![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজন ও শায়মার কবিতার জন্য অনুরোধে -------------------------------------
প্রতি রাতে বধু সাজি
সাজি প্রতি রজনীর সোহাগী
সভ্য সাধু সমাজে পতিতা আমি
অশ্লীল ভাষায় নাকি হই বেশ্যা ।
আমা দেহ পরে পুরুষ চড়ে
দীর্ঘ , হ্রস্ব , সবল , দুর্বল
লোমশ ,সীমার
চাঁছা ছোলা গোঁফের বাহার
কড়া জর্দা খেকো
মদ্যপ নেশায় চুর
সুগন্ধিময় ভুরভুর ।
কেঁউ নেয় কাম নিশ্চল
কেঁউ কেঁউ ভালবেসে বলে
এই চল বাধি সুখের ঘর
কেঁউ বলে চলে দজ্জাল ঘরনীর কথা ।
আসে আঁকিয়ে , নেকা জোকা কবি
বড় দুর্বল পুরুষ তারা
প্রেমে মজে - নিয়ে ভরা রসের হাড়ি
আসে পুলিশ চড়ে ফাও
বড় আবদার লম্বা একখান চুমু খাও ।
জীবন কাটে আঁধারে
চাঁদবিহীন নদীতে
পালহীন নাওয়ে
কোটি কোটি তারা গুনে
মাঝে মধ্যে সখ হয়
বীর্যবানের বংশ ধরি
কোল জুড়ে আসুক পূর্ণ চাঁদ !
ছিনালের আবার এতো শখ
আসে তেড়ে শাশ্বত সমাজ
বন্ধ হয় অর্গল
যোনিতে প্রবেশে শেকড়
মুখচাপা লাল গামছায়
গোঙ্গানির শব্দ বাতাসে মিলায়
গর্ভপাত হয় থকথকে লাল ভ্রূণ ।
যতদিন থাকবে তোর
এই পিনোন্নত যৌবন
ততদিন নেই নিস্তার
তুই কামিনী , যাপিত জীবন তোর
ধরিত্রী দেবেনা আশ্রয়
বৃক্ষ দেবেনা ছায়া
তারাও তোর মতো তাপিত
যাপিত ছিনাল ।
ঢলে পড়া স্তন আর
কুঁচকানো চামড়ায়
ফুটপাত হবে শেষ আশ্রয়
পুজোর ভোগ তুই দেবতার
প্রতিদিন নিয়ে ফলাহার
মাগবি দাড়িয়ে দোরগোড়ায়
স্বর্গ থেকে ধেয়ে আসা অবতার।
মরনেও মিলবেনা মাটি
মিলবে জলভাসি চাঁদ হীন রাতে
কদলি ভেলায় প্রদীপ নেভা অনন্ত যাত্রা ।।
সর্ব সত্ত্ব ঃ শাহ আজিজ । প্রথম প্রকাশ ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৮
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ গোবিন্দ ।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
এখন ব্যস্ত আছি, পরে এসে কথা বলবো।
ভাল থাকুন।
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ বিজন ।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
শায়মা বলেছেন: আমি কি কবিতার জন্য অনুরোধ করেছিলাম নাকি!!
মনে পড়ছে না।
তবে হ্যাঁ তুমি এত বিদ্রোহী কবি স্টাইলে কবিতা লেখো সত্যিই জানতাম না ভাইয়া।
তোমার কবিতা আমাকে মনে করিয়ে দিলো
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৩
শাহ আজিজ বলেছেন: কিছু একটা লিখেছিলে যার সাথে বিজনের লেখার মিল আছে , ভুলও হতে পারে , বুড়ো হয়েছি না !
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৪
শাহ আজিজ বলেছেন: চমৎকার শায়মা ।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৫
সৈয়দ কুতুব বলেছেন: এ কি লিখলেন ! থরথর করে কাপিয়া উঠলাম।
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৪
শাহ আজিজ বলেছেন: শরবত খান এক গ্লাস।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৯
বিজন রয় বলেছেন: যেহেতু আমার জন্য এই কবিতা তাই এটা প্রিয়তে থাকুক।
আমার জন্য ২দিন আগে একটি কবিতা পোস্ট করেছিলেন সেখানে শায়মা কিছু বলেছিল।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪২
বিজন রয় বলেছেন: না না ওখানে নয়, আপনার কোন পোস্টে আমি কবিতা লিখতে অনুরোধ করেছিলাম। সেখানে শায়মা কিছু বলেছিল, আমি ভুলে গিয়েছি।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৫
বিজন রয় বলেছেন: খুঁজে পেয়েছি, আপনার এই পোস্টে কিছু কথা হয়েছিল, শাহ সাহেবের ডায়রি ।। আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে চাঁদ!
খুঁজে পেয়েছি, আপনার এই পোস্টে কিছু কথা হয়েছিল, শাহ সাহেবের ডায়রি ।। আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে চাঁদ!
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৪
শাহ আজিজ বলেছেন: বাহ , বেশ
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৯
শায়মা বলেছেন: হায়রে কোথায় কি বলেছিলাম মনে পড়ছে না!!!!!!!
Click This Link target='_blank' >এতদিনে সত্যিই পরানের বান্ধবরে হয়ে গেলাম দেখছি!!!!!!
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫১
শায়মা বলেছেন: ওহ আমি শুধু ভেবেছিলাম চাঁদ দূরে সরে গেলে কবিরা কবিতা লিখবে কেমনে!!!
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৩
শাহ আজিজ বলেছেন:
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৩
শায়মা বলেছেন: যাক সেই কমেন্টে শাহ আজিজ ভাইয়াকে কবিরূপে পুনরায় পাওয়া হলো!!!!
)
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৬
শাহ আজিজ বলেছেন: আদর তোমায় অনেক আদর
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৩
গোবিন্দলগোবেচারা বলেছেন: সুন্দর কবিতা, হাংরিয়েলিস্ট আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়।