নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিয়াকত আলী সোহাগ

আমি একজন মানুষ

লিয়াকত আলী সোহাগ › বিস্তারিত পোস্টঃ

আমার কবিতা-২

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১

..........তুমি আসবে বলে.........

তুমি আসবে বলে,
আকাশটা জুড়ে মেঘদলেরা করছে ছুটাছুটি,

কাননে ফুটেছে ফুল,
বাতাসে সুমিষ্ট ঘ্রাণের মাতামাতি,
আজিকে একটি ফুলেও বসেনি কোন প্রজাপতি,
উত্‍সর্গ সবগুলো ফুল তোমার প্রতি ।

আজ সুমধুর স্বরে গাইছে পাখিরা গান,
শুধু একবার তোমার কন্ঠে শুনার আশায়,
যে গান জুড়াবে মন-প্রাণ।

শুধু তুমি আসবে বলে,
হঠাত্‍ চারিদিকে কোলাহল গেছে থেমে ,
সূর্যিমামা গগন হতে এসেছে নেমে,
শুধু একনজর, তোমায় দেখবে বলে।

এখনো ঘাসের উপর শিশির ফোটাগুলো,
তাকিয়ে রয়েছে চারিদিকে এলোমেলো ,
তোমার পদস্পর্শে পূর্ণ হবে নিজের শুন্যতা,
আসবে মনের ভিতরে অনাবিল পূর্ণতা।

আর মরুভুমির শুষ্ক ও
পিপাসার্ত বালির ন্যায়,
আমি রই তাকিয়ে,
তোমার পথ পানে চেয়ে,
দুঃখ কষ্টগুলোকে নেব ভিজিয়ে,
তোমার ভালবাসায় সিক্ত হয়ে।

হে প্রিয়তমা, শুধু একবার এসো তুমি,
এসো, হৃদয়ের যত উষ্ণতাকে চুমি,
সিক্ত করে দাও মোর অনুর্বর মনভুমি,
আমি ফুটাব সেখানে, কতশত ভালবাসার ফুল,
রঙ্গিন ভাবনায় ভাসব দুজনায়,
সাঁজাব জীবন নির্ভুল ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.