নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিজিবিজি ছড়া কাটি রাতে দিনে খোঁটা খাই। নিলাজী আমার মতো পুরো দেশে আর নাই।

অদিতি চক্রবর্তী

আবলুশি ফাঁকে খুঁজলে আমাকে ভূমিকায় পাবে নূতন ভুল/ দহনের ঋণ কীযে সঙ্গীন ভ্রান্তির বুকে ফোটায় হুল।

অদিতি চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

মেডুসার উৎসব

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৯


অপেক্ষা গোড়ালি বেয়ে পথ হয়ে
যেই এসে দাঁড়িয়েছে মেঠো ঘাসে
সহাস্যে বলেছিলে -এইবার তবে রহস্য
রোমাঞ্চ লেখা হোক
আনচান মন ভাবেনি তখন
বলবে কি জগতের লোক
সমস্ত সম্বল টেনে একচেটিয়ায়
ক্লিভেজের নিখুঁত প্রদেশে
সমভ্রমের অজুহাতে রেখেছ
লুঠতরাজী পটু একটি অশোক
নিজস্ব আড়ালঘেরে কড়কড়ে
মারিজুয়ানার নেশাতুর ঢোঁক ।
তারপর নুনঘামে সৌখিনবোধ উদোম
জলের প্রতিচ্ছবিতে ব্যক্তিগত
বিছানার রেতস্হলন - ঝুমচাষ -স্তব
প্রতিরাতে ক্যানভাসে ফেলি একদলা নীল ,
সাদা ফুলে আঁকা হয় মেডুসার উৎসব ।

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৫

অনর্থদর্শী বলেছেন: মেডুসা বলতে কি আপনি গ্রিক মাইথলজির 'মেডুসা'কে বুঝিয়েছেন?

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৯

অদিতি চক্রবর্তী বলেছেন: হুম গো,,, গ্রীক মাইথোলজির মেডুসা এখানে উপলক্ষ, লক্ষ হলো রোজের মেডুসার রণনীতি।

২| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩০

অনর্থদর্শী বলেছেন: তবে এই মেডুসাকেও কি ভালোবাসার জন্য দেবতার কোপে অভিশপ্ত হতে হয়?

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৫

অদিতি চক্রবর্তী বলেছেন: মেডুসাকে কোপে পড়তেই হবে কেননা সে অভিশপ্ত

৩| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১১

আবুল হায়াত রকি বলেছেন: অসাধারণ দিদি কিন্তু ছবিটা নীল হয়ে আসছে !

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৭

অদিতি চক্রবর্তী বলেছেন: ছবিটা কাল চেয়ে নিয়েছি ব্লগার বন্ধু অশ্রুকারিগরের থেকে।

৪| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা আমি বরাবরই কম বুঝি, তবু শুভেচ্ছা জানিয়ে গেলাম আপু

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৮

অদিতি চক্রবর্তী বলেছেন: সাদা মনের মানুষ,,, আপনার তোলা সব ছবিতেই কবিতা লেখা আছে। আমি গত সাত দিনে আপনার ব্লগ ঘেঁটে বুঝেছি সেটা। গতবছর পুজোর ছুটিতে ভুটান গেছিলাম, ড্রুকথিয়াল জং দেখেছি,,,তখন যদি আপনাকে পেতাম, বেশ হতো!

৫| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:১১

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪২

অদিতি চক্রবর্তী বলেছেন: যাক বাবা সুমনকে বলেছিলাম পরের লেখা ভালোলাগবে, কথা রেখেছি তবে।

৬| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:২১

জেন রসি বলেছেন: মিথ আর কবিতার মাখামাখি বেশ চমৎকার হয়েছে।

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৫

অদিতি চক্রবর্তী বলেছেন: হুম গো জেন,,, মিথ যখন যাপনের রাত বালিশে আমাদের প্রতি ঘরে,,,, আমার তোমার দেহের চরে,,
, তখন মেডুসা খোলস ছাড়ে।

৭| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৩:২৪

শেয়াল বলেছেন: মেডুসা নাম হুনলেই গা গিন গিন কইরা উঠে

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৫

অদিতি চক্রবর্তী বলেছেন: হুক্কা হুয়া,,,, তুঝকো ক্যায়া হুয়া!!!

৮| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৩:৪৫

মেহেদী রবিন বলেছেন: কবিতা পড়েছি, মুগ্ধ হয়েছি এবং এটুকু বুঝতে পেরেছি, , আপনার কাছ থেকে কবিতা সম্পর্কে আমার অনেক কিছু শেখার আছে।

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৬

অদিতি চক্রবর্তী বলেছেন: রবিন আমার সাথে থাকুন, আপনাকে পাশে পেয়ে আমিও ঋদ্ধ হতে চাই

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১২

অদিতি চক্রবর্তী বলেছেন: রবিন আমার আগের পোষ্ট গুলো পড়ে দেখার অনুরোধ রাখলাম।

৯| ৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৩০

রুদ্র জাহেদ বলেছেন: দুর্বোধ্য কিছুটা।চমৎকার আবেশে কয়েকবার পড়লাম

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৯

অদিতি চক্রবর্তী বলেছেন: রুদ্র,,, আমি গ্রীক মাইথোলজির মেডুসাকে বিছানায় শুইয়েছি। দেখুন কেমন দেখায়।

১০| ৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৪৩

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: মিথটা জানলে স্বাদ পেতাম , খেয়ে গেলাম।

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১১

অদিতি চক্রবর্তী বলেছেন: গ্রীক মিথের একটি শাপগ্রস্ত দানবী মেডুসা। যার চুলগুলি সব সাপ। সে যার দিকে তাকায়, সে তখুনি পাথর হয়ে যায়।

১১| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৮

অশ্রুকারিগর বলেছেন: মেডুসাকে বধ করতে হারকিউলিসকে দরকার।

ছড়া সহজে বুঝি, কবিতা একটু কম বুঝি। কাব্য সমঝদারেরা যখন প্রশংসা করতেছে তাহলে নিশ্চয়ই ভালো হয়েছে।

কবিতায় প্লাস দিলাম।

৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৩

অদিতি চক্রবর্তী বলেছেন: অশ্রুকারিগর আপনারে ফেসবুকে সার্চ দিয়া হয়রাণ। আমারে নক্ করেন তো ফেসবুকে। অনেক কিছু জিগাবার আছে।

১২| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্যাপারটা অন্ধকারেই সম্ভব।

কবিতা সুন্দর হয়েছে।

৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৬

অদিতি চক্রবর্তী বলেছেন: রাজপুতুর,,, জ্ঞান যে দেখি টনটনে,,, কাজ হবেনা লণ্ঠনে,,,, মোমবাতিটাও দপদপে,,, করব কি ভাই খুব চাপে!!

১৩| ৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কবিতা কম বুঝি।তবুও লেখনী দেখে মনে হচ্ছে গভীর কিছু ইংগিত করা হয়েছে।অর্থ মাথার উপর দিয়ে গেলেও লেখাগুলো ঠিকই হৃদয় ছুয়ে গেছে

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:১৫

অদিতি চক্রবর্তী বলেছেন: ফয়েজ ভাই গুগলে সার্চ দিয়ে মেডুসা একটু পড়ে নিন। সব পরিস্কার হয়ে যাবে।

১৪| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৬

অশ্রুকারিগর বলেছেন: হয়রান ? আমার ফেবু লিংক তো ব্লগেই দেওয়া আছে। নক করেছি আপনাকে।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:১৪

অদিতি চক্রবর্তী বলেছেন: ফেবুতে কি একই নাম? পেলামনাতো!!

১৫| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:১৪

অশ্রুকারিগর বলেছেন: চেক মেসেজ রিকোয়েস্ট। না একই নামে না। https://www.facebook.com/Creative.Idiot

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.