![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুলহীন বাগানের একলা স্লোগানে, মনে মনে পাওয়া কবিতা! না লেখার আলস্যে আশকারা পাক,শীতের ইতিকথা!
ছাড়তে চাই তোমায়,
ছেড়েও দিই।
তবু কেন ছাড়তে পারিনা?
নাকি ছাড়া যায় না, ছাড়া হয় না?
আসলে অদৃশ্যতার কি কোনো আদ্যোন্ত আছে?
তাকে কি ধরা যায়? ছোঁয়া যায়? ছাড়া যায়?
কোনোটাই করা যায়না!
ন্যাপথালিনের পুরনো গন্ধে পাওয়া যায়না,
তবে ভাঁজ করে রাখা চিঠিতে হয়তোবা সে আছে।
শিমুল তুলোর নম্রতার আড়ালে সে আছে।
কিছু লাজুকতায় সে আছে।
দুরন্ত চিলদের মাঝে সে আছে।
অগোছালো টেবিলে নেই তবু যেন আছে!
তাকে দেখা যায় গোছানো কথার পাছে পাছে।
অন্ত্যমিলের ধোঁয়াশাভরা খাতায়,
বেহিসেবী আলোর চোখের পাতায়,
আমার শুরু থেকে শেষে কেবলই অদৃশ্যতা।
তীক্ষ্ণ শব্দের সখা,নতুন পথের কথা!
অদৃশ্যতা,অদৃশ্যতা!
ঘরময় বিচিত্র এক নীরবতা!
ঝুলন্ত চিন্তায়,
অজানা অজন্তায়,
পাহাড়ের ধারটায়,
নদীর কিনারটায়,
আর কেউ না থাকুক,আছে এক ব্যথা-
নাম তার হয়তোবা.. 'অদৃশ্যতা'।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৪৭
সাদিয়া দুর্দানা বলেছেন: বানান ভুলের জন্য দুঃখিত..প্রথম পোস্ট হিসেবে এই অবস্থার সূত্রপাত! মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০
আলম দীপ্র বলেছেন: শুনো , কেউ মন্তব্য করলে দেখবা মন্তব্যের উপরে সবুজ একটা তীর চিহ্ন আছে , সেখানে ক্লিক করে মন্তব্যের জবাব দিতে হয় নব ব্লগার! স্বাগতম!
কবিতা জোস হইসে !
১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১
সাদিয়া দুর্দানা বলেছেন: মন্তব্য এবং স্বাগত জানানোর জন্য থ্যাংকু! আস্তে আস্তে শিখিয়ে দিবেন!
৩| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। আপনার আরো একটা কবিতা পড়লাম। দুটো কবিতারই শেষ অসাধারণ। আর একটু সময় দিন যেন শুরুটাও হয় শেষের মতো। কবিতারা কবিতা হয়ে ওঠে তখনি যখন তা পাঠকের মন ছুঁয়ে যায়।
আপনার লেখনী সুপাঠ্য। আশা করি নিয়মিত লিখবেন। ভালো লাগা কিছু কবিতা উপহার দেবেন আমাদের।
বুকমার্ক করে রাখলাম।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৪৫
সাদিয়া দুর্দানা বলেছেন: নিয়মিত হওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই! অসংখ্য ধিন্যবাদ, দিশেহারা রাজপুত্র!
৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১
রুদ্র জাহেদ বলেছেন: ন্যাপথালিনের পুরনো গন্ধে পাওয়া যায়না,
তবে ভাঁজ করে রাখা চিঠিতে হয়তোবা সে আছে।
শিমুল তুলোর নম্রতার আড়ালে সে আছে।
কিছু লাজুকতায় সে আছে।
স্নিগ্ধ কবিতা
আশা করি নিয়মিত লিখবেন।ব্লগে নিয়মিত হোন... আমাদের সুন্দর সুন্দর লেখা উপহার দিতে থাকুন
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৪৯
সাদিয়া দুর্দানা বলেছেন: অসংখ্য ধন্যবাদ, রুদ্র জাহেদ! নিয়মিত হতে চাই!
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৯
রাফা বলেছেন: অদৃশ্যতা পরিস্ফুটনের কবিতা ভালো হয়েছে।
প্রথম কবিতায় আবেগের প্রকাশ বেশি থাকে,
যদি না তা ব্যাতিক্রম ঘরানার হয়।
ধন্যবাদ,সা.দুর্দানা।
অ.ট.দুর্দানার অর্থ কি?
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩
সপ্নাতুর আহসান বলেছেন: সুন্দর কবিতা। কিছু টাইপো আছে, ঠিক করে নিলে আরও ভাল লাগবে।