![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবলুশি ফাঁকে খুঁজলে আমাকে ভূমিকায় পাবে নূতন ভুল/ দহনের ঋণ কীযে সঙ্গীন ভ্রান্তির বুকে ফোটায় হুল।
স্নানের খেয়াল জুড়ে বাথটব বসালেই ফেনা শুধু ফেনা
তুমিতো জানোনা
কতটা রঙিন চোখে বেশ ক'টি গাঢ় দাগ রয়ে গেছে চেনা।
মনে করো এই যে তোমার সংসার,সমাজ
না মৃত্যু, না অনাঘ্রাত প্রাণ
লেবুপাতার ঘ্রাণ মাখা কোনো সহোদর
তোমার তুমিকে বেচে উহারাও পরীর বাগান।
ধানদুধ জমে জমে গোল শস্যদানা
কাজলটানা শীত ভোর
ঘরদোর জেনে নেয় নামগোত্রহীন হারাকিরি
প্রজাপতি জন্মরহস্য, নাবিকের বৈঠার জোড়।
স্নানের খেয়াল জুড়ে ঘেমে নেয়ে নাভিমূল কূলহীন কবির শহরে
ঠাণ্ডা চায়ের ভাঁড়ে সর হয়ে ভাসে সম্মোহন---
কুৎসার রুটিগাছ বীজ ঢালে পার্বণের মধ্যদুপুরে।
২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৪
অদিতি চক্রবর্তী বলেছেন: রাজপুত্র,,, তোমারে আমার খুউব পছন্দ হইছে।
২| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: শব্দদের পছন্দ হইছে।
২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৫
অদিতি চক্রবর্তী বলেছেন: দিশেহারা কেন গো তুমি রাজপুত্তুর?
৩| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৩
ইন্দ্রনাথ বলেছেন: আমাকে পছন্দ হয় নাই?
তবে আপনার কবিতা আমার খুব পছন্দ হয়েছে।
৪| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দিশেটারে টেবিলের উপর রাখছিলাম। পরে আর পাই নি। হারায় গেছে।
২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৫
অদিতি চক্রবর্তী বলেছেন: "হার মানা হার পরাবো তোমার গলে" রাজপুত্র
৫| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৭
আহমেদ জী এস বলেছেন: অদিতি চক্রবর্তী ,
আরও একটু ভালো করা যেত মনে হয় ।
প্রথম তিনটি লাইন সুন্দর ।
কুৎসার রুটিগাছ শুধু বীজ-ই ঢালেনা , কুৎসিত চারাগাছেরও জন্ম দেয়; আরপর একদিন মহীরুহ................
২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৯
অদিতি চক্রবর্তী বলেছেন: আহমেদ ভাই,,, কেউ কেউ নিজের জীবন ইচ্ছাকৃত গসিপ করে,,, রুটিরুজি র খাতিরে। তাদের স্নান আমাদের মতো সাধারণ মানুষের চেয়ে আলাদা,,, প্রাত্যহিকী নয়।
৬| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩১
সুমন কর বলেছেন: এবার আমার কাছে, মোটামুটি লাগল।
২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫১
অদিতি চক্রবর্তী বলেছেন: সুমন আপনাকে বাংলার কবিতা সাইটে পেয়েছি,,, তাইনা? ভালো থাকুন। আশা করি পরের পোষ্ট আপনার মনোমতো হবে।
৭| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:২৭
অরুনি মায়া অনু বলেছেন: অনেক শব্দের সমাহার। সুন্দর
২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫২
অদিতি চক্রবর্তী বলেছেন: অনু,,, শুভেচ্ছা নিও বোন।
৮| ২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১০
রেজাউলকরিমবাবলু বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম।
২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৩
অদিতি চক্রবর্তী বলেছেন: ভালো থাকুন বাবলু
৯| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩৪
আবুল হায়াত রকি বলেছেন: খুব সুন্দর দিদি। লেখাতে প্লাস।
২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৪
অদিতি চক্রবর্তী বলেছেন: আবুল এবার ঠিকটাক জায়গায় উত্তর শিখেগেছি গো
১০| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছুটা দুর্বোধ্য । সময় নিয়ে পড়লে সুন্দর !!!
২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৬
অদিতি চক্রবর্তী বলেছেন: লিটন ভাই এটা একটি জীবন দর্শনের কথা নিয়ে কবিতা। এবার সকলের দর্শন একরকম হয়না। তাই সময় লাগবেই বুঝতে।
১১| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা কেন ভাল লেগেছে এটা আমি বুঝিয়ে বলতে পারি না
২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৯
অদিতি চক্রবর্তী বলেছেন: আমিও বোঝাতে পারিনা সোহেল ভাই,,, কিছু কবিতা চোখে জ্বালা ধরায়, কিছু আবার নালা নর্দমার গন্ধ। কিছু কবিতা যুঁই এর সুবাস, কিছুতে হৃদয়ে ছন্দ।
১২| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৫
অদৃশ্য বলেছেন:
ভালো লাগলো...
শুভকামনা...
২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:০০
অদিতি চক্রবর্তী বলেছেন: আমার বাগানের একমুঠো বেলীফুল আপনাকে দিলাম অদৃশ্য
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: শব্দদের পছন্দ হইছে।