নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেকলে আমাকে বাঁধোনি,গানে বেঁধেছিলে বোধহয়..

সাদিয়া দুর্দানা

ফুলহীন বাগানের একলা স্লোগানে, মনে মনে পাওয়া কবিতা! না লেখার আলস্যে আশকারা পাক,শীতের ইতিকথা!

সাদিয়া দুর্দানা › বিস্তারিত পোস্টঃ

জল

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

বরফ গলে জল পড়ছে।
জলের মাঝে জ্বলছে আগুন।
দাউদাউ আগুনে ভস্ম হচ্ছে নিত্যনতুন উপসংহার।
বসন্তের যবনিকা টেনে ভেলভেটের পর্দা রহস্যময় হাসি হেসে যায়!
এ যেন এনসাইক্লোপিডিয়া ঘেঁটেও খুঁজে পাবেনা কেউ!

বরফ গলে জল পড়ছে।
জলের টপটপ শব্দ আর সেই রহস্যময় হাসির কাছে হার মানছে আজকালের যন্ত্র!
কুয়াশা খুব ব্যস্ত বাড়িতে পাঁচিল তুলবার তদারকিতে!
পারফিউমের গন্ধেও কিচ্ছুটি হচ্ছেনা।
সবাই ব্যস্ত খরতাপের নিন্দায়-নিদ্রায় দিশেহারা!

বরফ গলে জল পড়ছে
এখনো।
টুপটুপ টুপটুপ!
সময় গড়াচ্ছে।
ঘন্টার কাঁটা এগিয়ে এগিয়ে বারোটা, তিনটে, পাঁচটা -
কবিতার খাতা পূর্ণ হচ্ছে,
পাতা ছিঁড়ছে,ছুঁড়ে ফেলছে!
আবার ভরে যাচ্ছে ডায়েরি,কাগজ,খাতা
মনমতো কবিতা হয়ে উঠতে কবিতাদেরও খুব তাড়া!

বরফ গলে শেষ।
হঠাৎ নিরুদ্দেশ!
কবিতার খাতায় খিলখিল হাসছে-কারা?
অতন্দ্রিলা,পোর্শিয়ারা!


(২০১৬ কিংবা ১৭ তে লেখা!)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


কবিতাটির শানে নযুল দরকার, না হয়, মাথায় ঢুকছে না।
তাপ বাড়তে থাকে, বরফ গলে জল হয়, এটুকু পরিস্কার; যা বাড়ে উহা এক সময় কমে আসে, থেমে যায়, এটাও পরিস্কার!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

সাদিয়া দুর্দানা বলেছেন: শানে নুযুল হইলো,বরফ গলা শুরুর সাথে সাথে একটা কবিতা লেখা শুরু হয়,বরফ গলা শেষে দেখা গেলো কবিতাও লেখা হয়েছে!
শেষমেশ আমিও এটাই বের করেছি! ঘোর থেকে লিখে কী বানিয়েছিলাম :P

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

সাদিয়া দুর্দানা বলেছেন: ধন্যবাদ রাজিব নুর ভাই! ❤

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫২

সাদিয়া দুর্দানা বলেছেন: ধন্যবাদ জানবেন ❤

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.