভুখন্ড, অধিকার রক্ষায় লড়াই করছে কর্তৃত্ববাদী ইসরাইলী বাহিনীর বিরুদ্ধে; ঠিক যেমন লড়েছিল আমাদের মুক্তিযুদ্ধারা। ইসরাইলী বাহিনী পাখির মত কারনে অকারণে সাধারণ নাগরিক নারী- শিশু, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী মেরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। সমগ্র গাঁজা এখন বসবাস অনুপযোগী, চলছে নিরব দুর্ভিক্ষ।
ফিলিস্তিনিদের সংগ্রাম, বন্দিজীবন, নির্বিচারে আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব হত্যা এবং রাজনৈতিক, নিরাপত্তার পরিস্থিতি ও সীমাবদ্ধতার বিষয়ে যদি একজন ফিলিস্তিনি হয়ে জন্ম নিতেন; এমন একটি প্রশ্নের জবাবে সাবেক ইসরাইলী প্রতিরক্ষা প্রধান "এহুদ বারাক" বলেছিলেন "আমি যদি ফিলিস্তিনি হতাম, প্রাপ্ত বয়স্কে কোন সন্ত্রাসী বা প্রতিরোধ গোষ্ঠীর সাথে যুক্ত হতাম"।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন একাত্তর @ব্রাদারহুডের সৈয়দ কুতুব আমার ভাবগুরু।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:০৫
জেনারেশন একাত্তর বলেছেন:
ব্রাদারহুড হচ্ছে আমাদের জামাত থেকে অনেক উগ্র রাজনৈতিক দল; তাদের সামরিক শাখা হলো হামাস। হামাসের জন্ম থেকে মুল ফাইন্যন্স ও বেতন দিচ্ছে ইরান। লন্ডন, ইউরোপ ও আমেরিকা থেকে ও সকল আরবদেশ থেকে টাকা নিয়ে হামাস রকট বানায়েছে ও টানেল করেছে।
পিএলও ইসরায়েলকে মেনে নিয়েছে, হামাস মানে না।