| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদিতি চক্রবর্তী
আবলুশি ফাঁকে খুঁজলে আমাকে ভূমিকায় পাবে নূতন ভুল/ দহনের ঋণ কীযে সঙ্গীন ভ্রান্তির বুকে ফোটায় হুল।
মা-ভাষা
- অদিতি চক্রবর্তী
**********
হাঁটি হাঁটি পা'য়ে পা'য়ে প্রথম মাগো মাতৃভাষা
তোমার আঙুল চিনে তোমায় গভীর ভালোবাসতে আসা
আয়রে আয় চাঁদমামা টিপ দিয়ে যা ঘুমপাড়াতে
লৌহকপাট লোপাট কবেই পাষাণ বেদীর ভীমকারাতে
হাট্টিমাটিম ডিম পেড়েছে এই ভাষারই ছন্দে ছড়ায়
সহজপাঠের ছোট্ট রবি এই ভাষাতেই কথা কওয়ায়
হাতেখড়ির শ্লেটপেন্সিল লিখিয়েছিলো অ থেকে আ
চোখের তারার স্বপ্নগুলো এই ভাষাতে বইয়ে দেওয়া
প্রথম প্রেমের পলাশকথায় ইচ্ছে ছোঁয়ার একটু ছুঁতো
বুকপকেটের নীল চিঠিটাই মেরেছিল ভাষার গুঁতো
মাতৃভাষায় ফাগুন এলে আগুন ফলায় শিরদাঁড়াটা
বুকের ভিতর একুশ আনে লালন গানের একতারাটা
জন্মমৃত্যু, আন্দোলনে সব খানেতে সবার আগে
আড়ভাঙা জিভ মা ডাকে আর মা- ভাষাতে প্রথম ভাগে
মুসলধারে বৃষ্টি ঝরি বাংলাভাষার কদমফুলে
মনঠাকুরের দুইটি চরণ পা পেতে যান কর্ণমূলে
মাতৃভাষার অনেক বুলেট বিঁধেও আমার মাতৃভূমি
কোল পেতেছেন কালের ঘরে, কুলীন ভাষা বাংলা চুমি।
©somewhere in net ltd.