নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিজিবিজি ছড়া কাটি রাতে দিনে খোঁটা খাই। নিলাজী আমার মতো পুরো দেশে আর নাই।

অদিতি চক্রবর্তী

আবলুশি ফাঁকে খুঁজলে আমাকে ভূমিকায় পাবে নূতন ভুল/ দহনের ঋণ কীযে সঙ্গীন ভ্রান্তির বুকে ফোটায় হুল।

অদিতি চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

চিতা

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১০



একখানি চিতা জ্বালিয়ে রেখেছে মন
ধিকিধিকি করে রোজ সে আগুন খায়
কখনো নিভু কখনো বা দাউদাউ
জানিস্ চিতাও শান্তির জল চায়!
কান পেতে শুনি আগুনের প্রিয় নাম
চোখমেলা চোখে ফুলকির রক্তিম
জিভ গলে গলে তিতকুটে লালারস
জানিস্ চিতাটা জ্বলে কেন দ্রিমদ্রিম ?
কি নাম, কি নাম, ভেবে হলি দিশাহারা
নাম জমা আছে শতাধিক প্রান্তরে
একই জলধারা যে রক্তদাগ মোছে
সেই জল চোখ চিবুকে উপচে ঝরে
কালোকালো ধোঁয়া আকাশের নীল খায়
কালোকালো ধোঁয়া সবুজ পাতার ক্ষত
কালো ধোঁয়া ঢেকে রোদ চশমায় মুখ
কালো কালো মুখ ঠিক মুখোশের মতো।
সমাজ কি জানে মুখ মুখোশের ভিড়ে
ওলোন কাঁটার কোন দোলোনের ঘর?
এই প্রশ্নটা বন্ধুকে করতেই
বন্ধুর জিভ ও ভোঁতা সেদিনের পর।
বন্ধু আমার মুক্তমনার দলে
পরিবার নিয়ে মুক্ত উঠোন ঘর
একাকী সে রাত রাতভর প্রসাধনে
কন্যা ফেরাল কর্ণফুলীর চর।
কেননা সে কিনা মুক্তমনা মেয়ে
কেননা সে জানে যুক্তির জমি চাষ
কেননা সে তার দামী বোরখাটি খুলে
বদলে পুষেছে প্রগতির ভাইরাস।
সেদিন থেকেই নীল ফুল ঝেড়ে ফেলা
একশো আটটা চিতার আগুন বরণ
মুঠি ভরে ছুঁড়ি সহস্র ভাইরাস
উসকে আগুন,চিতায় সহমরণ।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০০

নোমান প্রধান বলেছেন: ভালো লাগকো

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৪

অদিতি চক্রবর্তী বলেছেন: প্রধান ভাই খুশি হলাম

২| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিটা দারুণ। কবিতাও বেশ।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৬

অদিতি চক্রবর্তী বলেছেন: চুলবুলে পুত্তুর খলবলে হাসিতে
ইচ্ছা যে করে তারে আরো ভালোবাসিতে।

৩| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩১

সুমন কর বলেছেন: ছবিটি বদলে দিন।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০০

অদিতি চক্রবর্তী বলেছেন: মোটেই আসতে পারছিলামনা এখানে সুমন। চাকা ঘুরতেই থাকে। ছবি বদলানোর উপায় বলে দাও

৪| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪২

অনর্থদর্শী বলেছেন: আচ্ছা এখানে ১০৮টি চিতা কী ইঙ্গিত বহন করছে?

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৩

অদিতি চক্রবর্তী বলেছেন: ১০৮ টা নীল পদ্ম ছাড়া দুর্গা পূজা হয়না ভাই। সেই দুর্গা বলি হতে পারে নীল ফুল চিতায় রূপান্তরিত হলেই।

৫| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৭

ইন্দ্রনাথ বলেছেন: অসাধারণ, দিদি।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৫

অদিতি চক্রবর্তী বলেছেন: আমার ইন্দ্র ভাইটাকে একমুঠো ফুলেল শুভেচ্ছা পাঠাতে কত্তো যে দেরী হয়ে গেলো!!!

৬| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৪

আবুল হায়াত রকি বলেছেন: সুন্দর কবিতা . . দিদি।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৫

অদিতি চক্রবর্তী বলেছেন: ভালো থেকো ভাই রকি

৭| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: অন্য ব্রাউজার দিয়ে চেষ্টা করুন। নেট স্লো হতে পারে।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৩

অদিতি চক্রবর্তী বলেছেন: নেট স্লো হলেও ফেসবুক চলে। এই সাইট তো খোলেইনা

৮| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৭

সুমন কর বলেছেন: গুগল ক্রোমে চেষ্টা করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.