![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুলহীন বাগানের একলা স্লোগানে, মনে মনে পাওয়া কবিতা! না লেখার আলস্যে আশকারা পাক,শীতের ইতিকথা!
অস্থির সময় উড়তে থাকে,
সুতো ছেঁড়া ঘুড়ির মতো একেকটা দিন আকাশ থেকে নিচে পড়ে যায়।
রঙ চলে যায় কত পুরনো ছবির।
সত্যিই কি রঙ যায়?
নাকি থেকে যায় মনের ক্যানভাসে?
দেয়ালঘড়ির শব্দের সাথে কিছু উত্তর শোনা যায়।
আবার কিছু প্রশ্ন উত্তরের আশায় কুয়াশায় মিশে যেতে চায়।
রোদ,বৃষ্টি,ঝড়,শিশির-কত কিছুই আসে,
তবু প্রতি সন্ধ্যায় সন্ধ্যাদীপ আঁধার দূর করে শুনিয়ে যায় সূর্যের আগমনবার্তা।
কিছু আসবে কিনা জানা নেই,
তবু আকাশের ঠিকানায় থাকা মেঘেরা অপেক্ষা করে থাকে উড়োচিঠির।
বাতাসে বাতাসে রঙ ছড়িয়ে থাকে,
সব শেষ হয়েও কখনোই শেষ হয়না,
কিছু বাকি থেকে যায় অজানায় অজানায়।
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১১
সাদিয়া দুর্দানা বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগল।
আরে,না, না! আমি তো অনেক ছোট।পড়াশোনা করছি!
২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: হুম, ধন্যবাদ,
না, প্রশ্ন করেছিলাম, কারন আামার এক ডাক্তার ভাবীর নাম আপনার নামের সাথে মিলে যায় বলে।
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
সাদিয়া দুর্দানা বলেছেন: ও! আচ্ছা! :-D :-D
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯
হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: অনেক ভালো লাগলো। লিখে যান।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
সাদিয়া দুর্দানা বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগল।লিখে যেতে চাই... :-)
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০
চাঁদগাজী বলেছেন:
কবিতা ভালো হয়েছে
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
সাদিয়া দুর্দানা বলেছেন: ধন্যবাদ! :-) :-)
৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১০
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল।কবিতা আরো চাই
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৪০
সাদিয়া দুর্দানা বলেছেন: আশা থাকলো পাবেন!
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: ৩য় পোষ্টে প্রথম ভাল লাগা।
যদি কিছু মনে না করেন, আপনি কি পেশায় ডাক্তার ??