নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিজিবিজি ছড়া কাটি রাতে দিনে খোঁটা খাই। নিলাজী আমার মতো পুরো দেশে আর নাই।

অদিতি চক্রবর্তী

আবলুশি ফাঁকে খুঁজলে আমাকে ভূমিকায় পাবে নূতন ভুল/ দহনের ঋণ কীযে সঙ্গীন ভ্রান্তির বুকে ফোটায় হুল।

অদিতি চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

শিলালিপি

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৩


মুছে গেছে আজকাল সব চেনা রঙ
ক্যামেরা,অ্যাকশন আর রিপ্লে, রিমেক
এই যেন ছুঁয়ে ফেলি ওমনি উধাও
দুই- দুইয়ে এক, বাঁয়ে শূন্য অনেক।
বিছানা ছেড়েছি দেখে শুয়ে আছে রোদ
কালকের যোগ-ভাগ খাতা খুলে লিখি
নদীটা ঘরের থেকে দুই ক্রোশ দূরে
তারই মাঝে আঁতুরেতে কালবোশেখী।
পাথরের খাঁজে খাঁজে ইতিহাস কত
কারা যেন সেখানেও বাড়িয়েছে থাবা
মুছে গেছে আজকাল সব চেনা রঙ
একে একে দুই মানে ভুল হয়তোবা!
স্মৃতিরা পাঁশুটে চিল চলমানতায়
জল ক্ষত চোখ চায় শিলালিপিটায়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। মাঝে একটি/দুইটি প‌্যারা বা গ্যাপ দিলে দেখতে এবং পড়তে ভালো হবে।

+।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভালো লেগেছে । স্মৃতিরা ঘোরে ফেরে চেনা হৃদয়ের ইতিহাস চষে !

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: অদিতি চক্রবর্তী ,



পাথরের খাঁজে খাঁজে কতো যে ইতিহাস কথা কয় !
অনেকদিন পরে এলেন এমন একটি শিলালিপির কথা নিয়ে ।

ভালো হয়েছে ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন,... +++

আরেকটু গুছিয়ে লিখলে আর ভালো হতো

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫০

কবীর বলেছেন:
সুন্দর লিছেছেন ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:১১

আহা রুবন বলেছেন: ভাল লাগল কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.