![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”
ইতালিয়ান পত্রিকায় দেওয়া একটি সাক্ষাৎকারে ইয়াসির আরাফাত বলেছিলেন "Hamas is the Creation of Israel। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াতযাক রাবিন হামাসকে নিয়ে কোট করেছিলেন "Fatal Error"। হামাস সংগঠনটি আত্মপ্রকাশ করে ১৯৮৭ সালে। কিন্তু এর বীজ বপন করা হয় তার ও অনেক আগে। হামাসের প্রতিষ্ঠাতা শেখ ইয়াসিন একজন মুসলিম স্কলার/ইমাম এবং মুসলিম ব্রাদারহুডের মেম্বার। ১৯৭৮ সালে শেখ ইয়াসিন অফিসিয়ালি "ইসলামীক এসোসিয়েশন" নামে একটি সংগঠন খুলেন পরবর্তীতে যা হয় হামাসের অগ্রদূত বা পেরেন্ট অর্গানাইজেশন। শেখ ইয়াসিন ধীরে ধীরে গাঁজার ভিতর স্কুল, ক্লাব এবং মসজিদের ভিতর ইসলামীক এসোসিয়েশনের নেটওয়ার্কের শক্ত অবস্থান গড়ে তুলে; যার কিছু অংশের ফান্ডিং করে ইসরাইলী সরকার। মজার ব্যাপার হচ্ছে এর সবকিছুই হচ্ছিল আমেরিকার অন্তরালে।
এখন সম্ভাবত প্রশ্ন আসে হামাসের মত একটি সংগঠন সৃষ্টিতে ইসরাইলের লাভ কি? গাঁজার স্যেকুলার ন্যাশনালিষ্ট ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন পিএলওর বিরুদ্ধে ধর্মীয় উগ্রপন্থী একটি গ্রুপ কে বসানো ছিল ইসরাইলের মুল উদ্দেশ্য। যেখানে তারা দখলকৃত ভুখন্ডের মধ্যে খেলতে চেয়েছিল দ্যা গ্রেট ডিভাইড এন্ড রুল। "ব্রিগেডিয়ার ইয়াতযাক সেগেভ" যিনি ইসরাইলী মিলিটারি গভর্নর ছিল গাজায় তৎকালীন সময়ে; নিউ ইয়র্ক টাইমসের একটি সাক্ষাৎকারে বলেছিলেন, " তিনি দায়িত্ব থাকা অবস্থায় ইসলামীক মুভমেন্ট কার্যক্রমকে আর্থিক সাহায্য করেছিলেন"। ইসরাইল সরকার এই জন্য একটি বাজেট ও দিয়েছিল। হামাসের প্রতিষ্ঠা যে আগুনে ঘি ঠালার মত কাজ করবে, তা অনুমান করতে পারেনি অনেক ইসরাইলী অফিসিয়াল। এখন পর্যন্ত গাঁজার কোন সেক্যুলার ন্যাশনালিষ্ট গ্রুপ এত ইসরাইলী বেসামরিক নাগরিক হত্যা করেনি যত না হামাস মেরেছে।
ব্লগের একটি সিনিয়র গ্রুপের বিশ্বাস হামাসের কারনে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না; তারা সন্ত্রাসী সংগঠন। আবার তারাই ৭১ পাকি মিলিটারি হাতে বড় ছোট গঞ্জের বাজার উজার করে মানুষ হত্যার বিষয়ে ব্লগে এসে লিখেছেন। "হামাস" একটি সশস্ত্র সংগঠন যারা নিজ ভুখন্ড, অধিকার রক্ষায় লড়াই করছে কর্তৃত্ববাদী ইসরাইলী বাহিনীর বিরুদ্ধে; ঠিক যেমন লড়েছিল আমাদের মুক্তিযুদ্ধারা। ইসরাইলী বাহিনী পাখির মত কারনে অকারণে সাধারণ নাগরিক নারী- শিশু, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী মেরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। সমগ্র গাঁজা এখন বসবাস অনুপযোগী, চলছে নিরব দুর্ভিক্ষ।
ফিলিস্তিনিদের সংগ্রাম, বন্দিজীবন, নির্বিচারে আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব হত্যা এবং রাজনৈতিক, নিরাপত্তার পরিস্থিতি ও সীমাবদ্ধতার বিষয়ে যদি একজন ফিলিস্তিনি হয়ে জন্ম নিতেন; এমন একটি প্রশ্নের জবাবে সাবেক ইসরাইলী প্রতিরক্ষা প্রধান "এহুদ বারাক" বলেছিলেন "আমি যদি ফিলিস্তিনি হতাম, প্রাপ্ত বয়স্কে কোন সন্ত্রাসী বা প্রতিরোধ গোষ্ঠীর সাথে যুক্ত হতাম"।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৪৫
কলিমুদ্দি দফাদার বলেছেন:
'ইসলামীক এসোসিয়েশনের' হামাসের মাদার অর্গানাইজেশন প্রাথমিক ফান্ডিং কারা করে? তথ্য ও জ্ঞানের উৎস পশ্চিমা মিডিয়া হলে ও ৭ই অক্টোবরে আক্রমের পর ইসরাইল-হামাস সংঘাত শুরু, ইসলামীক স্টেট ইসরাইল ছাড়া হাজার মাইল দূর ইউরোপে হামলার সক্ষমতা সহ এমন আরো অনেক কিছু মনে হবে।
পিএলও বাদে ও ইসরাইলে অনেক ইহুদি উগ্রপন্থী গ্রুপ টু দেশ থিওরি তে বিশ্বাস করে না। অসলো একোর্ডের পর রাবিন কে হত্যা করে কারা?
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন একাত্তর @ব্রাদারহুডের সৈয়দ কুতুব আমার ভাবগুরু।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৪৭
কলিমুদ্দি দফাদার বলেছেন: কুতুব আপনি মিশরীয় জামাত-শিবির সমর্থক হওয়ার কারন কি?
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: হামাসকে অর্থ সহায়তা করে পাকিস্তান, আফগানিস্তান এবং কিছু মুসলিম দেশ।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: জামাত-শিবির কথা বল্লেন না; নাকি তারা লোকাল প্লেয়ার?
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৮
বিজন রয় বলেছেন: হামাস কি জিতেছে?
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০০
কলিমুদ্দি দফাদার বলেছেন: বাংলাদেশ স্বাধীন না হলে বোধহয় মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন উপহাস করতো।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৯
বিজন রয় বলেছেন: আবাবিল পাখি?
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩১
প্রামানিক বলেছেন: চিন্তার বিষয়
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪২
Spirit বলেছেন: জেনারেশন একাত্তরকে বলছি।
মনে করুন, আপনার এলাকায় কিছু দুর্বল, নির্যাতিত-নিষ্পেষিত মানুষ অপর একটি শক্তিশালী গ্রুপ দ্বারা নির্যাতিত হচ্ছে। যেখানেই পাওয়া যাচ্ছে তাদেরকে কীটপতঙ্গের মতো নির্মমভাবে হত্যা করছে। শিশু-বৃদ্ধ, নারী-পুরুষ কোনো ধরণের বাছবিচার ছাড়াই। আপনি তখন দয়াপরবশ হয়ে ঐ দুর্বলদের নিজ বাড়িতে ঠাঁই দিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত: কিছুদিন পর আশ্রিতরা আপনার বাড়িতে খেয়েদেয়ে মোটাতাজা হয়ে আপনারই সাথে শুরু করে দিল মারামারি। এক পর্যায়ে আপনার বাড়ির অর্ধেকের বেশি জায়গা দখল করে নিজেদের নামে রেজিস্ট্রি করে ফেলল। এখানেই শেষ নয়। বাকি রয়ে যাওয়া জমিটি ও ধীরে ধীরে কব্জা করতে লাগলো। এক পর্যায়ে দেখা গেল, পুরো বাড়ির ৯৫% এর বেশি জায়গা ঐ আশ্রিতদের দখলে। এরপর ঘোষণা করল এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই। এখান বের হয়ে যেতে হবে তোমাকে।
বলুন তো, আপনি কি তখন বসে বসে তাদের সাথে ভালোবাসার গান গাইবেন? না.....?
ঠিক এই করুন কাহিনি ঘটেছে ফিলিস্তিনিদের সাথে। ২য় বিশ্বযুদ্ধে (১৯৩৯-৪৫) হিটলারের নাৎসি বাহিনীর হাতে ইহুদিরা পাইকারি মার খাওয়ার পর ফিলিস্তিনিদের দুয়ারে উঠেছিল ফকিরের বেশে। সরলমনা ফিলিস্তিনিরা তখন দয়াপরবশ হয়ে তাদেরকে মাথা গোঁজার ঠাই দিয়েছিল। কিন্তু ১৯৪৮সালে এই ফকিন্নির বাচ্চারাই ফিলিস্তিনের ৫৫% নিজেদের দাবি করে ইসরাইল রাস্ট্র প্রতিষ্ঠা করে। এরপর ধীরেধীরে নিজেদের সীমানা বৃদ্ধি করতে থাকে, এমনকি বর্তমানে প্রায় ৯৫% থেকে বেশি ভূমি ইহুদি সন্ত্রাসীদের হাতে। বাকি ভূমিও লুন্ঠণ করতেও উঠে পড়ে লেগে আছে। এহেন মূহুর্তে নিজেদের হারানো ভূমি পুনরুদ্ধারে ফিলিস্তিনিরা একটি মুক্তিকামী সংগঠন গড়ে তুলে। সেই মুক্তিকামী সংগঠনের নামই হামাস। কিন্তু আফসোস, আমাদের দেশের কিছু ভদ্রলোক (?)এই মুক্তিকামীদের সন্ত্রাসী বলে বেড়াচ্ছে। আরে ভাই, ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা সন্ত্রাসী হলে বাংলাদেশের ৭১এর স্বাধীনতাকামীরা সন্ত্রাসী নয় কেন?
জেনারেশন একাত্তর! আপনার কিছু লেখা পড়ে আমি বুঝলাম, ইসলাম আর মুসলমান নাম শুনলেই আপনার চামড়া-গোশত, উপর-নিচ সব জায়গাতেই একসাথে চুলকানি শুরু হয়ে যায়৷ প্লিজ, এমন স্বভাব পরিত্যাগ করুন। আল্লাহ হাফিজ।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৭
কলিমুদ্দি দফাদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
জনৈক ব্যক্তি সহ আরো কিছু ব্লগার একচোখা এবং দ্বিচারিতা করছেন বলে আমার মনে। বিশ্বের নানা প্রান্তে সংগঠিত হওয়া ঘটনাগুলো কে নিজেদের আদর্শিক বিশ্বাস ও নিজেদের মত করে ব্যাখা করে। যেমন বাংলাদেশি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বলে গলা ফাটাচ্ছেন আবার ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের জংগি বলছেন। আমেরিকা কে দেশে দেশে ক্যু সৃষ্টিকারী হিসেবে বিষোদগার করছেন আবার ৯/১১ এর ভিকটিম বানিয়ে পুজা করছেন।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫০
Spirit বলেছেন: জেনারেশন! ইরান, আরব, আমেরিকা-ইউরোপ হামাসকে ডোনেশন করছে; আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে? না আপনি হামাস প্রধান? আমেরিকা হামাসকে ডোনেশন করলে, আমেরিকাই কেন আবার হামাসকে সন্ত্রাসী ট্যাগ দিচ্ছে? আর তাদের বিরুদ্ধে ইসরাইলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে?
গাঁজাখুরির তো একটা সীমা থাকা ধরকার।
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫৫
Spirit বলেছেন: *দরকার। (টাইপে ভুল)
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:০৫
জেনারেশন একাত্তর বলেছেন:
ব্রাদারহুড হচ্ছে আমাদের জামাত থেকে অনেক উগ্র রাজনৈতিক দল; তাদের সামরিক শাখা হলো হামাস। হামাসের জন্ম থেকে মুল ফাইন্যন্স ও বেতন দিচ্ছে ইরান। লন্ডন, ইউরোপ ও আমেরিকা থেকে ও সকল আরবদেশ থেকে টাকা নিয়ে হামাস রকট বানায়েছে ও টানেল করেছে।
পিএলও ইসরায়েলকে মেনে নিয়েছে, হামাস মানে না।