![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবলুশি ফাঁকে খুঁজলে আমাকে ভূমিকায় পাবে নূতন ভুল/ দহনের ঋণ কীযে সঙ্গীন ভ্রান্তির বুকে ফোটায় হুল।
পড়ন্ত বেলায় কাটে প্রতীক্ষিত ভোর
খুঁটখোলা আঁচলের এলোমেলো ঘোর
পুজো আসে পুজো যায় সাড়া মেলেনা
বয়সের সাথে বাড়ে স্মৃতিচারণা
গরম ভাতের গ্রাসে বিস্বাদ মুখ
আপনজনার ছোঁয়া নাই এতোটুক
প্রথম প্রথম ছেলে টাকা পাঠাতো
টালবাহানাতে তাও আজ বিগত
শ্বাসবায়ু বয়ে যায় আপন সুরে
জীবন সন্ধ্যা কেঁদে চলে ডুকরে
লম্বা লম্বা গাছে ছেয়ে লতাপাতা
একঠাঁয় চোখ চেয়ে থাকে সুজাতা
খঞ্জনী,গুরুদেব আর করতাল
এই নিয়ে ভুলে থাকা মায়াময় কাল
একদিন প্রিয় ছিলো সাতরঙা শাড়ি
প্রতি রঙে টগবগে এক্কাগাড়ি
টগবগে ঘোড়া দিলো জোড়া পায়ে লাফ
আজো লাফ ছুটে আসে ফেলে দিতে ঝাঁপ
কান পাতে এই বুঝি বাজে রিংটোন
ছেলে বলেছিলো,"পুজোতে আসবোখন"
পুজো আসে পুজো যায় একঘেয়েমিতে
কভার পাল্টে ফোন শুয়েছে চিৎ- এ
পশ্চিম রোদ আসে খেতে গড়াগড়ি
সুজাতা নিঃশব্দ এক মহানগরী।
০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:১০
অদিতি চক্রবর্তী বলেছেন: ইমরাণ ভাই!
২| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫২
মশিউর বেষ্ট বলেছেন: বেদনাদায়ক ভালোলাগা লেখা। ধন্যবাদ আপনাকে।
০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:১০
অদিতি চক্রবর্তী বলেছেন: মশিউর ভাই!
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৫
অদিতি চক্রবর্তী বলেছেন: মশিউর,,, মল্লার পত্রিকার খবর জানিও
৩| ০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:১১
অদিতি চক্রবর্তী বলেছেন: সুমন ভাই!
৪| ০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: শেষের দিকটায় এসে কেমন যেন বুড়ো হয়ে গেল কবিতাটি, ভালইতো এগোচ্ছিলো!
০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:১৫
অদিতি চক্রবর্তী বলেছেন: আসিফ ভাই,,, বুড়োটে কবিতা
৫| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৩৮
আবুল হায়াত রকি বলেছেন: সুন্দর হয়েছে দিদি।
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৪
অদিতি চক্রবর্তী বলেছেন: রকি ভাই ভালোবাসা নিও
৬| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৪৮
কবীর বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ,ধন্যবাদ
ভালো থাকুন দিদি।
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৪
অদিতি চক্রবর্তী বলেছেন: আপনিও খুব ভালো থাকুন কবীর ভাই
৭| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসুন্দরের সুন্দর উপস্থাপন।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৩
ইমরান আল হাদী বলেছেন: করুন বিষাদে ছেয়ে যায় মন।
কবিতায় ভাললাগা, মুগ্ধতা।