নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিজিবিজি ছড়া কাটি রাতে দিনে খোঁটা খাই। নিলাজী আমার মতো পুরো দেশে আর নাই।

অদিতি চক্রবর্তী

আবলুশি ফাঁকে খুঁজলে আমাকে ভূমিকায় পাবে নূতন ভুল/ দহনের ঋণ কীযে সঙ্গীন ভ্রান্তির বুকে ফোটায় হুল।

অদিতি চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

হুইলচেয়ার

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৪

মা তোমাকে -
বছর দুই হ'লো তুমি বন্ধুকাকুর হাত ধরে ঘর ছেড়েছো
আমার জন্মদিনে প্রতিবারের মতো আবারো তোমায় লিখছি ।
উত্তর দিওনা মা ... আর দেবেই বা কিকরে বলো !
দমকা হাওয়া যে থিতু হবার নয় ,
সে শুধুই ওড়াতেই জানে ।
আমি দিব্যি আছি, আমারো দুই বন্ধু আছে ।
বাবা সাতসকালে দুধে ভেজা কর্ণফেক্স হাতে,
টেবিলে ভাত-তরকারী ঢেকে অফিসে গেছে।
সকাল দশটায় রেণুদিদি আমাকে ...
রাত দশটায় মালা পিসি বাবাকে পড়াতে আসে ।
মা, আমি তোমার আর বাবার কাছে অনেক আদর করতে শিখেছি ।
বেঁচে থাকতে বোধহয় আদর করাটা খুব দরকারি তাই না ?
জানো মা , সেদিন ডাক্তার কাকু বাবাকে বলেছে আমি নাকি আর ক'মাসের মেহমান
সেকথা শুনে মালাপিসি বাবার জন্য উলের পুলওভার বানানো শুরু করেছে ।
কত রং এ ঠাসা আর কি ভীষণ সুন্দর বুনট তার !
আমিও দরজার আড়াল থেকে ডাক্তারকাকুর সব কথা শুনেছি।
মেহমান মানে কি মা ? খুব ভালো কিছু তাইনা ?
মালা পিসি আজকাল আমাকে উলের গোলার সাথে রং মিলিয়ে হরেক
ওষুধ খাইয়ে দেয় ।
আমার খুউব বাঁচতে ইচ্ছে করে যে মা...
আমি বেঁচে থাকা শিখতে আমার দুই বন্ধুকেও খুব আদর করি
আমার সোনা... জানলা পুপু আর হুইল চেয়ার ।
কিন্তু মা, আমার তোমাদের মতো 'আসসালামুয়ালাইকুম-ওয়ালাইকুম আসসালাম'
হয়না ।
- ইতি তোমার খোকনসোনা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: কবিতা পড়তে পড়তে কোথায় যেন হারায়ে গেলাম! এখনো এই ঘোরপ্যাচ থেকে বের হওয়ার চেষ্টা করছি দিদি। :``>>

২| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১:২৫

অদিতি চক্রবর্তী বলেছেন: ইফতেখার,,, বের হওনের কাম কি? মাছের মতো খাবি খান বারকয়,তবুও তো বুঝবো কেউ একজন আয়া পড়সে আমার ব্লগে,,,,নইলে আর কারো টিকিডাই নাই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.