নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেকলে আমাকে বাঁধোনি,গানে বেঁধেছিলে বোধহয়..

সাদিয়া দুর্দানা

ফুলহীন বাগানের একলা স্লোগানে, মনে মনে পাওয়া কবিতা! না লেখার আলস্যে আশকারা পাক,শীতের ইতিকথা!

সাদিয়া দুর্দানা › বিস্তারিত পোস্টঃ

অশ্রুজল

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

আমার হয়ে নাহয় তুমিই বলে দিও,
চিলতে চিলতে কবিতারা বড়ই একরোখা!
নদীর কাব্য মিছিলের মাঝে নিও।
আমার স্লোগান কেবল বইয়ের পোকা!
ঘাসফড়িঙের দুপুরবেলায়,
আলোর সাথে আঁধার হারায়!
বিকেলবেলা মেঘের থেকে তুমিও বৃষ্টি নিও!
আমার ছেঁড়া ডায়েরী নাহয় আজই ফেলে দিও!
নতুন নতুন সম্ভাষণে,
শুন্য সকল সিংহাসনে,
হাজার প্রসূন ছড়িয়ে থাকে,
কাঁটাবৃক্ষের বহু ফাঁকে।
ছিন্ন সকল পত্রমালা তোমার ঘরে নিও।
আমার পড়া কবিতাটুকু একটু শুনে যেও।
তারপরে যাও যেথায় খুশি,
নীল তারাদের আমিও পুষি।
তোমার সে ভুল রাস্তাখানা
চিনব আমি, হোক অচেনা!
রাতজাগা সব পোর্শিয়ারা খুঁজছে বাসানিও!
আমিই কেবল চলব একা থেকো না জল তুমিও।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা ২য় কবিতায়।



লিখতে থাকুন নিরন্তর।

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮

সাদিয়া দুর্দানা বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ,ইমতিয়াজ ভাই।ভালো থাকুন নিরন্তর।

২| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২

আলম দীপ্র বলেছেন: তোমার থিংকিং যে অনেক ভালো আমি জানি !
কবে যে তোমাকে নিয়মিত পাব জানিনা ! :( :( :(
কবিতা ভালো লেগেছে !

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭

সাদিয়া দুর্দানা বলেছেন: ধন্যবাদ দীপ্র।আশা করি নিয়মিত পাবে।চেষ্টায় থাকব।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৫

রুদ্র জাহেদ বলেছেন: নান্দনিক...++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৪২

সাদিয়া দুর্দানা বলেছেন: ধন্যবাদ, রুদ্র জাহেদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.