![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুলহীন বাগানের একলা স্লোগানে, মনে মনে পাওয়া কবিতা! না লেখার আলস্যে আশকারা পাক,শীতের ইতিকথা!
জোর করে মগজে কিছু কথা ঢোকালাম।
তারপর সব হারিয়ে গেলো।
আমার অগাস্ট মাসের পাতাগুলো খসে খসে পড়ে গেলো!
একটার পর একটা!
অভিনয় ভরা ডায়েরীর পাতা।
কিছু ভেসে থাকা জলছাপে ভুল করে এঁকে দেওয়া বিষন্ন কারুকার্য।
তুলি নিয়ে করতে থাকা আঁকিবুঁকির বিকেলগুলোতে।
রোদ পড়ে কিছু সময় ঝিকমিক করে ওঠা বাসার সামনের চিঠির বাক্স।
ঠান্ডা আবেশে ভরে থাকা চুপ করে থাকার সময়ে!
আমি আবার পাতাগুলো ঠিক ঠিক কুড়িয়ে সাজিয়ে রেখে দিলাম।
ডায়েরি পরিপূর্ণ হয়ে উঠলো রঙিন অথচ রংহীন অভিনয়ে।
আমার রিডিংরুমে এখনো জোছনার ছায়া পড়ে।
জোছনাটা নকল, আমার কল্পনার জলসায় সে চুক্তিবদ্ধ।
আমার জানালার সামনে রোজই নভেম্বরের পাতাঝরা সন্ধ্যা।
যে সময়টা আমি একা বসে থাকি,খুব উষ্ণতা খুঁজি ক্যাফেটেরিয়ায়।
শুকনো পাতার শব্দ শুনি।
মর্মর!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:১৫
সাদিয়া দুর্দানা বলেছেন: ধন্যবাদ, নাবিক সিনবাদ।ফোনে কিছু সমস্যা থাকায় উত্তর দিতে পারিনি।সেজন্য দুঃখিত।ভালোলাগা জানবেন ❤
২| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:১৭
সাদিয়া দুর্দানা বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ ❤ ব্লগে স্বাগত জানাই।এতদিন পর উত্তর দিতে হচ্ছে বলে আমি ভীষণ দুঃখিত!
৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৫
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:২৩
সাদিয়া দুর্দানা বলেছেন: অসংখ্য ধন্যবাদ, হাসান মাহবুব ভাই! ❤ নানান কারণে ব্লগে আসা হয়নি এতদিন,তাই জবাবটাও দেয়া হয়ে ওঠেনি! কেমন আছেন? আর হ্যাঁ,আপনার বইয়ের নামটা খুব চমৎকার হয়েছে! অভিনন্দন ও শুভকামনা জানবেন। ❤
৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
সাদিয়া দুর্দানা বলেছেন: সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি মন্তব্যের জবাব দিতে না পারায়..ব্লগে কিছু সমস্যা হচ্ছে, তাই জবাব দেওয়া যায় না আলাদা করে। সবাই ধন্যবাদ জানবেন! অনেকদিন হলো ব্লগে পোস্ট করা হয়ে ওঠেনি! আপনাদের মন্তব্য দেখে অনেক ভাল লাগলো,ভাল থাকবেন!
৫| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৩
মুমিত প্রত্যয় বলেছেন: +++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:২৪
সাদিয়া দুর্দানা বলেছেন: ভ্রাতা ❤
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো