নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আড্ডা

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

আড্ডাবাজ

আড্ডাবাজ › বিস্তারিত পোস্টঃ

ব্ল্লগে সংকট কি পরিকল্পিত?

০৫ ই জানুয়ারি, ২০০৭ রাত ১০:২৩

ব্ল্লগের অবস্থা যাচ্ছে তাই। নোংরামি চলছে। ইচ্ছে মতো নিক নেইম নিয়ে পোস্ট চলছে। এক ধরণের অসুস্থতা ও অপরিচ্ছন্নতার ছড়িয়ে সুস্থ মননকে নির্বাসনের অপচেস্টা চলছে। নেপথ্যের কারণ বের করার কোন ইচ্ছে বা রুচি আমার নেই। তবে অপচেস্টা যে খুব ইচ্ছাকৃত ও সুপরিকল্পিত তা স্পস্ট হয়ে উঠছে। এর প্রতিকার নিয়ে নির্বিকার ও নিরাসক্ত মনোভাব বেশ রহস্যজনক ও আপওিকর। যারা নিয়মিত আড্ডা পড়েন তাদেরকে অনুরোধ জানাব আমার ইউনিকোড বাংলা ব্ল্লগে গিয়ে পড়তে। আমি চেস্টা করব আড্ডার পোস্ট ব্ল্লগস্পটে একইসাথে প্রকাশ করতে।



আপনাদের জন্য আড্ডার ঠিকানা হচ্ছে: [link|http://uniadda.blogspot.com/| BDwbAv

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:২৮

অতিথি বলেছেন: আমারও কেমন জানি মনে হচ্ছে । শেষ পর্যন্ত রাইখসটাগে আগুন দেবার দায় কার ঘাড়ে পড়ে স্টোই ঘটনা...

২| ০৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৩৪

অতিথি বলেছেন: এত জটিল 'ভাবনা' ভাবতে পারেন, আর ভাবতে পারেন না কিছু sick মানুষ আছে যাদের চিকিৎসা সবার একসাথে করা দরকার?

আল্লাহ আপনার মঙ্গল করুক। পরিকল্পনা যারই হোক, ফাঁস করে দিক।

আপনার সবচেয়ে রাজনৈতিক পোস্টটা আজকে পড়লাম :)

ধন্য আপনার রাজনৈতিক মন।

৩| ০৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৩৭

অতিথি বলেছেন: [গাঢ়] ব্লাডি সিভিলিয়ানদের কলুষিত করে জলপাই শাসন হালাল করা হোক [/গাঢ়]

৪| ০৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৩৯

হযবরল বলেছেন: কেউ একজন ইচ্ছা করে গোলায় আগুন দিচ্ছে, গেরস্ত এখন এই পাইরোম্যানিয়াক'কে ধরতে পারলে হয়।

৫| ০৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৪১

অতিথি বলেছেন: আওয়ামী লীগ কিনা পারে। এই পোষ্টটা রাসেল আষ্টুর চ রেটেড পোষ্টগুলোকে হারিয়েছে। ধন্য এই না মুক্তিযুদ্ধের আদর্শ।

৬| ০৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৪৬

অতিথি বলেছেন: সাব্বাশ মুক্তি। ভালো কথায়ও আজকাল গাএদাহ বেশ স্পস্ট। সবজায়গায় রাজনীতির গন্ধ খোঁজেন যখন পরিচ্ছন্নতার দরকার সবচেয়ে বেশী...

৭| ০৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৪৮

হযবরল বলেছেন: আড্ডাবাজের এই পোস্টে কি দেখলো বুঝলাম না।

৮| ০৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৪৮

অতিথি বলেছেন: আড্ডাবাজ,
মজার মন্তব্য। আমি তো দেখলাম আপনিও এই ঘটনায় রাজনীতির গন্ধ পেলেন। তাহলে 'সবজায়গায় রাজনীতির গন্ধ খোজেন যখন পরিচ্ছন্নতার দরকার সবচেয়ে বেশি' এই কথাটা আয়রনিক্যাল হয়ে গেল না?

৯| ০৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৪৯

অমি রহমান পিয়াল বলেছেন: জটিল আড্ডাবাজ @ সহমত।

১০| ০৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৫১

অতিথি বলেছেন: এতক্ষনে মডুরাম হাই তোলিলেন!

১১| ০৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৫৪

অতিথি বলেছেন: আমি নতুন আসিয়াছি। এখনো দলাদলিতে সুবিধা করে উঠতে পারছিনা। বলা যায় এখনো নিরপেক্ষ আছি!!! এখানে দলাদলি দেখিয়া মুগ্ধ হইয়াছি। গুয়ের মধ্যে বসবাস করে যেমন পবিত্র থাকা সম্ভব হয়না তেমনি এখানে নিরপেক্ষ অবস্থায় থাকা অসম্ভব। তাই সবার কাছে আকুল আবেদন আমার জন্য দোয়া করবেন। আগামী একমাসের মধ্যেই আমি দল গঠন করিয়া ফেলিব।

১২| ০৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৫৪

অতিথি বলেছেন: কিছুই দেখিনি ভাই।

ক্ষমা চাইছি রাজনীতির গন্ধ খোজার জন্য। ক্ষমা অবশ্যই চাওয়া দরকার কারন কারো রাজনৈতিক লেখাতে রাজনীতি খুজতে যাওয়াটাও একটা রাজনীতি। সাথে সাথে চাইছি আপনাদের মতো রাজনীতিবীদদের কাছ থেকে নিস্তার।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৫৫

হযবরল বলেছেন: মডুরাম আউলা হয়ে গেছে সাম্প্রতিক কমেন্ট অপহরিত ।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৫৭

অতিথি বলেছেন: নিজের এবং অন্যদের পছন্দের লে খা গুলো এখনই বেকআপ নিতে হবে ।
অপ হরনের হাওয়া বইছে..............!

১৫| ০৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:২৩

অতিথি বলেছেন: পোস্টটা ব্লগস্পটেও দিয়ে দিলাম। ব্লগ আবার প্রায় অদৃশ্য হয়ে যায়। অন্তত: যারা নিয়মিত পড়েন তাদেরকে নিরাশ করতে চাই না। ধন্যবাদ সবাইকে।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৬

অতিথি বলেছেন: সমস্যা হলো, এদের যড়যন্ত্রের কাছা খুলে গিয়ে পাছা এখন উন্মুক্ত হয়ে গেছে। ভন্ড নিকধারীকে প্রথমে আমদানী করা হয়েছে, ব্লগে যে মডারেশন প্রয়োজন, সেটা প্রতিষ্ঠা করতে। সেই প্রচেষ্টা কেচে গেছে। ফলাফল কারো কোনো কথার জবাব না নিয়ে বা পাবলিকের মতামত নেয়ার পরেও রেজালট না জানিয়ে অদৃশ্য মডুরাম নিয়োগ।

এই অদৃশ্য মডুরামেরা আবার ভুদাই। ভন্ডের পোস্ট মডারেট না করে প্রমাণ করতে চাইছে যে, তাদের উপস্থিতি নাই। আবার সাদিকের কমেন্ট; কিংবা চোরের পোস্ট ডিলিট মারার মত আবালকর্মও করে যাচ্ছে।

প্রিয় ষড়যন্ত্রকারীরা, আপনাদের পাছা বেরিয়ে গেছে। ওটাকে আর রাখঢাক না করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.