নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিজিবিজি ছড়া কাটি রাতে দিনে খোঁটা খাই। নিলাজী আমার মতো পুরো দেশে আর নাই।

অদিতি চক্রবর্তী

আবলুশি ফাঁকে খুঁজলে আমাকে ভূমিকায় পাবে নূতন ভুল/ দহনের ঋণ কীযে সঙ্গীন ভ্রান্তির বুকে ফোটায় হুল।

অদিতি চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

মনের মিতে

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৭

শীতের দুপুর, নরম রোদে গা এলিয়ে
দু'আঙুলে জড়িয়ে নিয়ে উলের পশম
কি বুনছ গো নানান রঙে সুতোয় সুতোয়
রাগ, অভিমান,খুনসুটি? না বকমবকম?
রোজ মাপ নাও? আঙুল টিপে ঘাড়ের কাছের
কিম্বা বুকের মাঝখানটার বিগদা বহর?
ওমনি তোমায় বাহুর ঘেরে কাছে টেনে
তিনিও কি আমার মতো দুষ্টুমি ভর!
লজ্জাতে লাল গাল দুখানি আড়াল করে
একছুটে দৌড় লাগাও এখন বাইরে ঘরে?
মান্তু পিসির চোখ এড়ানো সহজ তো নয়
এমন করেই সেদিন আমার প্রেমপরাজয়
চোর অপবাদ মাথায় নিয়ে চুনকালিতে
এক গাঁ লোকের সামনে যেন অশরীরী
এক গা সোনায় সেজে তুমি বরের গাড়ি
সেদিন থেকেই ভর করেছি তোমার হাতে।
হাতের চেটোয় লাল হয়েছি মেহেদী পাতায়
শাঁখায়, পলায়, রিনঠিন বেজেছি ঘর
নখের পালিস,আংটি ও তার মুক্তোদানায়
রঙ গুলেছি, রঙ মুছেছি, প্রহর প্রহর।
বুনছো তুমি পশমিনা,আমায় বেঁধে গিঁঠে
খোলা চুলের মাতব্বরি চলছে খোলা পিঠে
ঠোঁটের ছোঁয়া রাখছতো ঐ শেষ সুতোতে?
অন্যমনা চিনলেওনা তোমার মনের মিতে!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৩২

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসাধারণ লাগলো কবি.। শুভেচ্ছা রইলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৯

অদিতি চক্রবর্তী বলেছেন: খুশি হলাম আমিও

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১০

ধ্রুবক আলো বলেছেন: বাহ! বেশ চমৎকার একখানা লেখনি, অসাধারন,
আপনি এরকম সুন্দর লেখা আরও বুনুন
শুভ কামনা জানবেন। বিজয়ের শুভেচ্ছা.....

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৭

অদিতি চক্রবর্তী বলেছেন: লিখব কি ভাই? সামু এতো সময় নেয় খুলতে! ইচ্ছে তো করেই নিজের লেখা সকলে পড়ুক। ভালো থাকুন।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

কবীর বলেছেন:
অনেক দিন পড়ে আপনার লেখা পড়লাম ।

পড়ে ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.