নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিয়াকত আলী সোহাগ

আমি একজন মানুষ

লিয়াকত আলী সোহাগ › বিস্তারিত পোস্টঃ

আমার কবিতা-৬

০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:০৫

..................কষ্টের সমাপ্তি.................

কতইনা ঘুরেছি নগরে-নগরে হাতে একগাদা কষ্টফুল নিয়ে,

দীনহীন জীবন কাটিয়েছি পথে পথে,

কষ্টের হাটে হাটে ফেরি করে ঘুরেছি,

একটুখানি কষ্ট বেচব বলে ।

কেউ কষ্টগুলো কিনে নিবে, আমাকে মুক্তি দিবে ।

কোন রুপবতী এসে বলবে, আপনার কষ্টগুলো কি আমার কাছে বেচবেন?

কষ্টগুলো কি আপনি সইতে পারবেন ? আমি বলব ।

সইতে পারি আর না পারি শেয়ার করতে পারবতো ।
না কেউ বললো না ।

আমার কষ্ট আমার কাছেই রয়ে গেল ।

দিনে দিনে কষ্ট বেড়েই চলল ।

একদিন, একাকি নিঃস্তব্দ মহুর্তে আলো-আধারের মিলনক্ষণে,

কষ্টের ভার এতোই বেড়েছিল যে, আর পারছিলাম না ।

কোলাহলপূর্ণ রাস্তার বাঁকে ,
চারিদিকে তাকিয়ে আছি আমি,

মনে হচ্ছে কেউ আপন নয়,
সবাই নিজেকে নিয়েই ব্যস্ত ।

কাঁদতেও পারছি না, চোখের অশ্রু আগেই শুকিয়েছে ।

কষ্ট বের হতে পারছে না, বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল ।

মাখাটা ঘুরে যাচ্ছে,বুকে প্রচন্ড কষ্ট,আর পারলাম না বসে পড়লাম।

এভাবে কত সময় যে পাড় হলো,
তা দেখার শক্তিটুকুও নেই ।

হঠাত্‍,
এক অপ্সরা আমার হাতে তার কোমল হাতটি ছুয়ে দিল ।

আমি চমকে উঠলাম, কে ? কে ?

উঠুন আপনি । আমি আপনাকে বাসায় পৌছে দিচ্ছি ।

অস্পস্ট আলোতে পরিস্কার দেখতে পাচ্ছিলাম না,

কিন্তু তার কোমল হাতের ছোয়া আমার মনপ্রাণ ছুয়ে দিল ।

কে তুমি মহীয়সী, প্রেমময়ী !
আমার কল্পনার সেই নারী ,

কাঁদতে পারিনি সেদিনও,
শুধু চোখের ধার বেয়ে ঝরে পড়েছিল একবিন্দু অশ্রুফোটা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.