নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইস ম্যাকক্লাউড

নিজেকে blogger নয়, পাঠক পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।

এইস ম্যাকক্লাউড › বিস্তারিত পোস্টঃ

সাউথ্যাম্পটন টেস্ট এবং বাংলাদেশের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১:১৫

আজ সাউথ্যাম্পটনে শুরু হলো ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের ৩য় টেস্ট। সিরিজে ১-০ তে এগিয়ে ভারত। সর্বশেষ টেস্টে ৯৫ রানে হারার মধ্য দিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সম্পন্ন ৫টি টেস্টের সবকয়টিতে জয়বঞ্চিত হলো ইংল্যান্ড। সর্বশেষ জয়, প্রায় ১ বছর আগে, ১০ ম্যাচ আগে। দলের পাশাপাশি দলের জয়খরাতেও নেতৃত্ব দিচ্ছেন অ্যালিস্টার কুক :-P । সর্বশেষ হাফ সেঞ্চুরি ৯ ইনিংস আগে, সেঞ্চুরি পাননা ২৭ ইনিংস ও ১ বছরের বেশি সময় যাপত। সর্বশেষ টেস্টে হারার পর তার অধিনায়কত্ব ও ফর্ম আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়। মাথায় তিন টেস্টের আলটিমেটাম নিয়ে আজকের টেস্টে টস করতে নামেন। টস জিতে তিনি ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। দিন শেষে স্কোর ইংল্যান্ডঃ ২৪৭/২ (৯০ ওভার)। বোঝাই যাচ্ছে, ইংল্যান্ড বেশ ভালো অবস্থায় আছে। তার চেয়েও বড় কথা, কুকের রান খরায় ছেদ পরলো অবশেষে।তবে আরও অন্তত পাঁচটা রান করলে সেটা অসাধারণ হতো। যাই হোক, টেস্টের এখনও ৪ দিন বাকি আছে। তাই খেলার ফলাফল কি হবে তা সময়ই বলে দেবে, তবে এই টেস্টে এখন পর্যন্ত ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রাপ্তি কুকের রান খরার অবসান।



তবে, আমার লেখার বিষয় এটা নয়। আর কয়দিন পরেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। সফরকারী এই দলের সঙ্গী হবে প্রচন্ড চাপ। দুঃসময় থেকে বেরিয়ে আসার চাপ। এ বছর ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচের প্রায় সবগুলোতেই হেরেছে বাংলাদেশ, যার মধ্যে ১লা মার্চ ও ১৭ই জুনের হার দুটি ছিলো শোচনীয়।আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মাত্র দুটি জয়, তাও আফগানিস্তান ও নেপালের সাথে।এমনকি হংকং এর কাছেও পরাজিত হতে হয়েছে। সে তুলনায় টেস্টে তুলনামূলক ভালো অবস্থা হলেও জয় নেই একটিতেও, একমাত্র পরাজয়ও ইনিংস ব্যাবধানে। দলের অধিনায়ক মুশফিকুর রহিম কিন্তু বাংলাদেশের এই দুঃসময়ের আসলে নেতৃত্ব দিচ্ছেন ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। এ বছর খেলা ১৫ টি আন্তর্জাতিক ইনিংসের একটিতেও ৫০ পেরোতে পারেননি, সর্বোচ্চ স্কোর ৩১, দ্বিতীয় সর্বোচ্চ ৩০ যথাক্রমে ৪র্থ এবং ৫ম ও ৮ম ইনিংস যৌথভাবে। তার ফর্ম এতোটাই প্রশ্নবিদ্ধ ছিলো যে, সাকিবের নিষিদ্ধ হওয়ার ঘোষণার পর সারা দেশে ভার্চুয়াল জগতে বয়ে যাওয়া ঝড়ে দলে তামিমের অন্তর্ভুক্তি নিয়েও কথা উঠে।কারণ, সুতরাং ওয়েস্ট ইন্ডিজ সফরকালে অন্যান্য খেলোয়াড়দের চেয়ে তুলনামূলকভাবে তিনিই বেশি চাপে থাকবেন।তামিমের প্রতি তাই আমার একটাই অনুরোধ, অ্যালিস্টার কুকের কাছে থেকে শিক্ষা নিয়ে বাজে ফর্মের বৃত্ত থেকে বেরিয়ে এসে দলের উন্নতিতে অবদান রাখুন। এছাড়াও সফরকারী পুরো বাংলাদেশ দলের জন্য রইলো শুভকামনা। :)

তথ্যসূত্রঃ espncricinfo

[ব্রেকিং নিউজঃ মধ্যপ্রাচ্যে গতসন্ধ্যায় ঈদের চাঁদ দেখা গিয়েছে মানে আজ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর এবং আগামীকাল বাংলাদেশে। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক তবে বাংলাদেশে বসবাসরতদের জন্য এটা আগাম শুভেচ্ছা :P B-) ]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৫

খেলাঘর বলেছেন:


ক্রিকেট ভালোবাসি না; ক্রিকেট জগতে কি হচ্ছে কিছুই জানি না।

২| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


কেটে গেছে অনেক সময়; নতুন কিছু লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.