![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুলহীন বাগানের একলা স্লোগানে, মনে মনে পাওয়া কবিতা! না লেখার আলস্যে আশকারা পাক,শীতের ইতিকথা!
যেখানে শব্দদের কোনো ঠিকানা নেই,
অস্তিত্ব নেই,
হাহাকার নেই।
যেখানে জীবন বাধাহীনভাবে বয়ে চলে,
নেই কুয়াশা,
হারিয়ে যাবার সংশয়..
যেখানে এক টুকরো আকাশ
"আমি আছি" -বলে
সর্বদা ভরসা দিয়ে যায়।
যেখানে রোজ সকালে সূর্য
মুচকি একটা হাসি উপহার দিয়ে যায়।
যেখানে ভয়ংকর মেঘেরা নেই।
শুধু কিছু দুষ্টু অভিমানী মেঘেরা
মাঝে মাঝে বিলম্ব করে মৃদু বজ্রনিনাদ শুনিয়ে যায়।
যেখানে কাউকে নতুন করে দেখা যায়,
জানা যায়,
চেনা যায়,
কিছু লেখা কথার পর্দা ছোঁয়া যায়।
যেখানে কোনো দ্বিধা নেই,
কঠোরতা নেই।
শুধু কিছু নীরবতার মোমের আলো অথবা
ছোট ছোট তারাদের কোটি বছর আগেকার অল্প আলো
এসে আঁধার ঘোঁচায়,
সেখানে এক দীঘি ছিল।
কিছু হারিয়ে যাওয়া সভ্যতা একদিন আমায় প্রশ্ন করেছিল-
"দীঘির জলে কার ছায়া গো?"
আমি বলতে পারিনি।
কারণ,
উত্তরটা আমার জানা নেই।
আমি চুপ করে তাদের সামনে মাথা নিচু করে বসে ছিলাম
আর অপেক্ষা করছিলাম সেই সময়ের,
যখন ঠিক এই মুহূর্তের আলোটা
পৃথিবীর সবচেয়ে দূরবর্তী নক্ষত্র থেকে
সেই শূন্য কৃষ্ণচূড়ার ডালটায় পড়বে,
আর আমাকে উত্তরটা বলে দেবে।
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
সাদিয়া দুর্দানা বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য.....!
২| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৯
আলম দীপ্র বলেছেন: এই ফরম্যাটের কবিতাগুলো একরকম স্নিগ্ধতায় পড়া যায় ।
এটাও ভাল লাগল ।
শুভকামনা কলমের প্রতি ।
ভাল থাকা হোক নিরন্তর ।
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
সাদিয়া দুর্দানা বলেছেন: ধন্যবাদ আলম দীপ্র।আপনিও ভালো থাকিবেন!
৩| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। স্বাগতম এই ব্লগ পরিবারে।
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৭
সাদিয়া দুর্দানা বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা! আপনাদের উৎসাহ সবসময় কাম্য!
৪| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো লেগেছে। বিশেষ করে শেষটা।
//আর অপেক্ষা করছিলাম সেই সময়ের,
যখন ঠিক এই মুহূর্তের আলোটা
পৃথিবীর সবচেয়ে দূরবর্তী নক্ষত্র থেকে
সেই শূন্য কৃষ্ণচূড়ার ডালটায় পড়বে,
আর আমাকে উত্তরটা বলে দেবে।//
ভালো থাকবেন।
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৯
সাদিয়া দুর্দানা বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।আপনিও ভালো থাকুন।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৬
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।
২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৪
সাদিয়া দুর্দানা বলেছেন: অফুরান ধন্যবাদ! ভালো থাকুন।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৩
রুদ্র জাহেদ বলেছেন: নির্মল বর্ণনায় সুন্দর কথামালা।কবিতা ভালো লাগল
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৩২
সাদিয়া দুর্দানা বলেছেন: ধন্যবাদ, রুদ্র জাহেদ!
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪২
আমি সৈকত বলছি বলেছেন: ভালো লাগলো