![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবলুশি ফাঁকে খুঁজলে আমাকে ভূমিকায় পাবে নূতন ভুল/ দহনের ঋণ কীযে সঙ্গীন ভ্রান্তির বুকে ফোটায় হুল।
ওভাবে ডাকলে কাছে জ্বলে পুড়ে যাই
ইচ্ছার ঘর পুষি বুকের বোতামে।
তুমি ছিলে পাস দেওয়া কবিতাবাবু
রসালো সুস্বাদু দিতে অধরের নামে
পাশচোখে চেয়ে দেখি ইচ্ছেগাছে
লাল শাদা থোকা ফুল ফুটে আছে ডালে
আরো কত পাওনায় ঋণ শোধবোধে
রমণের সুখ লেখা থাকত কপালে !
ভাঁজ খুলে মেলে ধরি এলো কারুকাজ
গলে গলে পড়ে মোম,শিসে বাজে শ্বাস
চারপায়ে খেলা চলে চু -কিতকিত
জবুথবু শুয়ে জাগে পিঠের বাতাস।
এতসব বলা কথা পুরোন দিনের
আজ বিলাপের কাল পাণ্ডুর চাঁদ
ইচ্ছেরা স্বেচ্ছায় ঝরে গেছে টুপ
অসুখ ইচ্ছাকৃত রেখেছে প্রসাদ।
১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫১
অদিতি চক্রবর্তী বলেছেন: কবিতাটা তোমার ভালো লেগেছে সুমন? খুশি হলাম। আমি এখানে আসতেই পারছিনা ভালোকরে
২| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর হয়েছে। +
ছবিটা আমার পছন্দের।
১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫২
অদিতি চক্রবর্তী বলেছেন: তবে তো আমার মুখটা তোমার নাপসন্দ রাজপুত্তুর!!
৩| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৬
মেহেদী রবিন বলেছেন: ভালো লেগেছে আপু
১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৩
অদিতি চক্রবর্তী বলেছেন: রবিন ভাইয়া ভালো থেকো
৪| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০০
কবীর বলেছেন: সুন্দর হয়েছে
১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৫
অদিতি চক্রবর্তী বলেছেন: আনন্দ পেলাম মতামত জেনে কবীর
৫| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৯
টাইম টিউনার বলেছেন: ছবিটা দেখে ভয় পাইছি। সুন্দর লিখেছেন।
৬| ১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!
৭| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন:
ভাললাগা রেখে গেলাম!!
৮| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৯
রাবেয়া রাহীম বলেছেন: ইচ্ছার ঘর পুষি বুকের বোতামে।
দারুন ভাল লাগা লাইন ।
সুন্দর লিখেছ। ভাল লাগা রইল কবিতা জুড়ে ।
৯| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৮
অশ্রুকারিগর বলেছেন: কবিতাটা সুন্দর, ছবিটা না।
১০| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তা আবার হয় নাকি?
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭
গেম চেঞ্জার বলেছেন: ভালোই লাগলো!
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৬
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।