নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেকলে আমাকে বাঁধোনি,গানে বেঁধেছিলে বোধহয়..

সাদিয়া দুর্দানা

ফুলহীন বাগানের একলা স্লোগানে, মনে মনে পাওয়া কবিতা! না লেখার আলস্যে আশকারা পাক,শীতের ইতিকথা!

সাদিয়া দুর্দানা › বিস্তারিত পোস্টঃ

একটা নীল মেঘ

০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

একটা নীল মেঘ ছিল।
নীল মেঘ,সাদা নয়,কালো নয়,ধূসর নয়...
আমি আমার দুঃখগুলো একটা কাগজে লিখে তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম।
নীল মেঘের গল্পের একটু জায়গায় হয়তো আমি ছিলাম!
হয়তোবা ছিলামই না কোথাও!
নীল মেঘের সাথে সখ্য আমার হবে না।
সে অন্য কোনো দেশের বাসিন্দা,
সে দেশ একটা আকাশ,সেই নীল মেঘ আর অন্য কিছু মেঘকে নিয়ে।
সেখানে নাকি একটা সূর্য্য আছে,
আগুনরূপী সেই সুর্য্য নীলে নীল সেই মেঘের গল্পের মূল চরিত্র..
সত্যিই একটা নীল মেঘ ছিল!
সাদা নয়,কালো নিয়,ধূসর নয়...
আমি সেই নীল মেঘ থেকে আড়ালে যেতে চাইতাম,
দু'একটা গানের খাতা পুড়িয়ে ফেলতাম,
একটা কবিতা উড়িয়ে দিতাম,
ঘাসফুলের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতাম,
তখন না বললেও নীল মেঘ আসতো।
রোজ আকাশের এক কোণে থাকতো একটা মেঘ,
নীল মেঘ।
নীল মেঘের বৃষ্টিতে ভেজার ইচ্ছে আমার ছিল।
কিন্তু দূরতর কিছু ইচ্ছে দূরতর রাস্তাতেই হারিয়ে যাবে হয়তো কোনো তীব্র উত্তাপে!
তবুও আমি তারাগুলোকে গল্প শোনাই-
একটা নীল মেঘ ছিল!
সাদা নয়,কালো নয়,ধূসর নয়...
একদম সেই নীল!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ দুপুর ২:০২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৭ ই মে, ২০১৫ রাত ১০:১৫

সাদিয়া দুর্দানা বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই! আপনাকে আমার পোস্টে পেয়ে ভালো লাগল!

২| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৯

রুদ্র জাহেদ বলেছেন: একটা নীল মেঘ ছিল।
নীল মেঘ,সাদা নয়,কালো নয়,ধূসর নয়...
আমি আমার দুঃখগুলো একটা কাগজে লিখে
তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম।
নীল মেঘের গল্পের একটু জায়গায় হয়তো আমি
ছিলাম!
খুব সুন্দর কবিতা++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:২৮

সাদিয়া দুর্দানা বলেছেন: ধন্যবাদ, রুদ্র জাহেদ।বরাবরের মতোই উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.